ঢাকা , রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ , ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
এই সরকার দিয়ে কোনো অবাধ-সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়-ডা. তাহের লাখো মানুষের জীবিকা হুমকির মুখে পড়বে যারা ধর্মের নামে রাজনীতির ব্যবসা করে, তাদের হাতে নারীরা নির্যাতিত-সালাহউদ্দিন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না-প্রধান উপদেষ্টা নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে ভুল হবে : সেনাপ্রধান নির্বাচনকালীন ডিসি নিয়োগ পুলিশ দেখে ফেলে যাওয়া প্রাইভেটকারে মিললো এক লাখ পিস ইয়াবা তিন মাসে আয়ে প্রবৃদ্ধি তবুও তিতাসের লোকসান ২৪৯ কোটি টাকা প্রেমিকাকে ভিডিও কলে রেখেই তরুণের আত্মহত্যা দুই দশকে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা আটগুণ বৃদ্ধি মুন্সিগঞ্জের ভাষানচর বালুমহল ইজারা ঘিরে অভিযোগ, হয়রানি বন্ধে তদন্তের দাবি কৃষি গুচ্ছ ভর্তির আবেদন শুরু ২৫ নভেম্বর, পরীক্ষা ৩ জানুয়ারি ভয়াবহ দুর্ভোগ হানিফ ফ্লাইওভারে! যৌনাচারের অভিযোগে ঢাবি শিক্ষক গ্রেফতার ইসলামী ব্যাংক নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাল কেন্দ্রীয় ব্যাংক নির্বাচনের আগে গণভোট চায় ৮ দল আমি পাশে না দাঁড়ালে গ্রামীণ ব্যাংকের অনেক স্থাপনা থাকতো না-কাদের সিদ্দিকী স্কুলে ভর্তিতে কোটা নিয়ে আপত্তি অভিভাবকদের দেশে দ্রুত কমছে খাদ্যের মজুত ট্রাভেল এজেন্সি অধ্যাদেশ-২০২৫ বাতিলের দাবি

সামান্থার প্রশংসায় পঞ্চমুখ আলিয়া ভাট

  • আপলোড সময় : ১১-১০-২০২৪ ১২:৪১:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৪ ১২:৪১:২৮ পূর্বাহ্ন
সামান্থার প্রশংসায় পঞ্চমুখ আলিয়া ভাট
বিনোদন ডেস্ক
একটি অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সেই অনুষ্ঠানে এ অভিনেত্রীকে ‘সুইটহার্ট’ বলে অভিহিত করেন দর্শকরা। অন্যদিকে আলিয়া বলেন, ‘এই প্রথম এবং এই শেষ আশা করছি।’ এ অনুষ্ঠানে আরও ছিলেন বেদাং রায়না ও রানা দাগ্গুবাতি। এ ছাড়া ছিলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, একটি ক্লিপে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে অনুষ্ঠানে ‘ও আন্তাভা’ গাইতে শোনা যায়। মূল গানটি ছিল ২০২১ সালের ব্লক বাস্টার পুষ্প: দ্য রাইজ ছবির। যে গানটিতে সামান্থা রুথ প্রভু ও আল্লু অর্জুন পারফর্ম করেছিলেন। সেই জনপ্রিয় গানই এবার আলিয়া ভাট গেয়ে শোনালেন, আর তা শুনে পাশে বসে হাসতে দেখা যায় স্বয়ং সামান্থাকেও। আলিয়া ভাট গান শেষ করার পর সামান্থা তাকে জড়িয়ে ধরেন। তখন পেছন থেকে দর্শকরা উল্লাসে ফেটে পড়েন। অনুষ্ঠানের উপস্থাপক আলিয়া ভাটকে ‘সুইটহার্ট’ বলে অভিহিত করেন। অন্যদিকে আলিয়া বলেন, ‘এই প্রথম এবং এই শেষ আশা করছি।’ এদিন অভিনেত্রী সামান্থার প্রশংসায় পঞ্চমুখ আলিয়া ভাট। তিনি বলেন, 'প্রিয় সামান্থা, তুমি একজন হিরোইন, তা পর্দায় হোক বা তার আড়ালেই হোক। আমি তোমার প্রতিভা এবং এনার্জির খুব প্রশংসা করি। পুরুষশাসিত দুনিয়ায় একজন এভাবে রাজত্ব করা সহজ নয়। কিন্তু তুমি সেটাই করে দেখিয়েছ। তোমার প্রতিভা আছে এবং সেটিই কাউকে জবাব দেওয়ার জন্য যথেষ্ট’। এ অভিনেত্রী বলেন, অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়ার মাত্র ৬.৫ সেকেন্ডের মধ্যে আসতে রাজি হয়ে গিয়েছিলেন আলিয়া। ক্লিপে অনুষ্ঠানটি পরিচালনা করেন পরিচালক ত্রিবিক্রম শ্রীনিবাস। ত্রিবিক্রম শ্রীনিবাসকে তার ছবিতে তাকে ও সামান্থাকে একসঙ্গে কাস্ট করতে বলেন আলিয়া ভাট। তার কথায়- ‘এখানে এই মঞ্চে, প্রচারের জন্য করছি না। আমি সত্যি বলতে চাইছি। ত্রিবিক্রম স্যার আমি মনে করি সামান্থা ও আমার একসঙ্গে আপনার পরিচালিত একটি ছবিতে কাজ করা উচিত। লোকে বলে যে, সাধারণত অভিনেত্রীরা একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে। কিন্তু এমন কোনো ব্যাপার নেই। তিনি বলেন,  আমি সত্যিই কৃতজ্ঞ যে আজ আমার ছবির পাশে দাঁড়ানোর জন্য এবং আমার ছবি নিয়ে এই সুন্দর কথা বলার জন্য। আমি এখানে একজন প্যান ইন্ডিয়ার সুপারস্টারকে পেয়েছি।’ উল্লেখ্য, আলিয়া ভাট বর্তমানে তার আসন্ন ছবি ‘জিগরা’র প্রচারে ব্যস্ত। গত মঙ্গলবার একটি ইভেন্টের জন্য তিনি হায়দরাবাদ ভ্রমণ করেন। আর সেই ইভেন্টের বেশ কয়েকটি ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য