ঢাকা , মঙ্গলবার, ২০ মে ২০২৫ , ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
‘আমার মৃত্যুর জন্য দায়ী বাংলাদেশের শিক্ষাব্যবস্থা’ বিশ্বরেকর্ড গড়ে শাকিলের এভারেস্ট জয় নগর ভবন ব্লকেড কর্মসূচি পালন করেছে ইশরাক সমর্থকরা আদালতে কাঁদলেন নুসরাত ফারিয়া কারাগারে প্রেরণ জাতীয় সনদের দিকে দ্রুত অগ্রসর হতে চায় ঐকমত্য কমিশন সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে গড়তে হবে-তারেক রহমান ভারতের বাজার হারানোর শঙ্কায় রফতানিকারকরা জনগণের নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতে সবকিছুই করা হবে-খাদ্য উপদেষ্টা এনবিআরকে দুইভাগ করা প্রক্রিয়ায় ঠিক হয়নি, ঠিক করা গুরুত্বপূর্ণড. দেবপ্রিয় ভট্টাচার্য স্থগিতাদেশ প্রত্যাহার না হলে আ’লীগ নির্বাচন করতে পারবে না : ইসি লুটপাটের অর্থ ব্যবস্থাপনার জন্য বিশেষ তহবিল গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার মাঝারি আকৃতির অর্থপাচারের ১২৫ কেস চিহ্নিত হয়েছে-প্রেস সচিব জব্দ করা অর্থ-সম্পদ দিয়ে ফান্ড গঠন করবে সরকার মেরিন টেকনোলজি শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি শুরু ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ শোলাকিয়া ঈদগাহে ঈদুল আযহার ১৯৮তম জামাত সকাল ৯টায় দেশে অনিবন্ধিত কারখানা প্রতিষ্ঠান প্রায় দেড় লাখ ডিআরইউতে জনশক্তি রফতানিকারকদের দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া আওয়ামীপন্থি ৬১ আইনজীবীর জামিন স্থগিতই থাকছে রাজস্ব বোর্ড বিলুপ্তির কারণে অচলাবস্থা নিরসনের দাবি সিএন্ডএফ এসোসিয়েশনের

অপ-তথ্য যুদ্ধের মুখোমুখি সরকার

  • আপলোড সময় : ১৬-১০-২০২৪ ১২:২৪:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৪ ১২:২৪:৫২ পূর্বাহ্ন
অপ-তথ্য যুদ্ধের মুখোমুখি সরকার
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করতে গিয়ে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পথশিশুদের কাছে হেনস্তার শিকার হন এক নারী। ভিডিওটি শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে রটানো হয় পোশাকের জন্য মার্কিন নারীকে হেনস্তা করা হয়েছে। দেশ-বিদেশ থেকে একের পর এক পোস্ট শেয়ার করেন নেটিজেনরা। এর রেশ না কাটতেই ঢাকার সড়কে পোশাকের কারণে তরুণীকে হেনস্তার এমন পোস্ট দেন শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয়। ঘণ্টার ব্যবধানে কয়েক দফা পোস্টটি সম্পাদনাও (এডিট) করেন তিনি। গ্রামীন ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়েও ছড়ানো হচ্ছে বিভিন্ন গুজব।
সর্বশেষ চলতি মাসের ৮ অক্টোবর রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের দ্বন্দ্বের তথ্য ছড়িয়ে পড়ে। পরে বিভিন্ন মাধ্যমে নিশ্চিত হওয়া যায়, পুরো ঘটনাই গুজব ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব মিথ্যাচার ও গুজবের কারণে দেশে-বিদেশে ছড়াচ্ছে নানা বিভ্রান্তি। পক্ষে-বিপক্ষে নানা যুক্তি-তর্ক উপস্থাপনের পাশাপাশি তৈরি হচ্ছে বিদ্বেষ-বিভক্তিও। এসব ঘটনায় নেটিজেনদের তথ্যযুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কা দেখছেন বিশ্লেষকেরা। তারা বলছেন, রাজনৈতিক ও ধর্মীয় বিষয়ে গুজব ছড়ায় দ্রুত। এর সুযোগ নিচ্ছে ষড়যন্ত্রকারীরা। ফ্যাক্টচেকাররা বলছেন, গুজব প্রতিরোধে ব্যবস্থা না নিলে অপ-তথ্যের বিস্তার ঠেকানো যাবে না।
এ বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আল মামুন বলেন, যারা গুজব ছড়াচ্ছে তারা এক ধরনের পরিচিত ফিগার, জাতীয়ভাবে এবং ধর্মীয়ভাবে। ফলে তাদের আবার যখন মূল ধারার গণমাধ্যম পিক করছে তখন সেটি একটি বস্তুনিষ্ঠ তথ্য হয়ে উঠছে। একটি গণমাধ্যমকে আবার আরেকটি গণমাধ্যম পিক করছে। তখনই একটা স্পাইরাল ওয়েতে গুজবটি ছড়াতে থাকছে। একইকথা বলেছেন এএফপির ফ্যাক্টচেক বিষয়ক সম্পাদক কদরুদ্দিন শিশির। তিনি বলেন, তথ্যযুদ্ধের মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান সরকার। আমরা যদি এ যুদ্ধ মোকাবেলায় রাষ্ট্রীয়ভাবে বা রাষ্ট্রের বাইরেও যারা আছি তারা যদি প্রস্তুতি না নেই তাহলে এটি আমাদের জন্য বড় ধরনের শঙ্কার কারণ হতে পারে। তবে যে কোনো গুজব বা মিথ্যাচার ঠেকাতে অন্তর্বর্তী সরকার সতর্ক বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, এ বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে। তিনি আরও বলেন, শেখ হাসিনার সরকার টিকেই ছিল আসলে মিথ্যার ওপরে ভর করে। এখনও সেই মিথ্যাকেই তারা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। তবে যে অর্জন মানুষ রক্ত দিয়ে পেয়েছে সেটাকে আর কোনো গুজব বা মিথ্যা দিয়ে ম্লান করা সম্ভব নয়। আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি। তবে অবাধ তথ্য প্রবাহের যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আরও সতর্কতার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকেরা।
যেভাবে গুজব থেকে ছড়িয়ে পড়ে সহিংসতা: গার্মেন্টস শিল্প এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অধিকাংশ কারখানা খুললেও শঙ্কা এখনও কাটেনি। একদিন পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও পরেরদিন নানা রকম গুজব ছড়িয়ে অস্থিতিশীল করে তোলা হচ্ছে গাজীপুর, আশুলিয়া, সাভার এবং টঙ্গীর পুরো শিল্প এলাকা। সর্বশেষ ১৪ অক্টোবর বেতনের দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের রাস্তা অবরোধ ও বিক্ষোভ করে পোশাক কারখানার শ্রমিকরা। এতে মিরপুর-১৪ থেকে কচুক্ষেত পর্যন্ত দীর্ঘ যানজট তৈরি হয়। তবে গুজব ছড়িয়ে সহিংসতা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গত মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে ‘আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা’ শেষে তিনি এ দাবি করেন।
প্রসঙ্গত, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে সবচে’ বেশি জনপ্রিয় ফেসবুক। বিশ্বে কত মানুষ ফেসবুক ব্যবহার করে তার সুনির্দিষ্ট পরিসংখ্যান নেই। তবে মেটার প্রতিবেদনের তথ্যানুসারে, ২০২২ সালের ডিসেম্বরে বিশ্বজুড়ে ফেসবুকের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছিল ২৯৬ কোটি। ২০২৩ সালে এটা ২ শতাংশ বেড়েছে। বলা যায়, এটা ক্রমেই বাড়ছে। ফেসবুক ব্যবহারে বিশ্বে তিন নম্বর অবস্থানে রয়েছে বাংলাদেশ। প্রথম অবস্থানে ভারত এবং দ্বিতীয় অবস্থান ফিলিপাইনের। আর এ বিপুল পরিমান ব্যবহারকারীকে পুঁজি করে একটি শ্রেণি অপতথ্য প্রচার করে রোজগারে নেমেছে। ফেসবুক, ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠান মেটা, গুগল, ইউটিউব, টিকটকের মতো প্রতিষ্ঠানগুলো যখন ডিজিটাল ক্রিয়েটর হিসেবে ভিউ/ইম্প্রেশন/ক্লিকের ভিত্তিতে রোজগারের ব্যবস্থা করেছে তখন থেকেই বেড়ে গেছে এর মাধ্যমে ভুয়া তথ্য প্রচার। আর এসব ভূয়া তথ্য অনেকে সত্যি ভেবে বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন। বাংলাদেশের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার গত মে মাসে সর্বোচ্চ ২৩৪টি প্রতিবেদন প্রকাশ করেছে। এর মধ্যে ৩৮টি ফ্যাক্টচেক প্রকাশিত হয়েছে প্রতারণা বিষয়ে। এ সময়ে একক প্লাটফর্ম হিসেবে ফেসবুক ছড়িয়েছে এমন শনাক্তকৃত গুজবের সংখ্যা ১৮৭টি। একই সময়ে টিকটকে ৪৯টি, ইউটিউবে ৩৫টি এবং এক্স (সাবেক টুইটার) থেকে চারটি গুজব শনাক্ত করা হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘আমার মৃত্যুর জন্য দায়ী বাংলাদেশের শিক্ষাব্যবস্থা’

‘আমার মৃত্যুর জন্য দায়ী বাংলাদেশের শিক্ষাব্যবস্থা’