অর্থনৈতিক রিপোর্টার
চলতি সপ্তাহে সূচকের বড় উত্থান-পতনের মধ্যদিয়ে লেনদেন হয়েছে পুঁজিবাজারে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ৬ হাজার ২৩০ কোটি টাকা। পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ০.৮৯ শতাংশ বা ৬ হাজার ২৩০ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৫ হাজার ৭৯১ কোটি টাকা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৯৯ হাজার ৫৬১ কোটি টাকা। গত সপ্তাহের চেয়ে বেড়েছে ডিএসইর সবকটি সূচকও। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৯৭.১৭ পয়েন্ট বা ১.৭৬ শতাংশ। এছাড়া ডিএসইএস সূচক বেড়েছে ১৫.১৬ পয়েন্ট বা ১.২৫ শতাংশ। আর ডিএসই-৩০ সূচক বেড়েছে ৩৩.৩৫ পয়েন্ট বা ১.৬৯ শতাংশ। সূচকের বড় উত্থান-পতনের পাশাপাশি ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৮২৩ কোটি ৭৩ লাখ টাকা। আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ২ হাজার ৭৬৪ কোটি ৯০ লাখ টাকা। লেনদেন বেড়েছে ৫৮ কোটি ৮৩ লাখ টাকা। এদিকে, প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ২৭.৬৬ শতাংশ বা ১৫২ কোটি ৯৫ লাখ টাকা। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৭০৫ কোটি ৯৩ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৫৫২ কোটি ৯৮ লাখ টাকা। সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২২৮টি কোম্পানির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ারের দাম। এদিকে, সপ্তাহ ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই সূচক ১.৪৮ শতাংশ ও সিএসসিএক্স সূচক ১.৪৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৬ হাজার ৫১.৩৯ পয়েন্ট ও ৯ হাজার ৬৬৪.৪৯ পয়েন্ট। এছাড়া সিএসআই সূচক ১.৫৭ শতাংশ, সিএসই-৩০ সূচক ১.৯৮ শতাংশ ও সিএসই-৫০ সূচক ১.৩৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৫৬.৫৯ পয়েন্টে, ১২ হাজার ৩৫৯.৫৫ পয়েন্টে ও ১ হাজার ১৩৭.৯৮ পয়েন্টে। সপ্তাহ ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ১০২ কোটি ১০ লাখ টাকা। সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ১৮৩ কোটি ৬৭ লাখ টাকা, যা আগের সপ্তাহে ছিল ৮১ কোটি ৫৭ লাখ টাকা। সপ্তাহজুড়ে সিএসইতে ৩০৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৪৬টির, কমেছে ১৩৩টির ও অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ার দর।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
