ঢাকা , শনিবার, ১২ জুলাই ২০২৫ , ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ধর্ষণ-গণপিটুনিতে হত্যা বেড়েছে জুনে, কমছে না অজ্ঞাত লাশের সংখ্যা-এমএসএফ খুনের পর লাশের ওপর লাফায় ঘাতকরা দেশজুড়ে রোমহর্ষক-বীভৎস হত্যাকাণ্ডে বাড়ছে উদ্বেগ সভ্যতার ইতিহাস আর সৌন্দর্যে মোড়া বিশ্বের সেরা ৭ দুর্গ ইউক্রেনকে অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র অর্থ দেবে ন্যাটো: ট্রাম্প ভুল স্বীকার করে ক্ষতিপূরণ দিলে আলোচনায় বসবে ইরান পাকিস্তানে ৯ বাসযাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা নতুন মোড় নিলো দিয়েগো জোতার মৃত্যু নেইমারের গোলে ফেরোভিয়ারিয়ার বিপক্ষে জয় পেলো সান্তোস শ্রীলঙ্কার জালে বাংলাদেশের গোল বন্যা তোমার অবশ্যই সেই রেকর্ডের দিকে যাওয়া উচিত ছিল : লারা রুটের ব্যাটে ভর করে লড়ছে ইংল্যান্ড ৫ বলে ৫ উইকেট নিয়ে ইতিহাসে নাম লেখালেন ক্যাম্ফার বড় হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো টাইগাররা শ্বাসরুদ্ধকর ম্যাচে গায়ানার সাথে জয় পেলো রংপুর ১১৫ প্রতীকের তালিকা আইন মন্ত্রণালয়ে নেই শাপলা বন্যা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ, কমেছে জিপিএ-৫ বিবিসির প্রতিবেদনের তীব্র সমালোচনা হাসিনাপুত্র জয়ের তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

  • আপলোড সময় : ১১-১০-২০২৪ ০১:১৪:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৪ ০১:১৪:১০ পূর্বাহ্ন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট
যানবাহনের ধীরগতি ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহাসড়কে যাত্রী চাপ বাড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় থেকে বন্দরের লাঙ্গলবন্দ এলাকা পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে এই যানজট দেখা দেয়। এ ছাড়া বিভিন্ন পয়েন্টে জটলা ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে টানা চার দিনের ছুটিকে কেন্দ্র করে ভোর থেকে যাত্রীর চাপ বেড়েছে সড়কে। এ ছাড়া মহাসড়কের বন্দরের লাঙ্গলবন্দসহ বিভিন্ন পয়েন্টে যানজটের সৃষ্টি হয়েছে। এতে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় যানজটে বসে থাকা অটোরিকশাচালক মাসুদ মিয়া বলেন, সকাল থেকে শুধু যানজট দেখছি। মাত্র দুইটা ট্রিপ মেরেছি। এভাবে চললে জমার টাকা উঠবে না। বন্ধু পরিবহনের যাত্রী রহিমা বেগম বলেন, সকাল থেকে যানজটে বসে আছি। এ কারণে এক বাস পরিবর্তন করে এ বাসে উঠেছি। এখনও সেই জ্যামে আটকা পড়ে আছি। কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, মহাসড়কের কিছুকিছু পয়েন্টে যানজট রয়েছে। ভোরে বৃষ্টি হয়েছে। এদিকে বন্দরের লাঙ্গলবন্দ এলাকায় খানাখন্দের কারণে যানবাহনগুলো যথাসময়ে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারছে না। এতে অনেক পয়েন্টে যানবাহনের ধীরগতি আবার কোথাও যানজটের সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যাত্রী চাপ অনেক বেড়েছে। এর ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। তবে যানজট নিরসনে সকাল থেকে কাজ করছি।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স