ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ

  • আপলোড সময় : ০৫-০৫-২০২৪ ০৮:৩৫:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৫-২০২৪ ০৮:৩৫:২৪ অপরাহ্ন
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ
ভুয়া তথ্য দিয়ে নামে-বেনামে একাধিক জাল জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) তৈরি করতো একটি সংঘবদ্ধ চক্রসে সব এনআইডি ও টিআইএন নম্বর দিয়ে রেজিস্ট্রি অফিসের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে ফ্ল্যাটের ভুয়া দলিল তৈরি করতো চক্রের সদস্যরাপরে এ সব দলিল বিভিন্ন ব্যাংকে মর্টগেজ (বন্ধকি ঋণ) দিয়ে মোটা অঙ্কের টাকা ঋণ নিতোএভাবে বিভিন্ন ব্যাংক থেকে ৫০ কোটি টাকা ঋণ নেয় চক্রটিগতকাল শনিবার দুপুরে রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান সংস্থাটির প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়াগত শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ওই সাত জনকে গ্রেফতার করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটএর আগে, একই চক্রে চার জনকে গ্রেফতার করে সিআইডিতাদের দেয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার অভিযান চালানো হয়গ্রেফতার সাত জন হলেন, চক্রের মূল হোতাজয়নাল আবেদীন ইদ্রিস, তার প্রধান সহযোগীমো. রাকিব হোসেন (৩৩), জয়নালের ভায়রা কে এম মোস্তাফিজুর রহমান (৫৪), ‘জাল কাগজপত্র ও এনআইডিপ্রস্তুতকারক মো. লিটন মাহমুদ (৪০), ভূমি রেজিস্ট্রি অফিসের দলিল প্রস্তুতকারক হাবিবুর রহমান মিঠু (৩০), এনআরবিসির ব্যাংক কর্মকর্তা হিরু মোল্যা (৪৪), আব্দুস সাত্তার (৫৪) ও সৈয়দ তারেক আলী (৫৪)।  তাদের কাছ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের সিলমোহর, একই ব্যক্তির একাধিক এনআইডি ও টিআইএন নম্বর, মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডসহ নগদ ৩ লাখ টাকা জব্দ করা হয়
অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া বলেন, সম্প্রতি সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট গোপন সূত্রে জানতে পারে, একটি সংঘবদ্ধ অপরাধী চক্র জাতীয় পরিচয়পত্র নিবন্ধন পরিদফতরের কিছু অসাধু সদস্যের সহযোগিতায় একাধিক এনআইডি ও টিআইএন তৈরি করে আসছেপরে তা ব্যবহার করে ভূমি রেজিস্ট্রি অফিসের অসাধু লোকদের মাধ্যমে চক্রের সদস্যদের নামে ফ্ল্যাট বা জমির একাধিক মূল দলিল তৈরি করছেব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে এ সব জাল দলিল ব্যবহার করে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে একেকটি ফ্ল্যাটের বিপরীতে একাধিক লোন নিয়ে প্রায় ৫০ কোটি টাকা আত্মসাৎ করে চক্রটিতিনি বলেন, দীর্ঘ অনুসন্ধানে জানা যায়, এ চক্রের মূল হোতা জয়নালচক্রের সদস্যরা প্রথমে রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় বিলাসবহুল ফ্ল্যাটের ক্রেতা হিসেবে হাজির হতোশুরুতে মোটা অঙ্কের টাকা দিয়ে ফ্ল্যাট বায়না করতোএরপর ফ্ল্যাটের মালিকানার তথ্য যাচাইয়ের কথা বলে মালিকের কাছ থেকে দলিল এবং অন্যান্য কাগজপত্রের কপি সংগ্রহ করতোসে সব দলিল ও কাগজপত্রের তথ্য নিয়ে ভূমি রেজিস্ট্রি অফিসের অসাধু লোকদের মাধ্যমে তৈরি করতো জাল দলিলদলিলে কখনও নিজে মালিক আবার কখনও চক্রের অন্য সদস্যদের মালিক বানাতো জয়নালসেই জাল দলিল দিয়ে পাততো ফ্ল্যাট বিক্রির ফাঁদ! ফ্ল্যাট পছন্দ করলে ক্রেতার কাছ থেকে বায়না বাবদ অগ্রিম টাকাও নিতো জয়নালএছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কিছু কর্মকর্তার যোগসাজশে জাল দলিল দেখিয়ে ক্রেতা সেজে ব্যাংক ঋণ নিতো চক্রের সদস্যরাও
তিনি আরও বলেন, চক্রটি ফাঁদ পেতে জাল দলিলের মাধ্যমে বহু ফ্ল্যাট মালিককে পথে বসিয়েছেএ ছাড়া সম্ভাব্য ফ্ল্যাট ক্রেতাদের কাছ থেকে অগ্রিম টাকা নিতো এবং বাকি টাকার জন্য তাদের ওপরও ব্যাংক ঋণের বোঝা চাপিয়ে দিতোসিআইডিপ্রধান বলেন, জয়নালের মালিকাধীন প্রতিষ্ঠান রুমানা জুয়েলার্স, নীড় এস্টেট প্রোপার্টিস লিমিটেড, স্নেহা এন্টারপ্রাইজ, ইআর ইন্টারন্যাশনালসহ চক্রের ২৫ সদস্যের বিরুদ্ধে ডিএমপির উত্তরা-পূর্ব থানায় মানিলন্ডারিং আইনে মামলা দায়ের করেছে সিআইডিতিনি বলেন, গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, চক্রটির সঙ্গে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন পরিদফতরের কিছু অসাধু কর্মকর্তা ও দালাল, ভূমি রেজিস্ট্রি অফিসের অসাধু কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অসাধু ব্যাংকার জড়িততিনি বলেন, জয়নাল মিরপুরে কোঅপারেটিভ মার্কেটের একটি স্বর্ণের দোকানের কর্মচারী ছিলপরে সে ও শহিদুল ইসলাম সবুজ মিলে ফ্ল্যাট জালিয়াতি শুরু করেএ চক্রের সঙ্গে জড়িত হয়ে শতকোটি টাকার মালিক বনে যায় জয়নালতার অন্যতম প্রধান সহযোগী দুই স্ত্রী রোমানা সিদ্দিক ও রাবেয়া আক্তার মুক্তাপ্রতারণার জন্য নিজ নামে ছয়টি সক্রিয় এনআইডি ব্যবহার করে জয়নালএ সব এনআইডি দিয়ে বিভিন্ন ব্যাংকে ৫০টির বেশি হিসাব খুলেছেবসুন্ধার আবাসিক এলাকায় সাততলা বাড়ি, তিনটি ফ্ল্যাট, মিরপুর ও আশকোনায় তিনটি ফ্ল্যাট রয়েছে তার
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স