জামালপুর প্রতিনিধি
জামালপুরে মেলান্দহে ট্রাক্টর চাপায় কোরবান আলী (৪৫) নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার খানপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
মারা যাওয়া কোরবান আলী দৈনিক গণমুক্তি পত্রিকার ইসলামপুর উপজেলা প্রতিনিধি ছিলেন। তিনি ইসলামপুর প্রেসক্লাবে সহ-সভাপতি ছিলেন। তার বাড়ি মেলান্দহ উপজেলার বীর হাতাজা এলাকায়।
পুলিশ জানায়, মেলান্দহ-ইসলামপুর সড়কের খানপাড়া এলাকায় মোটরসাইকেল থামিয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন কোরবান আলী। এসময় ইসলামপুর থেকে মেলান্দহগামী একটি ট্রাক্টর কোরবান আলীকে চাপা দেয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সাইফুন নাহার বলেন, দুপুর ২টার দিকে আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিছুক্ষণ পরেই তিনি মারা যান।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
