ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা

সাংবাদিকদের অধিকার ফিরিয়ে দিবেন তারেক রহমান

  • আপলোড সময় : ১৭-১০-২০২৪ ১০:০৯:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৪ ১০:০৯:২৫ পূর্বাহ্ন
সাংবাদিকদের অধিকার ফিরিয়ে দিবেন তারেক রহমান
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-৫ আসনের প্রধান সমন্বয়ক নবী উল্লাহ নবী বলেছেন, বিগত দিনের মতো এখনোও আওয়ামী লীগ বিএনপিকে বিশ্বের দরবারে সন্ত্রাসী দল হিসেবে পরিচিতি দিতে নানা ষড়যন্ত্র চালাচ্ছে। গতকাল বুধবার দুপুরে রাজধানীর ডেমরার হাজীনগরে দৈনিক “কালবেলা”র দ্বিতীয় বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এ সময় নবী উল্লাহ নবী বলেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগ নিজেরাই বাংলাদেশে নানা বিশৃঙ্খলা সৃষ্টি ও নৈরাজ্য তৈরীর নাটক সাজিয়ে বিএনপি জামাতের ওপর দোষ চাপিয়ে দিয়েছে। আর বিশে^র কাছে নিজেদের সাধু সাজিয়ে বিএনপিকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছে যে ষড়যন্ত্র এখনো চলছে। গত ৫ আগস্টে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনো দেশে লুটাপাট, চাঁদাবাজি ও নৈরাজ্য সৃষ্টি করে বিএনপির ওপর দোষ চাপাতে চাইছে। এক্ষেত্রে তিনি আওয়ামী লীগের মতো নিজের দলীয় নেতাকর্মীদের দখলবাজি, চাঁদাবাজি ও স্ট্যান্ডবাজি না করার কঠোর হুশিয়ারী দিয়েছেন। তিনি বলেন, বর্তমান সরকারকে ব্যর্থ সরকার হিসেবে বুঝাতেও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে আওয়ামী লীগ। কিন্তু তাদের সব ষড়যন্ত্র ব্যর্থ হয়ে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আবারও বিএনপি জয়যুক্ত হয়ে দেশ নায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। আর ঢাকার ৫ আসনে আমরা বিপুল ভোটে নির্বাচিত হয়ে এলাকার সার্বিক উন্নয়ন করবো। তারপর দেশে আর সাংবাদিকদের স্বাধীনতা ক্ষুন্ন হবেনা। তাদের অধিকার ফিরিয়ে দিবেন তারেক রহমান। আর সাংবাদিকদের বাক স্বাধীনতা ফিরে আসলে দেশটা অনেক সুন্দর হয়ে যাবে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলামিস্ট ফোরামের মহাসচিব ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লেখক লায়ন মীর আব্দুল আলীম, ডেমরা থানার ওসি ইলিয়াস হোসেন, ডেমরা জোনের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মুসা কলিমুল্লাহ, ঢাকা-৫ আসনের বিএনপি নেতা ফেরদৌস হোনের রনি। আরও উপস্থিত ছিলেন ডেমরা থানা থানা বিএনপির সভাপতি পদপ্রার্থী সেলিম রেজা ও সাধারণ সম্পাদক মো. আনিসুজ্জামান নুর হোসেন ভূইয়া, মনিরুজ্জামান মনিরসহ স্থানীয় বিএনপি নেতা সকাল, জাকির ও অংগ সংগঠনের নেতৃবৃন্দরা। অনুষ্ঠান শেষে নবী উল্লাহ নবী দলীয় নেতাকর্মীদের নিয়ে এলাকায় ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স