ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা

গুলশানে ঘর দখলের অভিযোগ ভাড়াটিয়ার বিরুদ্ধে

  • আপলোড সময় : ১৬-১০-২০২৪ ০২:৪৩:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৪ ০২:৪৩:২৬ অপরাহ্ন
গুলশানে ঘর দখলের অভিযোগ ভাড়াটিয়ার বিরুদ্ধে
রাজধানীর গুলশান এলকায় মালিকের অনুমতি না নিয়ে মজিবুল হক মুজিব নামের এক ভাড়াটিয়ার বিরুদ্ধে জোরপূর্বক ঘর দখলের অভিযোগ করেছে বাড়িটির মালিক ভুক্তভোগী সামরুন নাহারের পরিবার বর্গ এবং  বাড়িটির মালিক ভুক্তভোগী সামরুন নাহারের প্রাণ নাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছে তারা। ভাড়াটিয়ার কাছ থেকে বাড়িটি ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী সামরুন নাহারের পরিবারবর্গ এবং সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বাড়ীটির উদ্ধারের প্রশাসনের সহযোগিতাও কামনা করেন। নির্মাণ করে দখলের সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী সামনুর নাহারের ছোট বোন সফিনা পারভীন জানান যে, ২০১২ সালে ভাড়াটিয়া মজিবুল হক মুজিদের কাছে আমাদের রাজধানীর গুলশান ২ এর ৩৭ নং রোডের ৩৭ নং বাড়িটি ভাড়া দেয়া হয়। ভাড়াটিয়া মজিবুল হক মজিদ ২০১২ সাল থেকে বাড়িটি ভাড়া নিয়ে আলিফ গার্ডেন রেস্তোরা চালু করে। তখন আমাদের বাড়িটি ছিল ২য় তলা। ভাড়াটিয়া মজিদ ২০২১ সালের জানুয়ারী পর্যন্ত ভাড়া দেন। এরপর থেকে ভাড়া দিতে আপত্তি করে এবং ভাড়া চাইতে গেলে রাষ্ট্রপতি মো: শাহাবুদ্দীন চপ্পুর কাছের লোক বলে বাড়ির মালিক সামরুন নাহারকে ভয়ভীতি দেখায় এবং আমার বোনকে ভয়ভীতি দেখিয়ে ভাড়া না দিয়ে দুতলা বাড়ির উপরে জোর করে ৫ তলা নির্মাণ করে ভোগ দখল করে যাচ্ছেন তিনি। তিনি আরও জানান নিরুপায় হয়ে ভাড়াটিয়া মজিদের কাছ থেকে বাড়িটি উদ্ধারের জন্য কোর্টে যাই। হাইকোর্ট আমাদের পক্ষে রায় দেয়। কিন্তু হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও নিজ বাড়িতে ওঠতে পারছি না মুজিবের ভয়ে। কারণ ভাড়াটিয়া মজিব একজন সন্ত্রাসী। তার ক্যাডার বাহিনী আছে। বাড়িতে ওঠতে গেলে তাদের মারধোর করছে এবং তাদের প্রাণ নাশের হুমকি দিচ্ছে ভাড়াটিয়া আমার বোন নিরাপত্তায় ভুগছে বলেও অভিযোগ করে ভুক্তভোগী পরিবার। আরও অভিযোগ করেন মজিবুল রাষ্ট্রপতি শাহবুদ্দিন এর ছবি ও রাষ্ট্রপতির বউ এর ছবি দেয়ালে টানিয়ে অনেকের সাথে প্রতারণা করেছেন এবং প্রতারণামুলক কাজ করেন সন্ত্রাসী মজিদ প্রশাসনকেও ভয় পায় না বলে তারা অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার আরও জানায় ভাড়াটিয়া মজিদ গত রোজায় শুকর এর মাংস বিক্রি করেছে। এছাড়াও তার আরও অবৈধ ব্যবসা আছে। তার অবৈধ কাজের অনেক প্রমাণ আমাদের কাছে আছে। সেগুলো প্রমাণ হিসাবে দেখাতে পারব বলে জানায় ভুক্তভোগিরা। তারা আরও জানায় আমরা থানায় গিয়েছিলাম। থানার অফিসার ইনচার্জ ও পুলিশরা আমাদের ২৪ ঘন্টার সময় দেয় এবং বলেছিল আমাদের বাড়ি উদ্ধার করে দেবে। কিন্তু পরে তারা অপারগতা দেখেছেন এবং বলেছেন সংবাদ সম্মেলন করতে। তাই নিরুপায় হয়ে সংবাদ সম্মেলনে এসেছি। সংবাদ সম্মেলন তারা আরও জানায় আমরা আর্থিকভাবে খুবই কষ্টে আছি। সন্ত্রাসী মজিদের কাছ থেকে বাড়িটি উদ্ধার করতে পারলে খুবই উপকৃত হব। এজন্য দেশবাসী ও প্রশাসনের সহযোগিতা কামনা করছি। ভাড়াটিয়া প্রতারক মজিবুর হক মজিবের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি কামনা করছি।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স