ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী মহাসড়কে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বরকে ঘিরে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। গতকাল রোববার দুপুর আড়াইটার দিকে গোলচত্বর ঘিরে চারটি রুটে প্রায় ছয় কিলোমিটার জুড়ে এ যানজটের সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, হঠাৎ করেই দুপুরের দিকে এ মহাসড়কে যানজট সৃষ্টি হয়। বঙ্গবন্ধু সেতু পশ্চিম-হাটিকুমরুল মহাসড়কের পাঁচলিয়া থেকে হাটিকুমরুল পর্যন্ত দুই কিলোমিটার, হাটিকুমরুল থেকে বগুড়া রুটের প্রায় দ্ইু কিলোমিটার, পাবনা রুটের এক কিলোমিটার ও রাজশাহী রুটের এক কিলোমিটার এলাকায় যানজট ছড়িয়ে পড়ে। ঢাকা থেকে পাবনাগামী হানিফ পরিবহনের যাত্রী সোলাইমান ও আবির, আহাদ পরিবহনের চালক সোহেল, ট্রাকচালক বিল্লাল এবং হেলপার রহমতসহ অনেকেই জানান, বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর থেকে স্বাভাবিক ছিল। পাঁচলিয়া এলাকা থেকে শুরু হয়েছে যানজট। প্রায় এক ঘণ্টা ধরে একই এলাকায় দাঁড়িয়ে রয়েছেন তারা। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করছে। শিগগিরই যান চলাচল স্বাভাবিক হবে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

উত্তরের মহাসড়কে তীব্র যানজট
- আপলোড সময় : ১৩-১০-২০২৪ ১১:৪৭:৪৬ অপরাহ্ন
- আপডেট সময় : ১৩-১০-২০২৪ ১১:৪৭:৪৬ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ