ঢাকা , বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় প্রতিদিন ১৯ জনের মৃত্যু মহালছড়িতে ভাইয়ের বিরুদ্ধে সম্পদ আত্মসাতের অভিযোগ শ্রীপুরে ঘুষ গ্রহণের অভিযোগে থানার এএসআই ক্লোজড সাঘাটার ভূমিদস্যু সুইট ও সহযোগীদের শাস্তির দাবি ফুলবাড়ীতে প্রতিপক্ষের গাড়ি ভাঙচুর ও মারপিট ৩১ শয্যার হাসপাতালে ২২ পদ শূন্য, ব্যাহত স্বাস্থ্যসেবা ভূমি কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেননি ডিসি আসামি ছিনিয়ে নিল জনতা আসামি ছিনিয়ে নিল জনতা আসামি ছিনিয়ে নিল জনতা বান্দরবানে হত্যা মামলা তুলে নিতে হুমকি আমতলীতে ৫০ শয্যা হাসপাতালে ২২জন স্টাফদের মধ্যে১৬ জনের শুন্যপদ থাকায় চিকিৎসাসেবা ঝুঁকে পরছে হেরা ফেরি ৩-তে ফিরছেন টাবু বাশার-তিশার নতুন রোমান্সের গল্প ‘বসন্ত বৌরি’ ওজন কমাতে সার্জারি, প্রাণ গেল মেক্সিকান ইনফ্লুয়েন্সারের ‘স্কুইড গেম’ অভিনেত্রী লি জু-শিল আর নেই বিচ্ছেদের পর ফের নতুন প্রেম খুঁজছেন মালাইকা অরোরা? দেশের প্রেক্ষাগৃহে ‘বলী’ আসছে ৭ ফেব্রুয়ারি হামলার পর প্রথমবার জনসমক্ষে সাইফ আলী খান অবশেষে প্রকাশ্যে এলো চিত্রনায়িকা পপির স্বামী-সন্তানসহ ছবি
আশ্রিতদের প্রতিদিনের খাবার জোগান দিতেই হিমশিম খাচ্ছেন আশ্রয়কেন্দ্রের কর্মচারীরা

নানামুখী সংকটে মিল্টন সমাদ্দারের আশ্রয়কেন্দ্র

  • আপলোড সময় : ০৫-০৫-২০২৪ ০৮:১২:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৫-২০২৪ ০৮:১২:১১ অপরাহ্ন
নানামুখী সংকটে মিল্টন সমাদ্দারের আশ্রয়কেন্দ্র চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ নামের আশ্রয়কেন্দ্রটি
রাস্তায় পড়ে থাকা অসহায় নারী, শিশু ও বৃদ্ধদের আশ্রয় দিতেআশ্রয়কেন্দ্র খুলেছিলেন মিল্টন সমাদ্দারপ্রায় এক দশক ধরে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারনামের আশ্রয়কেন্দ্রটিতে অসহায় নারী, শিশু ও বৃদ্ধদের আশ্রয়, চিকিৎসা সেবা ও মৃত্যুর পর দাফন-কাফনের ব্যবস্থা করে আসছিলেন তিনিসম্প্রতি এই মানবসেবার আড়ালে প্রতারণার মাধ্যমে মৃত্যুর জাল সনদ তৈরিসহ নানান অনিয়মের অভিযোগ ওঠে তার বিরুদ্ধেবিভিন্ন গণমাধ্যমে নেতিবাচক সংবাদ প্রকাশের পর গত ১ মে রাতে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)এরপর থেকেই নানামুখী সংকটে পড়েছে আশ্রয়কেন্দ্রটিআশ্রিতদের প্রতিদিনের খাবার জোগান দিতেই হিমশিম খাচ্ছেন আশ্রয়কেন্দ্রের কর্মচারীরাপ্রশ্ন উঠেছে, প্রায় একেবারে অচল নারী, শিশু ও বৃদ্ধ মানুষগুলোর কী হবে? জানা গেছে, সেন্টারে চিকিৎসার সরঞ্জাম ও খাদ্য সংকটের মুখে পড়েছেন আশ্রয় কেন্দ্রের শিশু, মহিলা ও বৃদ্ধসহ সেবা গ্রহীতারাকর্মীদের মধ্যেও দেখা দিয়েছে নানান অনিশ্চয়তাএমন অবস্থায় আশ্রয়কেন্দ্রে থাকা এই অসহায় মানুষগুলোর কী হবে, কীভাবে চলবে তাদের সেবা, কে চালাবে এই আশ্রম! এ নিয়ে নানা সংশয় দেখা দিয়েছে সমাজকর্মী ও শুভাকাক্সক্ষীদের মাঝে
আশ্রয়কেন্দ্রটিতে গিয়ে জানা যায়, যেখানে কয়েকদিন আগেও তিন বেলা খাবার খেতে পারতো এখানকার অসহায় মানুষগুলোবর্তমানে তারা দুবেলাও ঠিকমতো খেতে পারছেন নাআশ্রমে খাবার সঙ্গে ফুরিয়ে গেছে চিকিৎসা সরঞ্জাম ও ওষুধপত্রশিশু, নারী ও বৃদ্ধ মিলে প্রায় ২৮ জন অসহায় মানুষ রয়েছে মিল্টনের এই আশ্রমেএছাড়াও বাবুর্চি, সেবক-সেবিকা ও নিরাপত্তা রক্ষীসহ আছেন ২৫ জন কর্মীঝামেলা এড়াতে এরই মধ্যে কয়েকজন কর্মী আশ্রয়কেন্দ্র ছেড়ে চলেও গেছেন বলে জানা গেছে
আশ্রয়কেন্দ্রটিতে বাবুর্চি হিসেবে কাজ করেন জসিম উদ্দিনতিনি বলেন, দুদিন ধরে আশ্রমে খাবার নেইদোকান থেকে সামান্য দিছু চাল-ডাল, আলু-পেঁয়াজ বাকিতে এনে রান্না করেছিশিশুদের দুগ্ধ জাতীয় খাবারও নেইএখানের অসহায় মানুষগুলোর সকালের খাবার, রাতে কী খাবেন, তা জানি নামিল্টন জেলে যাওয়ার পর এখনও কেউ কোনও খোঁজখবর নিচ্ছেন নাকয়েকজন কর্মীও চাকরি ছেড়ে চলে গেছেন
চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের এক শুভাকাক্সক্ষী সমাজকর্মী আকাশ আহমেদ বলেন, মিল্টনের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেগুলো কতটা সত্য, তা তদন্তের পর জানা যাবেতবে এই আশ্রয়কেন্দ্র থেকে অনেক অসহায় মানুষ সেবা পেয়েছেযে মানুষগুলোকে পুলিশ, সমাজসেবা অধিদফতর বা কোনও সংস্থা সেবা দেয়নিশরীরের বিভিন্ন অংশ পচে রাস্তায় পড়ে থাকা সেই মানুষগুলোকে এই আশ্রমে চিকিৎসা দেয়া হয়েছেএই সমাজকর্মীর ভাষ্য, এখনও এই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার সেন্টারে অনেক অসহায় সেবা গ্রহীতা আশ্রয় নিচ্ছেনশুনেছি কর্মীরা চলে যাচ্ছেনখাদ্য সংকট দেখা দিয়েছেতাহলে এই অসহায় মানুষদের কী হবেতাদের দেখবে কে! মিল্টনের মামলার তদন্তকারী সংস্থা কিংবা সরকারের পক্ষ থেকে এই আশ্রয়কেন্দ্রটি পরিচালনারও দাবি জানান তিনি
গত বুধবার (১ মে) রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশতার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মানবপাচার, জাল মৃত্যুসনদ ও আটকে রেখে মারধরের অভিযোগে তিনটি মামলা করা হয়েছেএসব মামলায় বৃহস্পতিবার (২ মে) তাকে তিন দিনের জিজ্ঞাসাবাদের জন্য পেয়েছে ডিবি পুলিশ
আশ্রয়কেন্দ্র পরিচালনার ব্যাপারে জানতে গোয়েন্দা পুলিশের সঙ্গে যোগাযোগ করে কারও বক্তব্য পাওয়া যায়নিতবে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী সাব্বির আহমেদ বলেন, চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার কীভাবে চলবে বা এখন কারা চালাবে, জানি নাএ ব্যাপারে আশ্রয়কেন্দ্র থেকে আমাদের কাছে কেউ আসেনিএই ব্যাপারে আমরা কিছু জানি না
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল?্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, সামাজিক ও মানবিক কার্যক্রমের আড়ালে যারা অপরাধ কর্মকাণ্ড করেতাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবেমিল্টন সমাদ্দারের বিরুদ্ধেও অনেক ভয়ংকর অভিযোগ আসছেতদন্তে তার প্রকৃত অপরাধ চিত্র বেরিয়ে আসবেতবে তার আশ্রয়কেন্দ্র বা আশ্রয়কেন্দ্রের অসহায় মানুষগুলোর সেবায় কারও কারও দায়িত্ব নিতে হবেসামাজিক প্রতিষ্ঠান পরিচালনা সরকারের নীতিমালা আছে, সমাজ সেবা অধিদফতর আছে
সমাজসেবা অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রতিষ্ঠান) মো. শহীদুল ইসলাম বলেন, আমরা সরকারি প্রতিষ্ঠান ও এতিমখানাগুলোতে দেখভাল করে থাকিবেসরকারি সামাজিক প্রতিষ্ঠানগুলো তারাই দেখে থাকেতাছাড়া যদি সমাজসেবা অধিদফতরের রেজিস্ট্রেশনভুক্ত সংস্থার কোনও সমস্যা হয়ে থাকে, তাহলে আমরা পরিচালনায় সহায়তা করার জন্য প্রশাসক নিয়োগ দিতে পারি
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স