ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নাম তার মৈশানি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ছে ব্যাটারিচালিত রিকশায় জরুরি অবস্থা ঘোষণায় মন্ত্রিসভার অনুমোদন লাগবে তারাকান্দায় ব্যক্তি মালিকানায় জমির উপর দিয়ে সরকারি রাস্তার প্রকল্প মামলা প্রত্যাহার না হলে বিএনপির সংবাদ বর্জনের হুঁশিয়ারি সংবাদিকদের সরকার সর্বক্ষেত্রেই ধারাবাহিক ব্যর্থতার প্রমাণ দিচ্ছে যশোর ক্ষণিকা পিকনিক কর্নারে বছরে কোটি টাকা লুটপাট ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২০ দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করতে হবে- আমীর খসরু অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের বিরুদ্ধে চার্জশিট যশোরে দুই কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩ বাউল সংগীতে হৃদয় ছোঁয়া কণ্ঠস্বর রফিক সরকারের সার মজুতে বাফার গোডাউন নির্মাণ প্রকল্প এখনো শেষ হয়নি ভাঙনের কবলে উপকূলবাসী লাল চাঁদ হত্যার বিচারে বিশ্বাসযোগ্য তদন্ত ও দৃষ্টান্তমূলক সাজার দাবি- মির্জা ফখরুল শ্যামলীতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই খুলে নিয়ে গেলো জামা-জুতাও অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে- তারেক রহমান দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ ডাকসুর প্যানেল নিয়ে ছাত্র সংগঠনগুলোর লুকোচুরি ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

শ্রীলঙ্কার শক্তিশালী ওয়ানডে স্কোয়াড ঘোষণা

  • আপলোড সময় : ১৯-১০-২০২৪ ০৯:৫৯:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৪ ০৯:৫৯:০২ অপরাহ্ন
শ্রীলঙ্কার শক্তিশালী ওয়ানডে স্কোয়াড ঘোষণা
স্পোর্টস ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। জেফরি ভ্যান্ডারসে এবং দিলশান মাদুশঙ্কা তিন ম্যাচের সিরিজের জন্য দলে ডাক পেয়েছেন। তবে চামিকা করুনারত্নে এবং আকিলা ধনঞ্জয়া বাদ পড়েছেন। অলরাউন্ডার চামিন্দু বিক্রমাসিংহে ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন। দিলশান মাদুশঙ্কাও হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আগস্টে ভারতের বিপক্ষে সিরিজ মিস করে এবার ওডিআই সেটআপে ফিরে আসেন। একই সিরিজে অভিষেক হওয়া মোহাম্মদ শিরাজ তার জায়গা ধরে রেখেছেন। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ভারতের বিপক্ষে শেষ দুটি ওডিআই মিস করা ওয়ানিন্দু হাসরাঙ্গাও শ্রীলঙ্কার ৫০ ওভারের সেটআপে ফিরে এসেছেন। তবে অলরাউন্ডার চামিকা করুণারত্নে এবং স্পিনার আকিলা ধনঞ্জয়া বাদ পড়েছেন। মাথিশা পাথিরানা কাঁধের চোটের কারণে বাদ পড়েছেন, অন্যদিকে দুশমান্থ চামিরা এবং নুয়ান থুশারাও ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডেতে নেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জয়ী শ্রীলঙ্কা ক্যারিবীয়দের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে। প্রথম ওডিআই ২০ অক্টোবর এবং দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচ যথাক্রমে ২৩ এবং ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে, পাল্লেকেলে তিনটি ম্যাচের আয়োজন করবে। শ্রীলঙ্কা ওয়ানডে স্কোয়াড:চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), আভিষ্কা ফার্নান্দো, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, সাদিরা সামারাবিক্রমা, নিশান মাদুশকা, দুনিথ ওয়েল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, জেফরি ভ্যান্ডারসে, চামিডু বিক্রমাসিংহে, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা ও মোহাম্মদ শিরাজ।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ