ঢাকা , শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ , ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাবিতে তিন কর্মকর্তাকে পুলিশে দিলো সাবেক শিক্ষার্থীরা কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিট সচল, উৎপাদন বেড়ে ২১৮ মেগাওয়াট নোয়াখালীতে বাসে যাত্রীকে মারধরের ভিডিও ভাইরাল গ্রেফতার ২ লাগাতার বৃষ্টিতে ৩শ’ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত জনজীবনে দুর্ভোগ পরিবারের কাছে ফিরলো কেন্দুয়ায় পাওয়া মানসিক ভারসাম্যহীন তরুণী ডেমরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু পঞ্চগড়ে নারী-শিশুসহ ২৪ জনকে পুশইন বিএসএফ’র ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭৫ জন কিশোরগঞ্জে হত্যা মামলায় ১৩ জনের যাবজ্জীবন রাস্তার কাজ শেষ না করেই বিল পাস গাজীপুরে বিএনপি নেতার নামে মামলার প্রতিবাদে সড়ক অবরোধ বখাটের ছুরিকাঘাত থেকে কিশোরীকে বাঁচাতে গিয়ে দাদি ভাবি নিহত সিলেটে পিডিবি প্রিপেইড বিদ্যুৎ মিটারে বেড়েছে ভোগান্তি নির্বাচন নিয়ে তলে তলে গভীর ষড়যন্ত্র চলছে- রিজভী বঞ্চিতদের পদোন্নতির পুনর্বিবেচনায় সাত শতাধিক কর্মকর্তা বাংলাদেশে সাহসী সংস্কারেই টেকসই প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সম্ভব : জোহানেস জুট এ সরকারের আমলেই আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার হবে-আইন উপদেষ্টা সীমান্ত হত্যায় জড়িতদের বিরুদ্ধে ভারতীয় আইনেই বিচার চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ৪০০ কোটি টাকার সম্পত্তি জব্দ নিয়োগ-পদোন্নতিতে রাজনৈতিক পরিচয় যাচাই প্রথা বাতিলের সুপারিশ

অষ্টমীতে সাড়ম্বরে কুমারী পূজা উদযাপিত

  • আপলোড সময় : ১২-১০-২০২৪ ০১:১৮:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৪ ০১:১৮:৪৮ পূর্বাহ্ন
অষ্টমীতে সাড়ম্বরে কুমারী পূজা উদযাপিত বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার অষ্টমীর সকালে মণ্ডপে মণ্ডপে অনুষ্ঠিত হয় কুমারী পূজা। মানববন্দনা, নারীর সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠা এবং ঈশ্বরের আরাধনাই এ পূজার শিক্ষা। বিপুল আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার কুমারী পূজা অনুষ্ঠিত হয় রাজধানীর গোপীবাগে রামকৃষ্ণ মিশন ও মঠে। পূজায় কুমারী রূপে দেবীর আসনে ছিল সংহিতা ভট্টাচার্য। ২০১৭ সালের ২৫ সেপ্টেম্বর জন্ম নেওয়া এই কুমারীর বয়স আট বছর হওয়ায় শাস্ত্রমতে নাম ‘কুব্জিকা'
জবি প্রতিবেদক
এবার কুমারী পূজায় ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার অষ্টমী ছিল গতকাল। এদিনের সবচেয়ে বড় আকর্ষণ হলো কুমারী পূজা। কুমারী বালিকার মধ্যে বিশুদ্ধ নারীর রূপ কল্পনা করে তাকে দেবী জ্ঞানে পূজা করেন ভক্তরা। গতকাল শুক্রবার রাজধানীর রামকৃষ্ণ মিশন ও মঠে আড়ম্বরপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুমারী পূজা অনুষ্ঠিত হয়।
বেলা সাড়ে ১০টায় শুরু করা হয় কুমারী পূজা। শেষ হয় বেলা ১টায়। অগ্নি, জল, বস্ত্র, পুষ্প ও বাতাস এই পাঁচ উপকরণে দেয়া হয় কুমারী মায়ের পূজা। অর্ঘ্য দেয়ার পর দেবীর গলায় পরানো হয় পুষ্পমাল্য। এরপর পুষ্পাঞ্জলি এবং প্রসাদ বিতরণ করা হয়। এবারের মাতৃরূপী দেবী দুর্গার শাস্ত্রীয় নাম পূঞ্জিকা আর জীবন্ত রূপের নাম সংহিতা ভট্টাচার্য। বয়স ৮ বছর। দুর্গা পূজার পঞ্চম তিথিতে তার জন্ম।
এর আগে স্নান করিয়ে ঝকঝকে শাড়ি, ফুলের মালা, মুকুট, পায়ে আলতা, কপালে টিপ ইত্যাদি পরিয়ে সাজিয়ে তৈরি করা হয় কুমারী মাকে।
রাজধানীর রামকৃষ্ণ মিশনে এদিন ছিল হাজার অনুরাগীর ঢল। পূজা মণ্ডপে ঢাকের বাদ্য, কাঁসরঘণ্টা, শঙ্খের আওয়াজ আর উলুধ্বনিতে মুখরিত হয় পুরো প্রাঙ্গণ।
রাজধানীর নারিন্দা থেকে বাবা-মায়ের সঙ্গে কুমারী পূজায় আসা তৃতীয় শ্রেণীর ছাত্র অপর্ণা দেবনাথ বলেন, কুমারী পূজায় কুমারী রূপে মা দুর্গার আরাধনা করা হয়। আমি প্রতিবছর কুমারী পূজায় আসি। এবারও ভোর বেলা এসেছি বাবা-মায়ের সঙ্গে।
অপর্ণার বাবা রুদ্র দেবনাথ বলেন, হিন্দুশাস্ত্র মতে, কুমারী মেয়েদের মনে করা হয় সর্ববিদ্যাস্বরূপিণী। এই পূজার মধ্যে দিয়ে নারীদের সম্মান জানানো হয়। ঢাকাতে রামকৃষ্ণ মিশনেই একমাত্র কুমারী পূজা হয়। তাই প্রতিবছর মেয়েকে নিয়ে এখানে আসি। হিন্দুশাস্ত্র অনুসারে, সাধারণত এক থেকে ১৬ বছরের অজাতপুষ্প সুলক্ষণা ব্রাহ্মণ বা অন্য গোত্রের অবিবাহিত কুমারী নারীকে দেবী জ্ঞানে পূজা করা হয়। শ্রীরাম কৃষ্ণের কথামতে, কুমারী পূজার বিষয়ে বলা হয়েছে শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর রূপ বেশি প্রকাশ পায় এবং মাতৃরূপ উপলব্ধি করাই কুমারী পূজার উদ্দেশ্য।
শাস্ত্রমতে, এক বছর বয়সী কন্যাকে সন্ধ্যা, দুইয়ে সরস্বতী, তিনে ত্রিধামূর্তি, চারে কলিকা, পাঁচে সুভাগা, ছয়ে উমা, সাতে মালনী, আটে কুজ্বিকা, নয়ে কালসন্দর্ভা, দশে অপরাজিতা, এগারোতে রুদ্রানী, বারোতে ভৈরবী, তেরোয় মহালক্ষ্মী, চৌদ্দতে পীঠ নায়িকা, পনেরোতে ক্ষেত্রজ্ঞা এবং ষোলো বছরে তাকে অন্নদা নামে অভিহিত করা হয়।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য