ঢাকা , সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ , ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় আসন বিন্যাস নিয়ে উত্তেজনা, থানায় হামলা–অগ্নিসংযোগ ওরিয়েন্টেশনে চমক দেখালো ডিএমআরসি গাংগুরিয়া ডিগ্রী কলেজে নবীন বরণ ও শুভ উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত মালয়েশিয়া প্রবাসীদের জন্য এনআইডি কার্যক্রম শুরু ইসির যমুনা ও সচিবালয় ঘেরাও করার হুঁশিয়ারি গণঅধিকার পরিষদের মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে ১১৫৯ কোটি টাকা আত্মসাৎ, আসামি ৩১ জন টানা ১৪ দিনের দীর্ঘ ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে দেশীয় উদ্যোক্তাদের জন্য নতুন টেলিকম নীতিমালা ঝুঁকিপূর্ণ রাজধানীতে কিশোর গ্যাংয়ে বাড়ছে অপরাধ দেড় শতাধিক সাবেক আমলাকে খুঁজছেন গোয়েন্দারা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বিপুল টাকার আর্থিক অনিয়ম সোনা চোরাচালানে জড়িয়ে পড়ছে বিমানের ক্রুরা ডাকসু-জাকসুতে নির্দিষ্ট সংগঠনকে জালিয়াতি করে জয়ী করেছে কর্তৃপক্ষ-রিজভী কারাবন্দিদের সাজার মেয়াদ কমবে-স্বরাষ্ট্র উপদেষ্টা আজ দোহায় আরব-মুসলিম শীর্ষ সম্মেলনে যোগ দিবেন পররাষ্ট্র উপদেষ্টা জাপা ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবি মামুনুল হকের খিলগাঁওয়ে মামলা তুলে নিতে বাদীকে হুমকি প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিয়েতে বাধা দেওয়ায় প্রেমিকাকে খুন, গ্রেফতার ৩ রাজধানীতে ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় আ.লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার

গাজীপুরে ছয় কারখানা বন্ধ দুটিতে শ্রমিকদের বিক্ষোভ

  • আপলোড সময় : ১০-১০-২০২৪ ১২:৪৭:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৪ ১২:৪৭:৪৬ পূর্বাহ্ন
গাজীপুরে ছয় কারখানা বন্ধ দুটিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুর প্রতিনিধি
হাজিরা বোনাস ও বেতন বাড়ানোসহ বেশ কিছু দাবিতে বিক্ষোভ করছেন দুটি কারখানার শ্রমিকরা। গতকাল বুধবার সকাল ৮টা থেকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় যমুনা গ্রুপের একটি কারখানা ও কালিয়াকৈরের তেলিচালা এলাকার পূর্বাণী গ্রুপের একটি কারখানায় বিক্ষোভ করছেন। এসময় যমুনা ডেনিম গার্মেন্টস অ্যান্ড ওয়াশিংয়ের শ্রমিকরা কোনাবাড়ি-কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করেন। তবে পূর্বানী কারখানার শ্রমিকরা তাদের কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। এদিকে গতকাল বুধবারও ছয়টি কারখানা বন্ধ ছিল। পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, কোনাবাড়ি এলাকায় একই কম্পাউন্ডের ভেতরে থাকা যমুনা গ্রুপের যমুনা ডেনিম গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং কারখানার শ্রমিকরা সকাল ৮টায় হাজিরা দিয়ে কাজে যোগ দেন। কিছু সময় পর কাজ বন্ধ করে তারা কারখানার সামনে অবস্থান করে বেতন বাড়ানোসহ বেশ কিছু দাবি নিয়ে বিক্ষোভ শুরু করেন। এসময়ে শ্রমিকরা উত্তেজিত হয়ে কোনাবাড়ি-কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। খবর পেয়ে কোনাবাড়ি থানা পুলিশ ও গাজীপুর শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বোঝানোর চেষ্টা করে। পরে দুপুর ১২টার দিকে সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়া হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত দুপুর ১টার দিকে কারখানার সামনে বিক্ষোভ করছেন শ্রমিকরা। কারখানার শ্রমিক মো. আবদুল কাদের বলেন, আমাদের আশপাশের সব কারখানায় শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানো হলেও আমাদের বেতন বাড়ানো হয়নি। হাজিরা বোনাস বাড়ানো হয়নি। এমনকি বাৎসরিক বেতন বাড়ানো হচ্ছে না। অপর শ্রমিক হাফিজ মিয়া বলেন, আমাদের দাবি মেনে না নিলে আন্দোলন অব্যাহত থাকবে। কোনাবাড়ি থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, বেশ কিছু দাবি-দাওয়া নিয়ে যমুনা গ্রুপের শ্রমিকরা সকাল থেকে বিক্ষোভ শুরু করেন। কোনাবাড়ি-কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করলে তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়। অপরদিকে কালিয়াকৈরের তেলিচালা এলাকায় পূর্বানি গ্রুপের করিম টেক্সটাইলের শ্রমিকরা হাজিরা বোনাস, টিফিন বিল, বাৎসরিক বেতন বাড়ানোসহ প্রায় ২৬-২৭টি দাবি নিয়ে গত মঙ্গলবার থেকে বিক্ষোভ শুরু করেন। দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত না হওয়ায় গতকাল বুধবার সকাল থেকে ফের কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা। এসময় তারা ঢাকা-টাঙ্গাল মহাসড়ক অবরোধের চেষ্টা করলে আগে থেকেই ঘটনাস্থলে থাকা শিল্প পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দেয়। তবে তারা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী এসে মালিক পক্ষের সঙ্গে বসে তাদের দাবির বিষয়গুলো সমাধান করার চেষ্টা করছে। গাজীপুর শিল্পাঞ্চলের পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, পূর্বানী গ্রুপের শ্রমিকরা গত দুদিন ধরে বিক্ষোভ করছেন। সকালে আবারো তারা বিক্ষোভ করলে সেনাবাহিনী ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করছে। গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, কালিয়াকৈর উপজেলার পূর্বানী কারখানায় শ্রমিকদের নিয়ে আলোচনা চলছে সমস্যা সমাধানের জন্য। মালিকপক্ষ আন্তরিক আছেন আশা করি সমাধান হয়ে যাবে। যমুনা গ্রুপের শ্রমিকরা এখনো বিক্ষোভ করছেন। কীভাবে সমাধান করা যায় সে বিষয়টি দেখা যাচ্ছে। তিনি আরও বলেন, বিভিন্ন কারণে গাজীপুরের নয়টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়। এরমধ্যে তিনটি কারখানা চালু হয়ে গেছে। তবে ছয়টি কারখানা বন্ধ রয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য