ঢাকা , মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫ , ২৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে উত্তাল দেশ ওয়ালটন প্লাজা থেকে ৫০ হাজার টাকা সহায়তা পেলেন নাটোরের গৃহিণী কমেছে ইন্টারনেট ও ফোনের ব্যবহার গাজায় গণহত্যা মানবাধিকার লঙ্ঘনের নিন্দা বাংলাদেশের প্রতিবাদ না করলে মানবতার দুঃসময় কাটানো সম্ভব হবে না-ইলিয়াস কাঞ্চন গ্যাস সঙ্কটে ত্রাহি অবস্থায় দেশের শিল্প উৎপাদন বিনিয়োগ আকর্ষণে সরকারের উদ্যোগ ইতিবাচক লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ বিডিআরের চাকরিচ্যুত সদস্যরা : আহত ৭ প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা-১ শিখরে বাবর আলী রাজনীতির ময়দানে টিকে থাকতে জাপা’র পরিকল্পনা গাজায় গণহত্যা : চার জেলায় বাটা-কেএফসিতে হামলা-ভাঙচুর হাছান মাহমুদ ও তার স্ত্রীর নামে মামলা করবে দুদক যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ২ কোটি ৬৬ লাখ টাকা টোল আদায় ভাড়া বেশি নেয়ার প্রতিবাদ করায় বাসের ভেতরেই যাত্রীকে ছুরিকাঘাত বাংলাদেশে ব্যবসা করার অনুমোদন পেল স্টারলিংক ভোটের প্রস্তুতিতে সংস্কার প্রস্তাবে গুরুত্ব কম ওয়াকফ আইন পুনর্বিবেচনা করতে ভারতকে আহ্বান বিএনপি’র কক্সবাজারে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, মসজিদের খতিবসহ নিহত ৩ ছুটির পর শিক্ষার্থীদের পদচারণায় আবারও মুখর ঢাবি ক্যাম্পাস অবশেষে লম্বা ছুটি কাটিয়ে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান

ড্রাফট শেষে যেমন হলো বিপিএলের দলগুলো

  • আপলোড সময় : ১৪-১০-২০২৪ ০৮:৫৭:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৪ ০৮:৫৭:১৫ অপরাহ্ন
ড্রাফট শেষে যেমন হলো বিপিএলের দলগুলো
স্পোর্টস ডেস্ক
আসন্ন বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) এর আগে গতকাল রাজধানীর এক পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার্স ড্রাফট। প্রথম রাউন্ডের প্রথম পিক ছিল দুর্বার রাজশাহীর, তারা ‘এ’ ক্যাটাগরি থেকে দলে নিয়েছে তাসকিন আহমেদকে। লিটন কুমার দাসকে নেয় ঢাকা ক্যাপিটালস। বিদেশি খেলোয়াড়দের প্রথম রাউন্ডের প্রথম পিক থেকে ঢাকা ক্যাপিটালস দলে নেয় সাইম আইয়ুবকে। প্লেয়ার্স ড্রাফটের আগে ৭ দল (নতুন ৩, পুরাতন ৪) রিটেনশন ও ডিরেক্ট সাইনিং করে দল গুছিয়েছে। ড্রাফট থেকে দলগুলো চূড়ান্ত করলো তাদের স্কোয়াড। ড্রাফট শেষে যেমন হলো বিপিএলের ৭ দল :
ফরচুন বরিশাল-
সরাসরি চুক্তি ও রিটেইনড-তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মোহাম্মদ নবী (আফগানিস্তান), কাইল মায়ের্স (ওয়েস্ট ইন্ডিজ), ডেভিড মালান (ইংল্যান্ড), ফাহিম আশরাফ (পাকিস্তান), মোহাম্মদ আলি (পাকিস্তান), খান জাহানবাদ (পাকিস্তান)।
ড্রাফট থেকে-মাহমুদউল্লাহ রিয়াদ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন শান্ত, রিপন মন্ডল, এবাদত হোসেন, নাইম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম, জেমস ফুলার (ইংল্যান্ড), পাথুম নিসাঙ্কা (শ্রীলঙ্কা), নাদ্রে বার্গার (দক্ষিণ আফ্রিকা)।
সিলেট স্ট্রাইকার্স-
সরাসরি চুক্তি ও রিটেইনড-তানজিম হাসান সাকিব, জাকির হাসান, জাকের আলি অনিক, পল স্টার্লিং (আয়ারল্যান্ড), জর্জ মুন্সি (স্কটল্যান্ড)।
ড্রাফট থেকে-রনি তালুকদার, মাশরাফি বিন মর্তুজা, আল-আমিন হোসেন, আরাফাত সানি, রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদ উজ জামান, নাহিদুল ইসলাম, রাহকিম কর্নওয়াল (ওয়েস্ট ইন্ডিজ), সামিউল্লাহ সেনওয়ারি (আফগানিস্তান), রিস টপলি (ইংল্যান্ড)।
খুলনা টাইগার্স-
সরাসরি চুক্তি ও রিটেইনড-নাসুম আহমেদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ।
ড্রাফট থেকে-হাসান মাহমুদ, নাইম শেখ, ইমরুল কায়েস, মাহিদুল অংকন, আবু হায়দার রনি, জিয়াউর রহমান, মাহফুজুর রহমান রাব্বি, মাহমুদুল হাসান জয়, মোহাম্মদ হাসনাইন (পাকিস্তান), ওশানে থমাস (ওয়েস্ট ইন্ডিজ), লুইস গ্রেগরি (ইংল্যান্ড), মোহাম্মদ নওয়াজ (পাকিস্তান)।
রংপুর রাইডার্স-
সরাসরি চুক্তি ও রিটেইনড-নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন খুশদিল শাহ (পাকিস্তান), অ্যালেক্স হেলস (ইংল্যান্ড), ইফতিখার আহমেদ (পাকিস্তান), আল্লাহ গজনফার (আফগানিস্তান), সৌরভ নেত্রভালকার (যুক্তরাষ্ট্র), স্টিভেন রায়ান টেইলর (যুক্তরাষ্ট্র)।
ড্রাফট থেকে-নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান, রেজাউর রহমান রাজা, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম রাব্বি, তৌফিক খান তুষার, আকিফ জাভেদ (পাকিস্তান), কুর্টিস ক্যাম্ফার (আয়ারল্যান্ড)।
ঢাকা ক্যাপিটালস-
সরাসরি চুক্তি ও রিটেইনড-মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ), স্টিফেন এসকিনাজি (ইংল্যান্ড), শাহনেওয়াজ দাহানি (পাকিস্তান), থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), আমির হামজা (আফগানিস্তান)।
ড্রাফট থেকে-লিটন দাস, হাবিবুর রহমান সোহান, আবু জায়েদ রাহি, মুকিদুল ইসলাম মুগ্ধ, মুশফিক হাসান, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান মিতুল, শাহাদাত হোসেন দিপু, সাইম আইয়ুব (পাকিস্তান), মির হামজা (আফগানিস্তান)।
চিটাগং কিংস-
সরাসরি চুক্তি ও রিটেইনড-সাকিব আল হাসান, শরিফুল ইসলাম (ডিরেক্ট সাইনিং), মইন আলি (ইংল্যান্ড), উসমান খান (পাকিস্তান), হায়দার আলি (পাকিস্তান), অ্যাঞ্জেলো ম্যাথুস (শ্রীলঙ্কা), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র (পাকিস্তান) ও বিনুরা ফার্নান্দো (শ্রীলঙ্কা)।
ড্রাফট থেকে-শামীম হোসেন, পারভেজ হোসেন ইমন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নাইম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস জাভেদ, শেখ পারভেজ জীবন, মার্শাল আইয়ুব, গ্রাহাম ক্লার্ক (ইংল্যান্ড), থমাস ও’কর্নেল (অস্ট্রেলিয়া)।
দুর্বার রাজশাহী-
সরাসরি চুক্তি ও রিটেইনড- এনামুল হক বিজয়, জিশান আলম
ড্রাফট থেকে-তাসকিন আহমেদ, জিসান আলম, ইয়াসির আলি রাব্বি, সাব্বির হোসেন, সানজামুল ইসলাম, এম মেহেরব হোসেন, আকবর আলি, হাসান মুরাদ, শফিউল ইসলাম, মোহর শেখ অন্তর, সাদ নাসিম (পাকিস্তান), লাহিরু সামারাকুন (শ্রীলঙ্কা)।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য