ঢাকা , শনিবার, ১০ মে ২০২৫ , ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার কারাগারে আইভী তীব্র তাপদাহে পুড়ছে দেশ উত্তাল শাহবাগ, যেন ফিরে এসেছে ‘জুলাই’ নির্বাচন বিলম্বিত হলে জনগণই রাস্তায় নামবে- ফারুক অবৈধভাবে বালু উত্তোলন করলে কঠোর শাস্তিÑ নৌ-উপদেষ্টা সড়ক দুর্ঘটনায় ৪ জেলায় ৬ জনের মৃত্যু হাসিনাকে প্রধানমন্ত্রী লিখে সংবাদ, খুলনায় পত্রিকা অফিসে আগুন ময়মনসিংহে হত্যার আসামির ছুরিকাঘাতে যুবক খুন টাঙ্গাইলে চলন্ত মোটরসাইকেলে ককটেল নিক্ষেপ দুই ভাই আহত পেঁয়াজ-ডিম-সবজির দাম চড়া নাভিশ্বাসে ক্রেতা এআই দক্ষতায় পিছিয়ে বাংলাদেশ পুঠিয়ায় প্রশাসনের যোগসাজশে অবৈধ পুকুর খননের হিড়িক আধুনিকতার প্রভাবে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার মাটির চুলা স্থানীয়দের বাধায় পিছু হটলো বিএসএফ মৌলভীবাজারে সীমান্তে ১৫ জনকে ‘পুশইন’ বিএসএফের আমতলীতে দুই বছরে অর্ধশতাধিক দুর্ঘটনা নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে নিজ বাড়ি থেকে আইনজীবীর লাশ উদ্ধার আত্মসমর্পণ করে জামিন পেলেন চয়নিকা চৌধুরী রিমান্ড শেষে কারাগারে পলক
সিন্ডিকেটের কারসাজিতে বিএডিসি

আমদানি করা হাজার কোটি টাকার সার নষ্ট

  • আপলোড সময় : ১৭-১০-২০২৪ ১২:১৪:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৪ ১২:১৪:২৩ পূর্বাহ্ন
আমদানি করা হাজার কোটি টাকার সার নষ্ট
* ২-৩ লাখ বস্তা পঁচা-গলা সার মুন্সিগঞ্জের মোক্তারপুর ঘাটে পড়ে আছে
* পরিবহণ ঠিকাদারের কাছে গত বছরের থাকা প্রায় ২০ লাখ বস্তা বিএডিসির সার ভিজে নষ্ট হয়

বাংলাদশে কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) আমদানি করা কয়েক হাজার কোটি টাকার সার নষ্ট হয়ে যাচ্ছে। লাখ লাখ সারের বস্তা পড়ে আছে খোলা আকাশের নিচে। অভিযোগ উঠেছে, গত ১৫ বছর যাবৎ কৃষি মন্ত্রণালয় ও বিএডিসির কতিপয় কর্মকর্তার যোগসাজসে সিন্ডিকেট অনিয়মতান্ত্রিকভাবে হাজার কোটি টাকার সার আমদানী করে। যার অধিকাংশই খোলা আকাশের নিচে ফেলে রাখায় নষ্ট হয়ে যাচ্ছে। সেগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। এ অবস্থায় সার আমদানীতে দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িত বিএডিসির সিন্ডিকেটের বিরুদ্ধে অনুসন্ধান ও তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দাখিল করেছেন বিএডিসির বৈষম্য ও দুর্নীতি বিরোধী কর্মকর্তা-কর্মচারীরা। অভিযোগ উঠেছে, এ সিন্ডিকেট দীর্ঘদিন যাবৎ প্রয়োজনে এবং অপ্রয়োজনে বিদেশ থেকে অতিরিক্ত সার আমদানি করে অযত্নে ফেলে রেখে নষ্ট করছে। মুন্সিগঞ্জের মোক্তারপুর ঘাটে প্রায় ২ থেকে ৩ লাখ বস্তা পঁচা-গলা সার পড়ে রয়েছে। দেশের বিভিন্ন এলাকার গুদাম রক্ষকদের সাথে দফা-রফা করে ওই সার পাঠিয়ে দেয়ার প্রস্তুতি চলছে। এ সিন্ডিকেটের সদস্যরা নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারের শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
মোখলেছুর রহমান নামে বিএডিসির কর্মচারীর দুদকে দাখিল করা আবেদনে উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন যাবৎ কৃষি মন্ত্রণালয়ের সিন্ডিকেটের মাধ্যমে দুর্নীতি অব্যাহত থাকায় হাজার হাজার কোটি টাকা সরকারের লোপাট হয়েছে এবং সাধারণ কৃষকরা ক্ষতিগ্রস্থ হয়েছে। সারা বছর খোলা আকাশের নিচে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে একাকার হয়েছে বিএডিসির আমদানিকৃত লাখ লাখ বস্তা নন-ইউরিয়া সার। আসন্ন বোরো মৌসুমকে সামনে রেখে পচাঁ সার শুকিয়ে ক্রসিং করে নতুন বস্তায় ভরে বিএডিসি গুদামে পাঠাচ্ছেন সংশ্লিষ্ট পরবিহণ ঠিকাদাররা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসিনতার কারণে দেশের গুরুত্বপূর্ণ কৃষি সেক্টর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দুদকের দায়ের করা অভিযোগে আরো বলা হয়, সারা দেশের বিএডিসির গুদামগুলোর ধারণ ক্ষমতা ২ লাখ ৪০ হাজার থেকে ২ লাখ ৫০ হাজার মেট্রিক টন সারের। অথচ প্রতিবছর বিএডিসি আমদানী করে ২০ থেকে ২২ লক্ষ মেট্রিক টন সার। ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত সার আমদানি করার কারণে সময় মতো সার পৌঁছে দিলেও গুদামে জায়গার অভাবে তারা পুরো সার বুঝে নিতে ব্যর্থ হয়। অভিযোগে বলা হয়েছে, বিএডিসির সিন্ডিকেটের যোগসাজসে কিছু ঠিকাদার পরিবহণের কাজ নিয়ে আমদানি করা ওই সার দীর্ঘদিন যাবৎ কালো বাজারে বিক্রি করে আসছে। ওই পঁচা সার রোদে শুকিয়ে ভালো সারের সাথে মিশিয়ে বিএডিসির গুদামে পাঠানোর অভিযোগ রয়েছে। অভিযোগ উল্লেখ করা হয়েছে, বিএডিসির সাবেক চেয়ারম্যান আব্দুলাহ সাজ্জাদ অনিয়মতান্ত্রিকভাবে সার ও বীজ আমদানী মজুত ও টেন্ডার পাইয়ে দিতে সিন্ডিকেটের অন্যতম ড. নুরুন নাহার চৌধুরী এবং তার স্বামী সাবেক জনপ্রশাসন ও বর্তমান সড়ক ও জনপথ মন্ত্রণালয়ে ডেপুটেশনে থাকা অতিরিক্ত সচিব জিয়াউল হক, যিনি ওপর মহল সামলাতেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স