ঢাকা , সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ , ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভাঙনে দিশাহারা হাজারো পরিবার শুল্ক চাপে ব্যবসা-বাণিজ্য হঠাৎ অস্থির শিক্ষাঙ্গন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন তারেক রহমান ফেব্রুয়ারির নির্বাচনই বিএনপির সামনে এখন চ্যালেঞ্জ-মির্জা ফখরুল পুরুষশূন্য জোবরা গ্রাম, চবি ক্যাম্পাসে উৎকণ্ঠা অর্ধশত শিক্ষার্থীর মাথায় অস্ত্রের কোপ অনেকের থেঁতলে গেছে হাত-পা নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই -আসিফ নজরুল আরও ৭ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা নীতিমালা সংশোধন ভোট কক্ষের সংখ্যা কমছে নির্বাচনে তিন বাহিনীকে কাজে লাগানো হবে -স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন কৌশল নতুন চ্যালেঞ্জে নির্বাচন কমিশন ২১৩০ কোটি টাকায় আলেকজান্ডারকে দলে ভেড়ালো লিভারপুল ফাইনাল হেরে কর্মকর্তার মুখে থুতু দিলেন সুয়ারেজ! ভায়োকানোর বিপক্ষে হোঁচট খেলো বার্সা মাঠে ডিম পাড়লো পাখি, এক মাসের জন্য বন্ধ ঘোষণা করা হলো স্টেডিয়াম পুরুষদের থেকেও বেশি প্রাইজমানি ঘোষণা নারী বিশ্বকাপে! পোরশায় ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে এক বর্ণাঢ্য র‍্যালিও পরিছন্নতা অভিযান অনুষ্ঠিত অক্টোবরে বাংলাদেশ সফরে আসছে উন্ডিজ বিপিএলে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পেল ‘আইএমজি’

পরিবর্তন করতে না পারলে ছাত্রদের রক্তের সঙ্গে বেঈমানি করা হবে-ড. এম সাখাওয়াত

  • আপলোড সময় : ১৩-১০-২০২৪ ১২:১২:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৪ ১২:১২:১৫ পূর্বাহ্ন
পরিবর্তন করতে না পারলে ছাত্রদের রক্তের সঙ্গে বেঈমানি করা হবে-ড. এম সাখাওয়াত

রাষ্ট্র পরিচালনার জন্য নয়, রাষ্ট্র সংস্কার করার জন্য ছাত্ররা রক্ত দিয়েছেন বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘অনেক রক্ত ঝরেছে। আমরা যদি পরিবর্তন করতে না পারি, তাহলে এই রক্তের সঙ্গে বেঈমানি করা হবে।’ গতকাল শনিবার রাজধানীর সিরডাপে ‘নির্বাচন ব্যবস্থা সংস্কার কেমন চাই?’ শীর্ষক সেমিনারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত এ সেমিনারে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার, বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, জাতীয় নাগরিক কমিটির সদস্য আরিফুর রহমান আদিব ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান প্রমুখ অংশ নেন। পাশাপাশি দেশের রাজনৈতিক দল ও ছাত্র সমাজের প্রতিনিধারা উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘ছাত্ররা যে রক্ত দিয়েছে সেটি সংস্কার করার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য নয়। আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল... আছে, রাষ্ট্রের যে ব্যবস্থাপনা ভেঙে পড়েছে, অনেক জায়গায় মাটির সঙ্গে মিশে গেছে; সেটাকে দাঁড় করানো। এটা চাট্টিখানি কথা নয়।’ রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘সংস্কারের যে আলাপ হচ্ছে, সেগুলো আমার বিশ্বাস তারাও ধারণ করবেন। তবে দুয়কটি জায়গায়, যেগুলো আমরা সবাই দেখেছি, এগুলো শোধরাতে সময় লাগবে। আমি প্রত্যেককে ওৎপ্রোতভাবে এর সঙ্গে জড়িত থাকার আহ্বান জানাই।’ তিনি বলেন, ‘দেশ পরিচালনা রাজনীতিবিদরাই করবেন- আজ হোক, কাল হোক। কাজেই দায়-দায়িত্ব নেওয়া তাদের আজ থেকেই শুরু করতে হবে।’
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স