ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫ , ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গাজায় ইসরায়েলি নির্মম গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ নড়াইলে সৌদি প্রবাসী হত্যা হামলা-ভাঙচুরের পর পুরুষশূন্য গ্রাম প্রেস সচিবের মন্তব্যকে ‘অযাচিত’ বলছে ভারত রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ‘কাফন মিছিল’ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা অনৈক্যের সুর রাজনীতিতে বাড়ছে অবিশ্বাস দলিতদের পরিবর্তনে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ- আনু মুহাম্মদ মালয়েশিয়ায় অভিযানে ১৬৫ বাংলাদেশি আটক জাবির থিসিসের ফলাফল বিপর্যয়ের অভিযোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জন হাসপাতালে ভর্তি চীনের অর্থায়নে পঞ্চগড়ে হাসপাতাল নির্মাণের দাবি যশোরে আগুনে পুড়লো ফার্মের ৪৪ হাজার মুরগি ঈদের পর থেকে বাজারে সবজির দাম বাড়তি চার মাসের সন্তানকে বিক্রি করে মোবাইল কেনেন মা! মানহীন কিন্ডারগার্টেনে ধ্বংস শিশুর ভবিষ্যৎ টিসিবির জন্য কেনা হবে ৫৪২ কোটি টাকার তেল সৌদি আরব-মরক্কো থেকে ৪৬৬ কোটি টাকার সার কিনবে সরকার জেলা হিসাবরক্ষণ কর্মকর্তাসহ ৫ জন দুদকের হাতে গ্রেফতার টিপাইমুখ বাঁধ দেয়ার প্রতিবাদ করায় ইলিয়াস আলী গুম হন- রিজভী কনটেইনারবাহী জাহাজ চলবে দুই বন্দরে

সম্মিলিত ১১ বোর্ডের হিসাবে পাসের হারে শীর্ষে রয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড

  • আপলোড সময় : ১৬-১০-২০২৪ ০২:২৯:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৪ ০২:২৯:২৪ অপরাহ্ন
সম্মিলিত ১১ বোর্ডের হিসাবে পাসের হারে শীর্ষে রয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড
উচ্চ মাধ্যমিকে পাসের হারে এবার ৯ সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে শীর্ষে রয়েছে সিলেট; আর জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে প্রথমে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় বোর্ড চেয়ারম্যানরা নিজেদের অফিসে বসে ফল প্রকাশ করেন। ঢাকায় সমন্বিত ফলাফল প্রকাশ করেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার।
সিলেট শিক্ষা বোর্ডে এবার পরীক্ষায় অংশ নেওয়া ৮৩ হাজার ১৬৫ শিক্ষার্থীর মধ্যে ৮৫ দশমিক ৩৯ শতাংশ পাস করেছে। উত্তীর্ণ ৭১ হাজার ১২ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৬৯৮ জন।
অন্যদিকে ঢাকা বোর্ডে উত্তীর্ণ ২ লাখ ৪৯ হাজার ২৭৮ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৪৮ হাজার ৫৪৮ জন। ঢাকা বোর্ডে এবার পাসের হার ৭৯ দশমিক ২১ শতাংশ।
সম্মিলিত ১১ বোর্ডের হিসাবে পাসের হারের দিক থেকে শীর্ষে রয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। এই বোর্ডে ৯৩ দশমিক ৪০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে; জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৬১৩ জন।
১১টি শিক্ষা বোর্ডে এবার সবচেয়ে পিছিয়ে ময়মনসিংহ বোর্ড। এ বোর্ডে পাসের হার ৬৩ দশমিক ২২ শতাংশ; জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৮২৬ জন।
কারিগরি বোর্ডে এবারের পরীক্ষায় অংশ নেওয়া ১ লাখ ১৪ হাজার ৩৮২ শিক্ষার্থীর মধ্যে ৮৮ দশমিক ০৯ শতাংশ পাস করেছে; জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৯২২ জন।
রাজশাহী বোর্ডে ৮১ দশমিক ২৪ শতাংশ পাসের হার নিয়ে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ১১ হাজার ৪৪৮ জন। জিপিএ-৫ পেয়েছে ২৪ হাজার ৯০২ জন।
চট্টগ্রাম বোর্ডে ৭০ দশমিক ৩২ শতাংশ পাসের হার নিয়ে উত্তীর্ণ হয়েছে ৭৪ হাজার ১২৫ জন। ১ লাখ ৫ হাজার ৪১৬ পরীক্ষার্থীর মধ্যে ১০ হাজার ২৬৯ জন জিপিএ-৫ পেয়েছে।
বরিশাল বোর্ডে এবার পাসের হার ৮১ দশমিক ৮৫ শতাংশ। উত্তীর্ণ ৫৪ হাজার ৮৯ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ১৬৭ জন।
দিনাজপুর বোর্ডে ৮৬ হাজার ৯৫৪ জন শিক্ষার্থী পাস করেছে। তাদের মধ্যে ১৪ হাজার ২৯৫ জন জিপিএ-৫ পেয়েছে। পাসের হার ৭৭ দশমিক ৫৬ শতাংশ।
কুমিল্লা বোর্ডে এবার পাসের হার ৭১ দশমিক ১৫ শতাংশ। এই বোর্ডের উত্তীর্ণ ৭৯ হাজার ৯০৫ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৯২২ জন।
আর যশোর বোর্ডে পাস করেছে ৬৮ দশমিক ২৯ শতাংশ শিক্ষার্থী। এই বোর্ডের উত্তীর্ণ ৭৮ হাজার ৭৬৪ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৯৪৯জন।
৮০ দশমিক ৬৫ শতাংশ পাসের হারে গত বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে সবার শীর্ষে ছিল বরিশাল। সম্মিলিত ১১ বোর্ডের হিসাবে পাসের হারে শীর্ষে ছিল কারিগরি শিক্ষা বোর্ড। এই বোর্ডে ৯১ দশমিক ২৫ ভাগ শিক্ষার্থী পাস করে গত বছর। আর জিপিএ-৫ এ সবার সেরা ঢাকা বোর্ডে পূর্ণাঙ্গ জিপিএ পায় ৩১ হাজার ৭৫২ জন শিক্ষার্থী।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স