ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা

সৌদি ফেরত প্রবাসীদের বিভিন্ন দেশে পাঠানোর দাবি

  • আপলোড সময় : ১৮-১০-২০২৪ ১২:৪৪:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৪ ১২:৪৪:৪০ পূর্বাহ্ন
সৌদি ফেরত প্রবাসীদের  বিভিন্ন দেশে পাঠানোর দাবি
সৌদি ফেরত প্রবাসীদের সরকারি খরচে বিভিন্ন দেশে আবার পাঠাতে ব্যবস্থা গ্রহণসহ ১০ দফা দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ‘ভুক্তভোগী সৌদি প্রবাসী’ ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে প্রবাসীদের পক্ষে মো. শহিদ বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মিছিল-আন্দোলন নিষিদ্ধ জেনেও আমরা মানববন্ধন ও মিছিল করি। কিন্তু সে দেশের আইন লঙ্ঘন করার কারণে সৌদি আরবের বিভিন্ন স্থান থেকে সৌদি পুলিশ আমাদের গ্রেফতার করে জেলে পাঠায়। অবশেষে দীর্ঘ ৪১ দিন কারাবরণ শেষে আমরা দেশে ফিরে আসি। তিনি আরও বলেন, বিদেশে যেসব প্রবাসী গ্রেফতার হন তাদের পুনর্বাসন ও ডেটা তৈরির ঘোষণা দিয়েছিল সরকার। কিন্তু দুই মাস পার হলেও কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। ফলে আমরা প্রেস ক্লাবে মানববন্ধন করি। তাতেও কোনো ফল হয়নি। তাই আমরা সরকারের প্রধান উপদেষ্টা এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আমাদের দাবিগুলো জানিয়েছি। সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা যেসব প্রবাসী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করার কারণে দেশে ফিরতে বাধ্য হন, তাদের পুনর্বাসনে ব্যবস্থা নিতে হবে। সৌদি ফেরত ভুক্তভোগী প্রবাসীদের সরকারি খরচে বিভিন্ন দেশে পুনরায় পাঠানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। দেশে ফেরত আসায় হঠাৎ বেকার হয়ে পড়া প্রবাসীদের এককালীন নগদ সহায়তা দিতে হবে। ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না করা পর্যন্ত দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা। সৌদি আরবসহ বিভিন্ন দেশের দূতাবাসে প্রবাসীবান্ধব কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিতে হবে।
প্রবাসে যাওয়ার সময় প্রবাসীদের বিভিন্ন ব্যাংক থেকে সহজ শর্তে তিন কার্যদিবেসের মধ্যে কোনো ধরনের জামানত ছাড়া ঋণ দিতে হবে। বিদেশে যাওয়ার জন্য যে পাসপোর্ট বানানো হয় সেটি কোনো ভোগান্তি ছাড়া অতি দ্রুত সময়ে সরবরাহ করতে হবে। বিভিন্ন মেডিকেল সেন্টারে কোনো কারণ ছাড়া যে মেডিকেল আনফিট দেখানো হয়, এ ধরনের মেডিকেল সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রবাসে যাওয়ার পর সেই প্রবাসী তার কাক্সিক্ষত চাকরি পেলেন কি না এবং তিনি ঠিকমতো বেতন পাচ্ছেন কি না- সে বিষয়ে দূতাবাস ও কনস্যুলেট থেকে নিয়মিত খোঁজখবর নিতে হবে। কোনো প্রবাসী দেশের বাইরে আহত হলে তার যথাযথ চিকিৎসা নিশ্চিত করা এবং মারা গেলে সরকারি খরচে মরদেহ দেশে আনতে হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন-সৌদি ফেরত ভুক্তভোগী প্রবাসী আলী নূর, শাহেদ, নিশাদ, মো. আলী, সাংবাদিক সাইফুল, সাংবাদিক মিলন মাহমুদ প্রমুখ।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স