ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা

শ্রীলঙ্কার শক্তিশালী ওয়ানডে স্কোয়াড ঘোষণা

  • আপলোড সময় : ১৯-১০-২০২৪ ০৯:৫৯:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৪ ০৯:৫৯:০২ অপরাহ্ন
শ্রীলঙ্কার শক্তিশালী ওয়ানডে স্কোয়াড ঘোষণা
স্পোর্টস ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। জেফরি ভ্যান্ডারসে এবং দিলশান মাদুশঙ্কা তিন ম্যাচের সিরিজের জন্য দলে ডাক পেয়েছেন। তবে চামিকা করুনারত্নে এবং আকিলা ধনঞ্জয়া বাদ পড়েছেন। অলরাউন্ডার চামিন্দু বিক্রমাসিংহে ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন। দিলশান মাদুশঙ্কাও হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আগস্টে ভারতের বিপক্ষে সিরিজ মিস করে এবার ওডিআই সেটআপে ফিরে আসেন। একই সিরিজে অভিষেক হওয়া মোহাম্মদ শিরাজ তার জায়গা ধরে রেখেছেন। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ভারতের বিপক্ষে শেষ দুটি ওডিআই মিস করা ওয়ানিন্দু হাসরাঙ্গাও শ্রীলঙ্কার ৫০ ওভারের সেটআপে ফিরে এসেছেন। তবে অলরাউন্ডার চামিকা করুণারত্নে এবং স্পিনার আকিলা ধনঞ্জয়া বাদ পড়েছেন। মাথিশা পাথিরানা কাঁধের চোটের কারণে বাদ পড়েছেন, অন্যদিকে দুশমান্থ চামিরা এবং নুয়ান থুশারাও ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডেতে নেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জয়ী শ্রীলঙ্কা ক্যারিবীয়দের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে। প্রথম ওডিআই ২০ অক্টোবর এবং দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচ যথাক্রমে ২৩ এবং ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে, পাল্লেকেলে তিনটি ম্যাচের আয়োজন করবে। শ্রীলঙ্কা ওয়ানডে স্কোয়াড:চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), আভিষ্কা ফার্নান্দো, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, সাদিরা সামারাবিক্রমা, নিশান মাদুশকা, দুনিথ ওয়েল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, জেফরি ভ্যান্ডারসে, চামিডু বিক্রমাসিংহে, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা ও মোহাম্মদ শিরাজ।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য