আবারও নতুন গান নিয়ে আসছেন সাংবাদিক ও কন্ঠশিল্পী সানি আজাদ। এবার ‘পজিটিভ ঢাকা’ শিরোনামের একটি থিম সং গাইলেন তিনি। ‘পজিটিভ ঢাকা’ সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ায়। মানবতার কল্যাণে জেগে উঠুক প্রতিটি প্রাণ এটাই পজিটিভ ঢাকার আহ্বান। সৃষ্টির সেবায় পজিটিভ ঢাকা এই গ্নোগান কে সামনে রেখে এগিয়ে যাচ্ছে সংগঠনটি। গানটির কথা লিখেছেন গীতিকবি নীহার আহমেদ। সুর ও সংগীত করেছেন রিয়েল আশিক। গানটির তত্বাবধানে রয়েছে ‘সানি আজাদ বিডি এবং মিডিয়া পাটনার ‘সময়কন্ঠ’।
গান সম্পর্কে সানি আজাদ বলেন, জনসচেতনতায় কাজ করায় আনন্দ পাই। ‘পজিটিভ ঢাকা’ সংগঠনটি সবসময় মানুষের কল্যানে কাজ করে। অসহায় মানুষের পাশে দাঁড়নো, কারো রক্তের প্রয়োজন হলে ছুটে যাওয়া থেকে শুরু সৃষ্টির সেবায় এমন অনেক কাজেই হাত বাড়ান পজিটিভ ঢাকা। এবার সেই পজিটিভ ঢাকা-এর থিম সং গাইলাম। সত্যিই এটা ভালো লাগার।
উল্লেখ্য, এর আগেও সানি আজাদ তৈরি করেছিলেন পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের থিম সং ‘সবুজ আন্দোলন’ এবং ক্যান্সার সচেতনতার গান ‘ক্যান্সার’।

আসছে সানি আজাদের ‘পজিটিভ ঢাকা’
- আপলোড সময় : ১৫-১০-২০২৪ ১০:০৬:২৭ অপরাহ্ন
- আপডেট সময় : ১৫-১০-২০২৪ ১০:০৬:২৭ অপরাহ্ন


নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ