ঢাকা , বুধবার, ১৬ জুলাই ২০২৫ , ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নিবন্ধন চাওয়া ১৪৪ দলই প্রাথমিক বাছাইয়ে অনুত্তীর্ণ ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৩৭৫ বাক্সবন্দি মেশিন এখন চায়ের টেবিল সংখ্যালঘু ঐক্য মোর্চার সংবাদ সম্মেলন নিয়ে পুলিশের ব্যাখ্যা ঐকমত্যে আসতে পারেনি রাজনৈতিক দলগুলো প্রাণনাশের হুমকি দিল প্রতারক ৪ দফা দাবি জোরপূর্বক প্রত্যাগত ওমান প্রবাসী ফোরামের পুলিশ কল্যাণ তহবিল থেকে দেড় কোটি টাকার অনুদান পাবে ৩৮৯ জন বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া নির্বাচন কমিশনের ৫১ কর্মকর্তাকে বদলি গেটে হাঁটুপানি, ভোগান্তিতে রোগী-স্বজনরা জিয়ার অনুকম্পায় রাজনীতি করে এখন তার পুত্রকে টার্গেট করছেÑ রিজভী চাঁদাবাজির অভিযোগে ওসিসহ ৬ পুলিশ প্রত্যাহার পঞ্চবেকি বয়া নদীর আয়রন ব্রিজ মৃত্যুফাঁদ ময়মনসিংহে মুক্তিপণ দিয়ে মিললো শিশুর লাশ ৪ লাখ টন চাল কিনবে সরকার, বেসরকারিভাবে ৫ লাখ টনের অনুমতি কে কাকে লাল কার্ড দেখাবে, তা ঠিক করবে জনগণ-ডা. জাহিদ বাংলাদেশিদের মিসরের ভিসা দিতে নিষেধাজ্ঞা নেই : দূতাবাস ইইউ’র প্রাক-নির্বাচনী অনুসন্ধানী দল ঢাকা আসছে সেপ্টেম্বরে সংরক্ষিত আসন বিলুপ্তির সুপারিশের প্রতিবাদ মহিলা পরিষদের

সৌদি ফেরত প্রবাসীদের বিভিন্ন দেশে পাঠানোর দাবি

  • আপলোড সময় : ১৮-১০-২০২৪ ১২:৪৪:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৪ ১২:৪৪:৪০ পূর্বাহ্ন
সৌদি ফেরত প্রবাসীদের  বিভিন্ন দেশে পাঠানোর দাবি
সৌদি ফেরত প্রবাসীদের সরকারি খরচে বিভিন্ন দেশে আবার পাঠাতে ব্যবস্থা গ্রহণসহ ১০ দফা দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ‘ভুক্তভোগী সৌদি প্রবাসী’ ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে প্রবাসীদের পক্ষে মো. শহিদ বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মিছিল-আন্দোলন নিষিদ্ধ জেনেও আমরা মানববন্ধন ও মিছিল করি। কিন্তু সে দেশের আইন লঙ্ঘন করার কারণে সৌদি আরবের বিভিন্ন স্থান থেকে সৌদি পুলিশ আমাদের গ্রেফতার করে জেলে পাঠায়। অবশেষে দীর্ঘ ৪১ দিন কারাবরণ শেষে আমরা দেশে ফিরে আসি। তিনি আরও বলেন, বিদেশে যেসব প্রবাসী গ্রেফতার হন তাদের পুনর্বাসন ও ডেটা তৈরির ঘোষণা দিয়েছিল সরকার। কিন্তু দুই মাস পার হলেও কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। ফলে আমরা প্রেস ক্লাবে মানববন্ধন করি। তাতেও কোনো ফল হয়নি। তাই আমরা সরকারের প্রধান উপদেষ্টা এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আমাদের দাবিগুলো জানিয়েছি। সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা যেসব প্রবাসী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করার কারণে দেশে ফিরতে বাধ্য হন, তাদের পুনর্বাসনে ব্যবস্থা নিতে হবে। সৌদি ফেরত ভুক্তভোগী প্রবাসীদের সরকারি খরচে বিভিন্ন দেশে পুনরায় পাঠানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। দেশে ফেরত আসায় হঠাৎ বেকার হয়ে পড়া প্রবাসীদের এককালীন নগদ সহায়তা দিতে হবে। ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না করা পর্যন্ত দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা। সৌদি আরবসহ বিভিন্ন দেশের দূতাবাসে প্রবাসীবান্ধব কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিতে হবে।
প্রবাসে যাওয়ার সময় প্রবাসীদের বিভিন্ন ব্যাংক থেকে সহজ শর্তে তিন কার্যদিবেসের মধ্যে কোনো ধরনের জামানত ছাড়া ঋণ দিতে হবে। বিদেশে যাওয়ার জন্য যে পাসপোর্ট বানানো হয় সেটি কোনো ভোগান্তি ছাড়া অতি দ্রুত সময়ে সরবরাহ করতে হবে। বিভিন্ন মেডিকেল সেন্টারে কোনো কারণ ছাড়া যে মেডিকেল আনফিট দেখানো হয়, এ ধরনের মেডিকেল সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রবাসে যাওয়ার পর সেই প্রবাসী তার কাক্সিক্ষত চাকরি পেলেন কি না এবং তিনি ঠিকমতো বেতন পাচ্ছেন কি না- সে বিষয়ে দূতাবাস ও কনস্যুলেট থেকে নিয়মিত খোঁজখবর নিতে হবে। কোনো প্রবাসী দেশের বাইরে আহত হলে তার যথাযথ চিকিৎসা নিশ্চিত করা এবং মারা গেলে সরকারি খরচে মরদেহ দেশে আনতে হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন-সৌদি ফেরত ভুক্তভোগী প্রবাসী আলী নূর, শাহেদ, নিশাদ, মো. আলী, সাংবাদিক সাইফুল, সাংবাদিক মিলন মাহমুদ প্রমুখ।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স