ঢাকা , সোমবার, ০৭ জুলাই ২০২৫ , ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বিষাক্ত মাশরুম খাইয়ে তিন আত্মীয়কে হত্যায় এরিন প্যাটারসন দোষী সাব্যস্ত মাস্কের ‘রাজনৈতিক দল’ গঠনের উদ্যোগকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প খারকিভে রুশ ড্রোন হামলায় বহুতল ভবন ও কিন্ডারগার্টেনে বিস্ফোরণ, আহত ২৭ ব্রাজিলে ব্রিকস নেতাদের বৈঠকে ট্রাম্পের অতিরিক্ত ১০% শুল্ক আরোপের হুমকি যুদ্ধবিরতির আভাসের মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত অন্তত ৮২ ইয়েমেনে হুতিদের লক্ষ্য করে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা, অচল বন্দর-বিদ্যুৎকেন্দ্র টেক্সাসের ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে, নিখোঁজ ৪১ ছয় মাস মাঠের বাইরে জামাল মুসিয়ালা, বড় ধাক্কায় বায়ার্ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টানা ৩০ বছরের আধিপত্য ধরে রাখল অস্ট্রেলিয়া গোল্ড কাপের মুকুট ফিরল মেক্সিকোর ঘরে ইউরোপের বদলে নেপালের পথেই বাংলাদেশ, সেপ্টেম্বরে কাঠমান্ডুতে দুটি প্রীতি ম্যাচ লারার ৪০০ ছোঁয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে মুল্ডারের বিস্ময়কর সিদ্ধান্ত আইসিসির মাসসেরা ক্রিকেটারের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার তিন তারকা গোল্ডেন বুটের দৌড়ে কে থাকবেন শীর্ষে, চমক দেখাতে পারেন হাকিমিও বাংলাদেশ সফরের আগে ইনজুরির ধাক্কায় পাকিস্তান দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন দগ্ধ গণহত্যার বিচার ও সংস্কারের পরেই নির্বাচন-নাহিদ মব বন্ধ না করে কীভাবে সুষ্ঠু নির্বাচন হবে, প্রশ্ন মান্নার জঙ্গিসংশ্লিষ্টতা তদন্তে কুয়ালালামপুরকে সহযোগিতা করবে ঢাকা আরও ২৯৪ জনের ডেঙ্গু শনাক্ত

ছাত্র আন্দোলনে নীরব থাকায় দুঃখ প্রকাশ করলেন সাকিব

  • আপলোড সময় : ১১-১০-২০২৪ ১২:২৭:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৪ ১২:২৭:৫৬ পূর্বাহ্ন
ছাত্র আন্দোলনে নীরব থাকায় দুঃখ প্রকাশ করলেন সাকিব
স্পোর্টস ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সড়ব উপস্থিতি না থাকার জন্য দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। জুলাই-আগস্টে চলা ঐ আন্দোলনে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। আন্দোলনের সময় দেশের বাইরে ক্রিকেট নিয়ে ব্যস্ত ছিলেন সাকিব। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্যও নির্বাচিত হয়েছিলেন সাকিব। গতকাল ফেসবুকে এক বার্তায় সাকিব লিখেছেন, ‘আসসালামু আলাইকুম, আমার দেশের প্রতিটি মানুষের ভালোবাসার প্রতি শ্রদ্ধা। আমার প্রতি আপনাদের দোয়া ও ভালবাসা আমাকে আজকের এই সাকিব আল হাসান হিসেবে বিশ্ব দরবারে সমাদৃত করেছে। শুরুতেই আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সে সকল আত্মত্যাগকারী ছাত্রদের, যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃৃত্বে ছাত্র-জনতার অভ্যূত্থানে শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন। তাদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি আমার অন্তরের অন্ত:স্থল থেকে শ্রদ্ধা এবং সমবেদনা। যদিও স্বজন হারা একটি পরিবারের ত্যাগকে কোন কিছুর বিনিময়ে পূরণ করা সম্ভব না। সন্তান হারানো কিংবা ভাই হারানোর বেদনা কোন কিছুতেই পূরণযোগ্য নয়। এই সংকটকালীন সময়টাতে আমার সড়ব উপস্থিতি না থাকায় আপনারা যারা ব্যথিত হয়েছেন বা কষ্ট পেয়েছেন তাদের অনুভূতির জায়গাটার প্রতি আমার শ্রদ্ধা এবং এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের জায়গায় আমি থাকলে হয়তো এভাবে মনঃক্ষুন্ন হতাম। আমি খুবই স্বল্প সময়ের জন্য মাগুরা-১ আসনের সংসদ সদস্য ছিলাম। আমার রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়াটা ছিল মূলত আমার জন্মস্থান অর্থাৎ মাগুরার মানুষের উন্নয়নের জন্য সুযোগ পাওয়া। আপনারা জানেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে নির্দিষ্ট কোন দায়িত্ব ছাড়া নিজের এলাকার উন্নয়নে সরাসরি ভূমিকা রাখাটা একটু কঠিন। আর আমার এই এলাকার উন্নয়ন করতে চাওয়া আমাকে সংসদ সদস্য হতে আগ্রহী করে। যাই হোক দিনশেষে আমার পরিচয় আমি বাংলাদেশের একজন ক্রিকেটার। আমি যখন যেখানে যে অবস্থাতেই থেকেছি অন্তর থেকে ক্রিকেটাকেই ধারণ করেছি। এই ক্রিকেটকে ধারণ করে বিশ্বসেরা অলরাউন্ডারের সম্মান অর্জন করার পথে এগিয়ে নিয়ে গেছেন আপনারা। আপনাদের ভালোবাসা এবং সমর্থন আমাকে আজকের সাকিব আল হাসান বানিয়েছে। আমি যখন দেশের জন্য ক্রিকেটের মাঠে ব্যাট ধরেছি তখন আমার সাথে ব্যাট ধরেছেন আপনারা সবাই। গ্যালারি থেকে আপনাদের চিৎকার, আপনাদের সমর্থন আমাকে ভালো খেলার অনুপ্রেরণা যুগিয়েছে। ক্রিকেট ম্যাচের দিন চায়ের দোকানে টেলিভিশনের সামনে উপচেপড়া ভিড় -আমাকে শক্তি যুগিয়েছে। আমি জিতলে, আপনারা সবাই জিতেছেন। আমি হেরে গেলে, হেরে গেছেন আপনারা সবাই! আপনারা জানেন, খুব শিগগিরই আমি আমার শেষ ম্যাচটি খেলতে যাচ্ছি। আমার ক্রিকেট ক্যারিয়ারের শুরু থেকে আজকের সাকিব আল হাসান হয়ে ওঠা পর্যন্ত এই পুরো জার্নিটাকে ড্রাইভ করেছেন আপনারা। এই ক্রিকেটের গোটা গল্পটা আপনাদের হাতেই লেখা! তাই আমার শেষ ম্যাচে, এই গল্পের শেষ অধ্যায়ে, আমি আপনাদেরকে পাশে চাই। আমি আপনাদের সবাইকে সাথে নিয়ে বিদায় নিতে চাই। বিদায় বেলায় সেই মানুষগুলোর হাতে হাত রাখতে চাই, যাদের হাতের তালি আমাকে ভালো খেলতে বাধ্য করেছে। বিদায় বেলায় সেই মানুষগুলোর চোখে চোখ রাখতে চাই, আমার ভালো খেলায় যাদের চোখ আনন্দে উচ্ছ্বসিত হয়েছে। আবার আমার খারাপ খেলায় যাদের চোখ ছলছল করেছে। আমি আশা করি, শুধু আশা না বিশ্বাস করি এই বিদায় বেলায় আপনারা সবাই আমার সাথে থাকবেন। সবাই সাথে থেকে সেই গল্পের ইতি টানবেন, যে গল্পের নায়ক আমি নই, আপনারা!’ এ মাসের শেষে ঘরের মাঠে অনুষ্ঠিতব্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে টেস্টকে বিদায় জানানোর ইচ্ছা আগেই প্রকাশ করেছেন সাকিব।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ