ঢাকা , শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ , ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গোমস্তাপুরে হাঁস পালন করে ভাগ্য পরিবর্তন, তরুণদের অনুপ্রেরণা শরিফুল ইসলাম গোমস্তাপুরে বারোমাসি আম চাষে সাফল্যের গল্প নির্বাচনী রোডম্যাপ নিয়ে দু-একটি দল ধোঁয়াশা সৃষ্টি করছে-সালাহউদ্দিন আহমদ ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছে ইসি রোডম্যাপ ঘোষণা সুষ্ঠু নির্বাচন ভন্ডুলের নীল নকশা-তাহের আদালতের প্রতি ‘আস্থা’ নেই বলে জামিন চাননি লতিফ সিদ্দিকী বিচার-সংস্কার নির্বাচনের মুখোমুখি গ্রহণযোগ্য নয়-সাকি তথ্য ক্যাডারে অসন্তোষ হতাশা সিনিয়রদের নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে-মির্জা ফখরুল আমরা পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরতে চাই না : পররাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী রোডম্যাপ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ নারায়ণগঞ্জে বিস্ফোরণে আরও ১ জনের মৃত্যু ষড়যন্ত্র করে লাভ নেই ফেব্রুয়ারিতেই নির্বাচন- ফারুক নরসিংদীতে টনসিল অপারেশনে শিশুর মৃত্যু ২ চিকিৎসক আটক ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে মানুষের ঢল, ১০ দফা ঘোষণা ডেমরায় শহীদ আবু সাঈদ মিনি স্টেডিয়াম নির্মাণের দাবি বিচার, সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপ চাই- রাশেদ প্রধান প্রকৌশলীদের অধিকার রক্ষায় আইইবির বিবৃতি ৩ মাস পরও খুলছে না রহস্যের জট হাওর মহাপরিকল্পনার খসড়া প্রতিবেদন

পৃথিবীর উচ্চতম ১৪ শৃঙ্গ জয় করে নেপালী তরুণের রেকর্ড

  • আপলোড সময় : ১০-১০-২০২৪ ০৩:৪৭:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৪ ০৩:৪৭:০৩ অপরাহ্ন
পৃথিবীর উচ্চতম ১৪ শৃঙ্গ জয় করে নেপালী তরুণের রেকর্ড
১৮ বছর বয়সী নেপালি পর্বতারোহী নিমা রিনজি শেরপা সবচেয়ে কম বয়সে অন্তত আট হাজার মিটার উঁচু ১৪টি শৃঙ্গের সবগুলোই জয় করেছেন।
গতকাল বুধবার এই তথ্য জানিয়েছে  বার্তা সংস্থা এএফপি।
সকালে তিব্বতের আট হাজার ২৭ মিটার উঁচু (২৬ হাজার ৩৩৫ ফুট) শিশা পাংমার চূড়ায় পৌঁছান নিমা রিনজি শেরপা। এর মাধ্যমেই পূরণ হয় তার অভিযান।
নিমা রিনজির বাবা তাশি শেরপা এএফপিকে বলেন, সে সকালে চূড়ায় পৌঁছেছে। সে খুব ভালো করে প্রশিক্ষণ নিয়েছিল এবং আমি তার এই সাফল্যের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম।
বিশ্বের ১৪টি ‘আট হাজারী’ পর্বত-চূড়া জয়কে পর্বতারোহণের সবচেয়ে বড় সাফল্য হিসেবে বিবেচনা করা হয়।
এই লক্ষ্য পূরণে পর্বতারোহীদের অসংখ্য ‘ডেথ জোন’ পার হতে হয়। এসব জায়গার বাতাসে মানুষের বেঁচে থাকার জন্য যথেষ্ঠ পরিমাণ অক্সিজেন নেই। 
অপর এক নেপালি পর্বতারোহী ৩০ বছর বয়সে এই সাফল্য অর্জন করেছিলেন। ২০১৯ সালে মিংমা গিয়াবু ‘ডেভিড’ শেরপার হাতেই এতদিন ছিল সবচেয়ে কম বয়সে এই সাফল্য অর্জনের রেকর্ড।
নিমা রিনজি শেরপা ১৬ বছর বয়সে পর্বতারোহণ শুরু করেন। ২০২২ সালের আগস্টে মানাসলু পর্বতের চূড়ায় ওঠেন তিনি।
এ বছরের জুনে তিনি বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বত-চূড়া কাঞ্চনজঙ্ঘা জয় করেন। এটা ছিল তার ১৩তম আট হাজারি পর্বতারোহণ।
নেপালের ‘শেরপা’ গোত্রের পর্বতারোহীদেরকেই হিমালয় পর্বতকে কেন্দ্র করে গড়ে ওঠা পর্বতারোহণ শিল্পের পথিকৃৎ হিসেবে বিবেচনা করা হয়।
যেকোনো পর্বতারোহণ অভিযানে এই গোত্রের সদস্যরাই সাধারণত বেশিরভাগ উপকরণ ও খাদ্য পরিবহন, দড়ি বসানো ও মই মেরামতের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো করে থাকেন।
দীর্ঘদিন বিদেশি পর্বতারোহীদের সহায়ক হিসেবে বিবেচিত হলেও সাম্প্রতিক সময়ে তাদের ব্যক্তিগত অর্জনগুলো তাদেরকে সবার সামনে নিয়ে আসছে।
২০২১ সালে প্রথমবারের মতো নেপালি পর্বতারোহীরা শীত মৌসুমে পাকিস্তানের বৈরি পর্বত ‘কে টু’ জয় করেন।
আট হাজার ৬১১ মিটার (২৮ হাজার ২৫১ ফুট) উচ্চতায় এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পর্বত হিসেবে বিবেচিত। এই পর্বত জয় করাকে ভয়ংকর ও বিপদসংকুল বলা হয়ে থাকে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ