ঢাকা , শুক্রবার, ০৯ মে ২০২৫ , ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ফেনীতে ৩ সমন্বয়ককে পিটিয়ে আহত মেহেরপুরে মাইক্রোবাস ট্রাক সংঘর্ষে নিহত ৩ পণ্যের নামে বিষ কিনে খাচ্ছেন মানুষ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেন-দুদু বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিকিৎসা কার্যক্রমে স্থবিরতা পাকিস্তানের সঙ্গে সংঘাত, ভারতের পাশে দাঁড়ালো ইসরায়েল চাকরি ফিরে পাচ্ছেন ডা. জোবাইদা রহমান ব্যবসায়ীর ভাইকে কুপিয়ে গুরুতর আহত ভারত-পাকিস্তান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা স্থাপনে ইউজিসির নতুন নীতিমালা ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে জামায়াত আমিরের প্রতিক্রিয়া মাকে স্বাগত জানানো সবাইকে ধন্যবাদ তারেকের নৌ নিরাপত্তা সপ্তাহ শুরু শিল্পখাতে অশনি সংকেত ঐকমত্য কমিশনের সঙ্গে নাগরিক ঐক্যের বর্ধিত আলোচনা মূল্যস্ফীতির উদ্বেগ কাটেনি বাড়ি ভাড়া-চালের দামে অস্বস্তি একনেক সভায় ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ভারত-পাকিস্তান সংঘাতে ৫ শতাধিক ফ্লাইট বাতিল পাকিস্তান সশস্ত্র বাহিনীকে প্রতিশোধ নেয়ার নির্দেশ শাহবাজ শরিফের পাকিস্তানের পাশে তুরস্ক, ভারতের হামলাকে বললো উসকানিমূলক

ভারত ফাইনাল খেললে ম্যাচ হবে দুবাইয়ে!

  • আপলোড সময় : ০৯-১০-২০২৪ ১০:৪৯:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৪ ১০:৪৯:১৮ অপরাহ্ন
ভারত ফাইনাল খেললে ম্যাচ হবে দুবাইয়ে!
স্পোর্টস ডেস্ক
ভারত ফাইনালে উঠলে পরিবর্তন হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু। দলটি আগেই জানিয়ে দিয়েছে পাকিস্তানে তারা খেলবেনা। এ জন্য ফাইনালের ভেন্যু পাকিস্তানের লাহোর থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে স্থানান্তরিত হতে পারে। ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। পাকিস্তানে মোট ১৫ টি ম্যাচ সহ ফাইনাল লাহোরে অনুষ্ঠিত হবে তা আগেই নির্ধারিত ছিলো। তবে, ভারতীয় ক্রিকেট দলের অংশগ্রহণ এখনও অনিশ্চিত কারণ তারা ২০০৮ সালের পর থেকে পাকিস্তানে কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। একারণেই ভারতের জন্য বদলে যেতে পারে ভেন্যু। পাকিস্তানের সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তানে বলা হয়েছে ৯ মার্চ যদি ভারত ফাইনালে উঠতে পারে, তবে বিকল্প ভেন্যু হিসেবে দুবাইকে বিবেচনা করার জন্য অনানুষ্ঠানিক আলোচনা চলছে। এই পরিস্থিতিতে ফাইনালের ভেন্যু ৬ মার্চ, অর্থাৎ মাত্র তিন দিন আগে পর্যন্ত নিশ্চিত নাও হতে পারে। প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে, ভারত যদি সেমিফাইনালে পৌঁছায়, তবে সেই ম্যাচটিও পাকিস্তানের বাইরে আয়োজনের প্রয়োজন হতে পারে। দুবাই, আবুধাবি এবং শারজাহর নাম আছে বিবেচনায়। অনিশ্চয়তা সত্ত্বেও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কর্মকর্তারা পাকিস্তানে টুর্নামেন্টের সাফল্য নিয়ে আশাবাদী। পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি ভারতের অংশগ্রহণের আশা প্রকাশ করে বলেছেন, ‘ভারতের পাকিস্তানে আসা উচিত। আমরা আত্মবিশ্বাসী পাকিস্তানে সমস্ত দল নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে পারব।’
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য