ঢাকা , বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
হেরা ফেরি ৩-তে ফিরছেন টাবু বাশার-তিশার নতুন রোমান্সের গল্প ‘বসন্ত বৌরি’ ওজন কমাতে সার্জারি, প্রাণ গেল মেক্সিকান ইনফ্লুয়েন্সারের ‘স্কুইড গেম’ অভিনেত্রী লি জু-শিল আর নেই বিচ্ছেদের পর ফের নতুন প্রেম খুঁজছেন মালাইকা অরোরা? দেশের প্রেক্ষাগৃহে ‘বলী’ আসছে ৭ ফেব্রুয়ারি হামলার পর প্রথমবার জনসমক্ষে সাইফ আলী খান অবশেষে প্রকাশ্যে এলো চিত্রনায়িকা পপির স্বামী-সন্তানসহ ছবি সমালোচনা সহ্য না হলে উপদেষ্টা পদ ছেড়ে রাজনৈতিক দল করেন-রিজভী লালমনিরহাটে বিয়ে করে ফেরার পথে বরের মৃত্যু পুঁজি রক্ষার আন্দোলনে বিনিয়োগকারীরা বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কমাতে, একীভূতকরণে নজর দেয়ার সুপারিশ বিদেশি বিনিয়োগ কমেছে আরও কমার আশঙ্কা বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে কিশোরের পা বিচ্ছিন্ন ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক সহকারী নিহত জগন্নাথ হলে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শনে দুই উপদেষ্টা রমজান মাসে গ্যাস বিদ্যুতের বড় সংকটের শঙ্কা বাংলাদেশকে সহায়তা করছে ব্রিটিশ সংস্থা তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ধৈর্য ধরতে হবে-নাহিদ ইসলাম লোকজনকে অতিষ্ঠ করে ফেলছে তিতুমীরের শিক্ষার্থীরা-স্বরাষ্ট্র উপদেষ্টা

কৃষকের মুখে হাসি, কপালে চিন্তার ভাঁজ

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৪ ০৫:২৭:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৪ ০৫:২৭:৪৬ অপরাহ্ন
কৃষকের মুখে হাসি, কপালে চিন্তার ভাঁজ
কড়া রোদ অগ্রাহ্য করে মাঠে ছুটছেন কৃষকহাতে কাস্তে, মুখে অমলিন হাসিভোর থেকে সন্ধ্যা অবধি ঘেমে-নেয়ে ধান কাটছেন তারাভীষণ গরমের মধ্যেই আগেভাগে ধান কাটার ধুম পড়েছে কিশোরগঞ্জের হাওরাঞ্চলেযেন নতুন ধানের নেশায় মাতোয়ারা সবাইএতটাই ব্যস্ত যে একটু কথা বলার সময় পর্যন্ত নেইআবহাওয়া ভালো থাকায় একরে শত মণ ধান হয়েছেতবে হঠাৎ দাম কমে যাওয়ায় তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছেএদিকে সূর্যের প্রখরতা যেন আগুনের হলকাকিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে গায়ে ফোসকা পড়ার অবস্থাএই আগুনে সূর্যের নিচে মাঠভরা বোরোধান৮০ ভাগ পাকলেই ধান কাটার তাগিদ ছিল কৃষি বিভাগেরএই কড়া রোদ উপেক্ষা করে সেই কাজটিও করে দেখিয়েছেন হাওরের কৃষকগরমে কষ্ট হলেও আর কিছু দিন এমন রোদও চান তারা, যেন শতভাগ ধান গোলায় উঠাতে পারেসোলেমান উদ্দিন (৬১) বাড়ির সামনে খড় শুকাচ্ছিলেনজেলার করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের খয়রত গ্রামের এই কৃষকের চাষবাস বাড়ির সামনের বড় হাওরেএ বছর কেমন ধান হলো? প্রশ্ন শুনেই কুঁচকানো মুখের রেখায় রেখায় ফুটে ওঠে হাসিবলেন, ‘চিন্তাও করি নাই এমুন ধান অইবতিনি দেড় একর জমিতে বোরোধান চাষ করেছিলেনকয়েক ধরনের ব্রি ধান মাঠে আছেএগুলো এখন কাটা প্রায় শেষের দিকেসবমিলিয়ে দেড়শ মণ ধান হবে বলেও জানালেন তিনিনিকলীর মজলিসপুরের কৃষক ইমান আলী (৫০)ধান কাটার ফাঁকে রোদে দাঁড়িয়েই ঢক ঢক করে ছোট কলসি থেকে পানি পান করছিলেনতিনিও বাম্পার ফলনের কথা বললেনতবে ধানের দাম কিছুটা কমে গেছে বলে অভিযোগ তারমোটা ধান ৮৫০ টাকা ও চিকন ধান ৯৫০ টাকা মণ দরে বিক্রি করেছেন তিনিকয়েকদিন আগেও যা ছিল হাজারের ওপরেতবু অভাবনীয় ফলন হওয়ায় খুশি এই কৃষকশুক্রবার সকাল থেকে দুপুর জেলার হাওর উপজেলা ইটনার কয়রাকান্দা, কুনিয়ারকান্দা এবং করিমগঞ্জের সাগুলি, চংনোয়াগাঁও হাওরে গিয়ে দেখা গেছে, শ্রমিকরা ধান কাটার কাজে ব্যস্ত সময় পার করছেনঅসহ্য গরম অগ্রাহ্য করে চলছে ধান কাটাকোথাও আবার হারভেস্টার মেশিন দিয়ে কাটা হচ্ছে ধানএগুলো আবার শুকানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে ধানের খলায়কয়রাকান্দা হাওরে ২০ জনের ধানকাটা শ্রমিকের একটি দল ধান কাটছিলেনতাদের একজন কাফেল মিয়া (৩৫)তিনি জানালেন, ১৬ কাঠা জমির ধান কাটলে তারা পাবেন ২০ মণমৌসুম শেষে এবার প্রত্যেকে ২৫ থেকে ৩০ মণ ধান বাড়ি নিয়ে যেতে পারবেনতিনিও জানালেন, এ বছর আবহাওয়া ভালো থাকায় বাম্পার ফলন হয়েছেকৃষকরা জানান, ২০১৭ সালের ভয়াবহ বন্যায় হাওরের বোরো ধান তলিয়ে গিয়েছিলসেই তিক্ত অভিজ্ঞতার কারণে আগেভাগে ধান কাটা হচ্ছেযত দ্রুত সম্ভব ধান কেটে ঘরে তুলতে চান তারাএ কারণে হাওরে অন্যবারের চেয়ে ব্যস্ততা বেশিধান কাটার পাশাপাশি ধানের কেনাবেচাও শুরু হয়ে গেছেধান আসছে করিমগঞ্জের চামড়াঘাটের আড়তগুলোতেসেখানে ইটনার ছিলনি গ্রামের আবদুল হক বলেন, ‘ধারকর্জ করে এবার চার একর জমিতে বোরো চাষ করেছেনভালো ধান হয়েছেতবে প্রতিদিন দাম একটু করে কমছেঋণের টাকা পরিশোধ ও শ্রমিক খরচ মেটাতে শুরুতে কিছু ধান বেচতে হয় আমাদেরকিন্তু আড়ত মালিকরা এ সুযোগ কাজে লাগিয়ে দাম কম দিচ্ছেনমোটা ধান বেচতে হচ্ছে ৮৫০ টাকা মণ দরেঅথচ এক মণ ধান চাষে খরচ হয়েছে এক হাজার টাকারও বেশিএদিকে সেখানকার আড়তদার জামাল আহমেদ বলেন, ‘চামরাঘাট আড়তে প্রতিদিন কয়েক কোটি টাকার ধান কেনাবেচা হচ্ছেগতবারের চেয়ে এবার ধানের দাম বেশি পাচ্ছে কৃষকমোটা ৮৫০ ও চিকন ধান ৯৫০ টাকা মণ দরে কেনা হচ্ছেজেলা কৃষি বিভাগ বলছে, কিশোরগঞ্জে এ মৌসুমে এক লাখ ৬৭ হাজার ১০০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছেএর মধ্যে কেবল হাওরেই আবাদ হয়েছে এক লাখ তিন হাজার ৬২০ হেক্টরজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবদুস সাত্তার বললেন, এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছেএকরে শত মণ ফলনের খবর পাওয়া যাচ্ছেএগুলো দ্রুত কাটা হচ্ছেদিনরাত পরিশ্রম করে কৃষকরা ধান ঘরে তুলছেনকম্বাইন্ড হারভেস্টারও নামানো হয়েছেআবহাওয়া এখনও কৃষকের অনুকূলে আছে বলেই তারা রোদে কষ্ট হলেও আনন্দের সঙ্গে ধান কাটতে পারছেনপ্রায় ৮০ ভাগ ধান কাটা শেষ, আবহাওয়া আর কয়েকটা দিন ভালো থাকলে শতভাগ ধান কাটা শেষ হবে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স