ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা
হাইকোর্ট

আইনজীবীদের বিক্ষোভ ঘেরাওয়ে শিক্ষার্থীরা

  • আপলোড সময় : ১৭-১০-২০২৪ ১২:৪১:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৪ ১২:৪১:০৭ পূর্বাহ্ন
আইনজীবীদের বিক্ষোভ ঘেরাওয়ে শিক্ষার্থীরা আওয়ামীপন্থি বিচারকদের পদত্যাগের দাবিতে হাই কোর্ট চত্বরে ঢুকে বিক্ষোভ দেখিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা। বিগত আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো এই আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমদের নেতৃত্বে শিক্ষার্থীরা বুধবার বেলা ১২টার দিকে মিছিল নিয়ে আদালত প্রাঙ্গণে প্রবেশ করে এনেক্স ভবনের সামনের চত্বরে জমায়েত হয়ে বিক্ষোভ করেন
শেখ হাসিনার বিচারক, হুঁশিয়ার সাবধান’ বলে স্লোগান দিচ্ছিলেন শিক্ষার্থীরা


‘আওয়ামীপন্থি বিচারকদের’ পদত্যাগের দাবিতে হাই কোর্ট চত্বরে ঢুকে বিক্ষোভ দেখিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা।
বিগত আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো এই আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমদের নেতৃত্বে শিক্ষার্থীরা গতকাল বুধবার বেলা ১২টার দিকে মিছিল নিয়ে আদালত প্রাঙ্গণে প্রবেশ করে এনেক্স ভবনের সামনের চত্বরে জমায়েত হয়ে বিক্ষোভ করেন।
এ সময় শিক্ষার্থীরা বিচারপতিদের অপসারণের দাবিতে বক্তব্য রাখেন এবং এ সময় ‘শেখ হাসিনার বিচারক, হুঁশিয়ার সাবধান’, ‘আওয়ামী লীগ, ফ্যাসিস্ট সরকার’, ‘দলবাজ বিচারপতি’ বলে স্লোগান দেন।
একই সময়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে অবস্থান নিয়ে হাই কোর্ট বিভাগের ‘দলবাজ ও দুর্নীতিবাজ’ বিচারকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করে ‘বৈষম্যবিরোধী আইনজীবী সমাজ’। এ সময় কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও তাদের সঙ্গে যোগ দেন।
এ ছাড়া সারাদেশে আওয়ামী লীগ সরকারের সময়ে নিয়োগ হওয়া পিপি, এপিপিদের অপসারণ দাবি করেন আইনজীবীরা।
সেখানে ‘বৈষম্য ও গণহত্যা বিরোধী আইনজীবী সমাজের’ ব্যানারে সমাবেশে বক্তব্য দেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান, আয়েশা আক্তার, অ্যাডভোকেট এস এম নুরে এরশাদ সিদ্দিকীসহ আরও কয়েকজন আইনজীবী।
এস এম নুরে এরশাদ সিদ্দিকী বলেন, ২০০৯ সালের পর নিয়োগ হওয়া বিচারপতিদের পদত্যাগ করতে হবে। তা না হলে অবিলম্বে তাদের অপসারণ করতে হবে।
আইনজীবীরা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মিছিলও করেন। মিছিলটি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে শুরু হয়ে এনেক্স ভবন হয়ে মূল ভবন পর্যন্ত যায়। পরে আবার একই পথে ফিরে আসে এবং এরপর এনেক্স ভবন চত্বরে আবার সমাবেশে মিলিত হয়।
এর আগে বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাষ্কর্যের সামনে থেকে যাত্রা করে ছাত্রদের মিছিল। বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ছাত্র হল ঘুরে মিছিলটি কলাভবনের সামনে দিয়ে আবার রাজু ভাস্কর্যের পাদদেশে আসে।
পরে বেলা ১২টার দিকে সেখান থেকে মিছিল বের করে বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে হাই কোর্টের দিকে যান তারা।
মিছিল থেকে ‘লড়াই লড়াই, লড়াই করো, হাই কোর্ট ঘেরাও করো,’ ‘আওয়ামী লীগের বিচারক, হুঁশিয়ার সাবধান’, ‘শেখ হাসিনার বিচারক, হুঁশিয়ার সাবধান’, ‘আবু সাঈদ, মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’সহ নানা ধরনের স্লোগান দেওয়া হয়।
এর আগে মঙ্গলবার রাতে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ফেইসবুকে হাই কোর্ট ঘেরাও কর্মসূচির ঘোষণা দেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স