ঢাকা , সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ , ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভাঙনে দিশাহারা হাজারো পরিবার শুল্ক চাপে ব্যবসা-বাণিজ্য হঠাৎ অস্থির শিক্ষাঙ্গন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন তারেক রহমান ফেব্রুয়ারির নির্বাচনই বিএনপির সামনে এখন চ্যালেঞ্জ-মির্জা ফখরুল পুরুষশূন্য জোবরা গ্রাম, চবি ক্যাম্পাসে উৎকণ্ঠা অর্ধশত শিক্ষার্থীর মাথায় অস্ত্রের কোপ অনেকের থেঁতলে গেছে হাত-পা নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই -আসিফ নজরুল আরও ৭ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা নীতিমালা সংশোধন ভোট কক্ষের সংখ্যা কমছে নির্বাচনে তিন বাহিনীকে কাজে লাগানো হবে -স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন কৌশল নতুন চ্যালেঞ্জে নির্বাচন কমিশন ২১৩০ কোটি টাকায় আলেকজান্ডারকে দলে ভেড়ালো লিভারপুল ফাইনাল হেরে কর্মকর্তার মুখে থুতু দিলেন সুয়ারেজ! ভায়োকানোর বিপক্ষে হোঁচট খেলো বার্সা মাঠে ডিম পাড়লো পাখি, এক মাসের জন্য বন্ধ ঘোষণা করা হলো স্টেডিয়াম পুরুষদের থেকেও বেশি প্রাইজমানি ঘোষণা নারী বিশ্বকাপে! পোরশায় ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে এক বর্ণাঢ্য র‍্যালিও পরিছন্নতা অভিযান অনুষ্ঠিত অক্টোবরে বাংলাদেশ সফরে আসছে উন্ডিজ বিপিএলে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পেল ‘আইএমজি’
এখানে মেজরিটি বা মাইনরিটির কোনো স্থান নেই। সবাই এক এবং অভিন্ন সত্তা

দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময়ে জুলাই-আগস্টের ‘শহীদ’র স্মরণ রাষ্ট্রপতির

  • আপলোড সময় : ১৩-১০-২০২৪ ১১:৪১:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৪ ১১:৫২:৩২ অপরাহ্ন
দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময়ে জুলাই-আগস্টের ‘শহীদ’র স্মরণ রাষ্ট্রপতির রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রোববার বঙ্গভবনে দরবার হলে শারদীয় দুর্গাৎসব ও বিজয়া দশমী ২০২৪ উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে বক্তৃতা করেন
দেশে সংস্কারের মাধ্যমে ‘নতুন ধারা’ প্রবর্তনে কাজ করা তরুণদের সাফল্য কামনার পাশাপাশি জুলাই-অগাস্টের শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
তিনি বলেছেন, আজকে নতুন করে আমাদের তরুণেরা তাদের জীবন উৎসর্গ করে যেভাবে এ দেশে একটি নতুন ধারা প্রবর্তনের চেষ্টা করছেন, তারা সাফল্য লাভ করুক, এই কামনা করি। সেই সঙ্গে এই জুলাই-অগাস্টে যারা শহীদ হয়েছেন, প্রাণ দিয়েছেন, তাদেরকেও শ্রদ্ধাভরে স্মরণ করি।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গতকাল রোববার সকালে বঙ্গভবনে হিন্দু ধর্মাবলম্বী ‘বিশিষ্ট ব্যক্তিবর্গের’ সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ ও বৈষম্যহীন দেশ হিসেবে গড়ে তুলতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান রাখেন মো. সাহাবুদ্দিন।
দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি তরান্বিত করতে সমাজের বিদ্যমান সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ অটুট রাখতে হবে।
পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের বন্ধনে নতুন প্রজন্মের জন্য একটি প্রগতিশীল ও শান্তিপূর্ণ সামাজিক ব্যবস্থা গড়ে তোলাই হোক এবারের বিজয়ার অঙ্গীকার।
এ সময় দেশের বন্যাকবলিত সহায়-সম্বলহীন মানুষের পাশে দাঁড়াতে দলমত নির্বিশেষে সকলের প্রতি আহ্বান রাখেন মো. সাহাবুদ্দিন।
তিনি বলেন, সকল ধর্মের মূল বাণী মানব কল্যাণ। আমরা সবাই বাংলাদেশি। এখানে সবাই একই সূত্রে গাঁথা। এখানে মেজরিটি বা মাইনরিটির কোনো স্থান নেই; সবাই এক এবং অভিন্ন সত্ত্বা। ধর্মীয় মূল্যবোধকে দেশ ও জনকল্যাণে কাজে লাগাতে হবে।
রাষ্ট্রপতি আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় অন্যান্যের মধ্যে রাষ্ট্রপতির সহধর্মিণী রেবেকা সুলতানা, ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় উপস্থিত ছিলেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স