ঢাকা , শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ , ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বিএসএফ মহাপরিচালকের ব্যাখ্যায় দ্বিমত বিজিবির ডিজির ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন মৎস্য ভবনের সামনে সড়ক অবরোধ প্রকৌশল শিক্ষার্থীদের শিশু ধর্ষণ আশঙ্কাজনক বৃদ্ধিতে গভীর উদ্বেগ সিলেটে পুকুর থেকে সাদাপাথর উদ্ধার ভোলাগঞ্জের পাথর লুট করে ১৫০০-২০০০ ব্যক্তি বাংলাভাষী লোকজনকে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে দেশছাড়া করতে দেব না- মমতা রোডম্যাপকে স্বাগত জানাই-জোনায়েদ সাকি ইসির রোডম্যাপে খুশি বিএনপি-মির্জা ফখরুল ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা মেসির জোড়া গোলে ফাইনালে ইন্টার মায়ামি টাইব্রেকারে গ্রিমসবির কাছে হেরে বিদায় নিলো ম্যানইউ নতুন মাইলফলক স্পর্শ করলেন হামজা ‘মুসলিম হওয়ার কারণে অনেকে আমাকে টার্গেট করেন’ ভারতের ২৬ বিশ্বকাপ জেতার সুযোগ দেখছেন না শ্রীকান্ত নতুন ক্যাটাগোরিতে বেতন কত কমল বাবর-রিজওয়ানের? বড় ব্যবধানে হারলো সাকিবের ত্রিনবাগো নাইট রাইডার্স বাংলাদেশকে হারানো সহজ হবে না: স্কট এডওয়ার্ডস রাকসু নির্বাচনের তফসিল ৩য় বারের মতো পুনর্বিন্যস্ত পিছিয়েছে ভোট জকসু নির্বাচনে বয়সসীমা থাকছে না

সুইমিং পুল থেকে উদ্ধার হলো গ্রিসের ফুটবলারের মরদেহ

  • আপলোড সময় : ১১-১০-২০২৪ ১২:৩৭:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৪ ১২:৩৭:০৪ পূর্বাহ্ন
সুইমিং পুল থেকে উদ্ধার হলো গ্রিসের ফুটবলারের মরদেহ
স্পোর্টস ডেস্ক
মারা গেছেন গ্রিস জাতীয় ফুটবল দলের রক্ষণভাগের খেলোয়াড় জর্জ বলডক। নিজ বাড়ির সুইমিংপুল থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে মৃত্যুর কারণ এখনো অজানা।  গ্রিসের ক্লাব প্যানাথিনাইকসের হয়ে খেলা এই ডিফেন্ডারের বয়স হয়েছিল ৩১ বছর। পুলিশের বরাত দিয়ে গণমাধ্যমগুলো জানিয়েছে, দক্ষিণ এথেন্সের শহরতলি গ্লিফাদায় বলডকের বাড়িতে গিয়ে অবচেতন অবস্থায় তাকে পাওয়া যায়। এরপর ‘কার্ডিওপুলমোনারি রিসাসিটেশন’ দিয়ে তাকে বাঁচিয়ে তোলার চেষ্টা করা হয়। তবে তা কাজে লাগেনি। বলডকের জন্ম ইংল্যান্ডের বাকিংহ্যামে। বেড়ে ওঠা, ফুটবলের পথে এগিয়ে চলা, সবই ইংল্যান্ডেই। তবে মায়ের সূত্রে বেছে নেন গ্রিস জাতীয় দলকে।  ক্লাব ফুটবলে তিনি প্রিমিয়ার লিগের দল শেফিল্ড ইউনাইটেডও খেলেছেন। ২০১৭ সালে নাম লেখান এখানে। ক্যারিয়ারের সেরা সময় এখানেই কাটিয়েছেন। ২০১৮-১৯ মৌসুমে বেশ চমক উপহার দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে নবম হয়েছিল শেফিল্ড। সেই মৌসুমে নজরকাড়া পারফরম্যান্স দেখান বলডক। পরের মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমন হয় তাদের। গত মৌসুমে আবার প্রিমিয়ার লিগে খেলে তারা। ক্লাবের এই পথচলার সঙ্গী ছিলেন বলডক। গেল মৌসুমে শেফিল্ড ছেড়ে ঘরের ক্লাব প্যানাথিনাইকসে নাম লেখান বলডক। নতুন ক্লাবে তিন বছরের চুক্তি ছিল তার। কিন্তু স্রেফ চার ম্যাচ খেলেই জীবন থেকেই চুক্তি শেষ করে ফেললেন ৩১ বছর বয়সী বলডক। জাতীয় দলের হয়ে ১২টি আন্তজার্তিক ম্যাচ খেলেছেন তিনি। তার বিদায়ে শোকের ছায়া নেমে এসেছে ইংল্যান্ড ও গ্রিসের ফুটবলে। শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে গ্রিস জাতীয় দল, প্যানাথিনাইকস, গ্রিক সুপার লিগ কর্তৃপক্ষ, শেফিল্ড ইউনাইটেডসহ তার সাবেক ক্লাবগুলো।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য