ঢাকা , বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫ , ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাজধানীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ আমতলীতে প্রকাশিত সংবাদের গুরুত্ব ধামাচাপা দিতে গিয়ে সুপারের সংবাদ সম্মেলন গাজীপুরে সন্ত্রাসী সুমন শেখের টর্চার সেলে পুলিশের অভিযান, গ্রেফতার ৩ ডিজিটাল হচ্ছে বিনিয়োগকারীদের নিরাপত্তা ছাড়পত্র গণধর্ষণের হুমকি দেওয়া আলী হুসেন ঢাবি থেকে বহিষ্কার নির্বাচন সামনে রেখে ৪ হাজার এএসআই নিয়োগ দেওয়া হবে-আইজিপি মাতারবাড়ী মহেশখালীকে সাংহাই সিঙ্গাপুরের মতো দেখতে চাই-আশিক চৌধুরী মহেশখালী-মাতারবাড়ীতে নতুন শহরের জন্ম হবে পল্টন মোড় অবরোধ গণঅধিকার পরিষদের জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ চেয়ে ইসিতে আবেদন আগস্টে সড়ক, রেল ও নৌ-পথ দুর্ঘটনায় নিহত ৫৬৩ নির্বাচন বানচালে দেশি-বিদেশি ষড়যন্ত্র হতে পারে-ডা. জাহিদ রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত ২৫ বিচারপতি সাক্ষাৎ রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী অসুস্থ, জেরা হয়নি রাজসাক্ষীর ফেরারি আসামিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা রংপুরে জ্বালানি তেলের সংকট, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি কেরানীগঞ্জ-৩ আসন ঘিরে সরব রাজনৈতিক অঙ্গন চট্টগ্রামে স্থানীয়দের সঙ্গে পর্যটকদের সংঘর্ষ আহত ১৫ ৯০ দিনের মধ্যে তদন্তের নির্দেশ লোহালিয়া নদীতে মিলল ২ যুবকের লাশ

প্রাইভেটকার খালে পড়ে দুই পরিবারের ৮ জন নিহত

  • আপলোড সময় : ১১-১০-২০২৪ ০২:১৮:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৪ ০২:১৮:০৮ অপরাহ্ন
প্রাইভেটকার খালে পড়ে দুই পরিবারের  ৮ জন নিহত
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের নূরানী গেট এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই পরিবারের আটজন প্রাণ হারিয়েছেন। বুধবার গভীর রাতে কুয়াকাটা থেকে পিরোজপুরে ফেরার পথে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়। দুর্ঘটনার পর গাড়িতে থাকা সকল আরোহীই প্রাণ হারান।
অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান জানান, রাত ৩টার দিকে পিরোজপুর-নাজিরপুর সড়কের নূরানী গেট এলাকায় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খালে পড়ে যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়ির ভেতর থেকে আটজনের মৃতদেহ উদ্ধার করে।
নিহতদের মধ্যে পিরোজপুরের নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া গ্রামের শাওন মৃধা (৩২), তার স্ত্রী আমেনা বেগম (৩০), ছেলে আবদুল্লাহ (৩) ও শাহাদাৎ (১০) ছিলেন। অন্যদিকে শেরপুর সদর উপজেলার রঘুনাথপুর এলাকার মোতালেব (৪৫), তার স্ত্রী সাবিনা আক্তার (৩০), মেয়ে মুক্তা (১২) ও ছেলে সোয়াইব (২) দুর্ঘটনায় মারা যান।
শাওনের খালাতো ভাই মুরাদ জানান, শাওন ও মোতালেব দুই পরিবার নিয়ে ঢাকা থেকে কুয়াকাটায় বেড়াতে গিয়েছিলেন। ফিরতি পথে তারা পিরোজপুরের হোগলাবুনিয়া এলাকায় শাওনের বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। এসময় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি খালে পড়ে যায়।
ঘটনার সময় স্থানীয়রা দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিলে উদ্ধারকাজ শুরু হয়। পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আসিফ হোসেন আটজনকেই মৃত ঘোষণা করেন। তিনি জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই সকলের মৃত্যু হয়েছিল।
অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান আরও জানান, উদ্ধারকৃত একটি জাতীয় পরিচয়পত্র থেকে নিহত মোতালেবের পরিচয় নিশ্চিত করা হয়। মোতালেব সেনাবাহিনীতে সিভিল স্টাফ হিসেবে কর্মরত ছিলেন। তার পরিচয় থেকে অন্যান্য নিহতদেরও শনাক্ত করা সম্ভব হয়।
এ দুর্ঘটনায় নিহত শিশুদের করুণ মৃত্যু স্থানীয়দের মধ্যে শোকের ছায়া ফেলে। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, এ দুর্ঘটনা খুবই হৃদয়বিদারক এবং পরিবারের সদস্যদের একসঙ্গে হারানোর দৃশ্য ছিল অত্যন্ত বেদনাদায়ক।
ফায়ার সার্ভিসের মিডিয়া উইংয়ের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, রাত সোয়া ২টার দিকে পিরোজপুর সদর উপজেলার কদমতলা বাজার এলাকায় দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, স্থানীয় বাসিন্দা ও পুলিশ মিলে যৌথভাবে উদ্ধারকাজ পরিচালনা করে।
এ দুর্ঘটনায় শিশু থেকে শুরু করে পরিবারের সব সদস্যদের মৃত্যু সবাইকে মর্মাহত করেছে। এলাকাবাসীর মতে, রাতের বেলা অন্ধকারের কারণে চালক হয়তো সঠিকভাবে গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে পারেননি। দুর্ঘটনাস্থল ছিল অত্যন্ত বিপজ্জনক এবং পথচারীদের সতর্ক না থাকলে যে কোনো সময় এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধান চলছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ