ঢাকা , বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ , ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
অনলাইন জুয়া খেলা বন্ধে সরকারকে আইনি নোটিশ সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বেড়ে ১৮৯ টাকা গ্যাসের দামের সরাসরি নেতিবাচক প্রভাব শিল্পে মহাকাশ ঘুরে এসে ফের আলোচনায় কেটি পেরি বিতর্কের মুখে পড়লেন জেমস ক্যামেরন সালমানকে হুমকিদাতা গ্রেফতার বক্স অফিসে মুখোমুখি জাট-সিকান্দার এবারের পহেলা বৈশাখকে দমবন্ধ বললেন শাওন ছেলেকে সঙ্গে নিয়ে নববর্ষ উদযাপন অপুর অভিনেত্রী গুলশান আরা আহমেদ আর নেই শাড়িতে নজর কাড়লেন জেফার বিএনপি নেতা ফারুকের বক্তব্য মিথ্যা-ভিত্তিহীন-জামায়াত দুই দলের সংস্কার প্রস্তাব জমা জাতীয় ঐকমত্য কমিশনে শিল্প খাতে গ্যাসের দাম বাড়ল ৩৩ শতাংশ -উদ্বেগে উদ্যোক্তারা বৈষম্যহীন কর ব্যবস্থার দিকে এগোচ্ছে এনবিআর : এনবিআর চেয়ারম্যান চার বিসিএস নিয়ে সিদ্ধান্ত জানালো পিএসসি আত্মপরিচয়ে পহেলা বৈশাখ উজ্জ্বল উপাদান-তারেক রহমান পহেলা বৈশাখ বাঙালীর মহা ঐক্যের দিন -জিএম কাদের প্রত্যেকে নিজ নিজ উপায়ে, রীতি অনুযায়ী পহেলা বৈশাখ উদযাপন করবেন-প্রধান উপদেষ্টা ঢাকা-আরিচা মহাসড়কে ডাকাত আতঙ্ক

সাহিত্যে নোবেল পেলেন দক্ষিণ কোরিয়ার হান ক্যাং

  • আপলোড সময় : ১১-১০-২০২৪ ০২:১৬:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৪ ০২:১৬:৩৯ অপরাহ্ন
সাহিত্যে নোবেল পেলেন দক্ষিণ কোরিয়ার হান ক্যাং
এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন দক্ষিণ কোরিয়ার লেখক, কবি হান ক্যাং।
গতকাল বৃহস্পতিবার সাহিত্যে নোবেল বিজয়ী ১২১তম লেখক হিসেবে তার নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি।
পুরস্কারের অর্থমূল্য হিসেবে ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার পাবেন হান। গত বছর এ সম্মাননা পেয়েছিলেন নরওয়ের লেখক, নাট্যকার ও কবি ইয়ন ফোসে।
বরাবরের মতই চিকিৎসা বিভাগের পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে সোমবার চলতি বছরের নোবেল মৌসুম শুরু হয়। মাইক্রো আরএনএ আবিষ্কার এবং জিনের অভিব্যক্তি নিয়ন্ত্রণে এর ভূমিকার ওপর আলো ফেলার স্বীকৃতিতে যুক্তরাষ্ট্রের ভিক্টর অ্যাম্ব্রস ও গ্যারি রাভকুন এ বার চিকিৎসার নোবেল জিতেছেন।
মঙ্গলবার ঘোষণা হয় পদার্থবিদ্যার নোবেল। যাদের গবেষণার মধ্য দিয়ে ‘মেশিন লার্নিং’ বা যন্ত্রকে শেখানোর পথ খুলে গিয়েছিল, সেই দুই বিজ্ঞানী যুক্তরাষ্ট্রের জন জে হপফিল্ড এবং কানাডার জেওফ্রে ই হিন্টন চলতি বছর পদার্থবিদ্যায় নোবেল পেয়েছেন।
এরপর বুধবার ঘোষণা করা হয় রসায়নের নোবেল। প্রাণের অপরিহার্য জৈব অণু প্রোটিনের জটিল গঠন রহস্য উন্মোচনে ভূমিকার জন্য যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী ডেভিড বেকার এবং ব্রিটিশ গবেষক ডেমিস হাসাবিস ও জন জাম্পারকে এ পুরস্কার দেওয়া হয়।
আজ শুক্রবার শান্তি এবং আগামী ১৪ অক্টোবর অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে সুইডেনের স্টকহোমে অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে নোবেল পুরস্কার।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স