ঢাকা , বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫ , ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দেশজুড়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব ষড়যন্ত্রের বেড়াজালে বিএনপি চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী কনটেইনারের স্তূপ উত্তরা বিআরটিএ অফিসে প্রকাশ্যে চলছে ঘুষ দুর্নীতি ও জাল-জালিয়াতি প্রকল্পের টাকায় চলছে মেট্রোরেল পঞ্চগড়ের বোদায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রীপুর পৌর বিএনপির আয়োজনে বিশাল বর্ণাঢ্য আনন্দ র‌্যালি অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা বরগুনায় বিএনপি অফিস ভাঙচুর মামলায় ১২ জন আইনজীবীর জামিন নামঞ্জুর নোবিপ্রবি শব্দকুটির আয়োজিত নজরুল প্রয়াণ দিবস পালিত পঞ্চগড়ের আলোচিত রফিকুল হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেফতার চিলমারী দীঘলকান্দি আশ্রয়ণের মালামাল লুটপাট পোরশায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে এক বর্ণাঢ্য র‌্যালিও পরিছন্নতা অভিযান জনসম্পৃক্তহীন যারা তারাই পিআর পদ্ধতি চায় : এলডিপি মহাসচিব বেগমগঞ্জে বালিকা মাদ্রাসায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতি কলাপাড়ায় বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ মীরসরাইয়ে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লা অংশে ১০৪ কিমি. সড়কে মৃত্যুফাঁদ পাইকগাছায় শ্রীকণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি আদমদীঘিতে ন্যায্যমূল্যে ওএমএসের আটা বিক্রি উদ্বোধন

সৌদি ফেরত প্রবাসীদের বিভিন্ন দেশে পাঠানোর দাবি

  • আপলোড সময় : ১৮-১০-২০২৪ ১২:৪৪:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৪ ১২:৪৪:৪০ পূর্বাহ্ন
সৌদি ফেরত প্রবাসীদের  বিভিন্ন দেশে পাঠানোর দাবি
সৌদি ফেরত প্রবাসীদের সরকারি খরচে বিভিন্ন দেশে আবার পাঠাতে ব্যবস্থা গ্রহণসহ ১০ দফা দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ‘ভুক্তভোগী সৌদি প্রবাসী’ ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে প্রবাসীদের পক্ষে মো. শহিদ বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মিছিল-আন্দোলন নিষিদ্ধ জেনেও আমরা মানববন্ধন ও মিছিল করি। কিন্তু সে দেশের আইন লঙ্ঘন করার কারণে সৌদি আরবের বিভিন্ন স্থান থেকে সৌদি পুলিশ আমাদের গ্রেফতার করে জেলে পাঠায়। অবশেষে দীর্ঘ ৪১ দিন কারাবরণ শেষে আমরা দেশে ফিরে আসি। তিনি আরও বলেন, বিদেশে যেসব প্রবাসী গ্রেফতার হন তাদের পুনর্বাসন ও ডেটা তৈরির ঘোষণা দিয়েছিল সরকার। কিন্তু দুই মাস পার হলেও কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। ফলে আমরা প্রেস ক্লাবে মানববন্ধন করি। তাতেও কোনো ফল হয়নি। তাই আমরা সরকারের প্রধান উপদেষ্টা এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আমাদের দাবিগুলো জানিয়েছি। সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা যেসব প্রবাসী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করার কারণে দেশে ফিরতে বাধ্য হন, তাদের পুনর্বাসনে ব্যবস্থা নিতে হবে। সৌদি ফেরত ভুক্তভোগী প্রবাসীদের সরকারি খরচে বিভিন্ন দেশে পুনরায় পাঠানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। দেশে ফেরত আসায় হঠাৎ বেকার হয়ে পড়া প্রবাসীদের এককালীন নগদ সহায়তা দিতে হবে। ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না করা পর্যন্ত দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা। সৌদি আরবসহ বিভিন্ন দেশের দূতাবাসে প্রবাসীবান্ধব কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিতে হবে।
প্রবাসে যাওয়ার সময় প্রবাসীদের বিভিন্ন ব্যাংক থেকে সহজ শর্তে তিন কার্যদিবেসের মধ্যে কোনো ধরনের জামানত ছাড়া ঋণ দিতে হবে। বিদেশে যাওয়ার জন্য যে পাসপোর্ট বানানো হয় সেটি কোনো ভোগান্তি ছাড়া অতি দ্রুত সময়ে সরবরাহ করতে হবে। বিভিন্ন মেডিকেল সেন্টারে কোনো কারণ ছাড়া যে মেডিকেল আনফিট দেখানো হয়, এ ধরনের মেডিকেল সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রবাসে যাওয়ার পর সেই প্রবাসী তার কাক্সিক্ষত চাকরি পেলেন কি না এবং তিনি ঠিকমতো বেতন পাচ্ছেন কি না- সে বিষয়ে দূতাবাস ও কনস্যুলেট থেকে নিয়মিত খোঁজখবর নিতে হবে। কোনো প্রবাসী দেশের বাইরে আহত হলে তার যথাযথ চিকিৎসা নিশ্চিত করা এবং মারা গেলে সরকারি খরচে মরদেহ দেশে আনতে হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন-সৌদি ফেরত ভুক্তভোগী প্রবাসী আলী নূর, শাহেদ, নিশাদ, মো. আলী, সাংবাদিক সাইফুল, সাংবাদিক মিলন মাহমুদ প্রমুখ।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
দেশজুড়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব

দেশজুড়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব