স্পোর্টস ডেস্ক
তারকা স্ট্রাইকার নিকো উইলিয়ামসকে ছাড়াই নেশন্স লিগে ডেনমার্ক ও সার্বিয়ার বিপক্ষে মাঠে নামতে হচ্ছে স্পেনকে। ইউরো ২০২৪ জয়ী এই তারকা এ্যাথলেটিক বিলবাওয়ের হয়ে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছেন। মাদ্রিদের কাছাকাছি লা রোজাদের অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছিলেন উইলিয়ামস। কিন্তু জাতীয় দল ও ক্লাবের মেডিকের সার্ভিস টিমের সাথে আলোচনা করে উইলিয়ামসকে ক্যাম্প থেকে ছেড়ে দেবার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে স্প্যানিশ ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে। অলিম্পিকে স্বর্ণ জয়ী দলের সদস্য রিয়াল সোদিয়েদাদের সার্জিও গোমেজকে আসন্ন দুটি ম্যাচের জন্য উইলিয়ামসের স্থানে দলে ডাকা হয়েছে। উইঙ্গার উইলিয়ামস জুলাইয়ে বার্লিনে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ইউরো শিরোপা জয়ের ম্যাচটিতে প্রথম গোল করে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছিলেন। লামিন ইয়ামালের সাথে উইলয়ামসকেও স্প্যানিশ জাতীয় দলের ভবিষ্যত তারকা হিসেবে ইতোমধ্যেই বিবেচনা করা হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
