স্পোর্টস ডেস্ক
বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে হলে গোটা ক্রিকেট সিস্টেমকেই ঢেলে সাজাতে হবে বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তার মতে, তার ক্যারিয়ারের ১৭ বছরেও ঢাকায় মিরপুর ছাড়া আর কোনো স্টেডিয়াম নির্মাণ করা যায়নি, সেই সাথে নতুন কোনো প্র্যাকটিস ফ্যাসিলিটিও আনতে পারেনি বিসিবি। ফলে এখানে সবকিছুকে ঢেলে সাজাতে হবে বলে বিশ্বাস করেন তামিম। বর্তমানে জাতীয় দলের পাশাপাশি ভারত সফরে রয়েছেন তামিম ইকবালও। তবে ক্রিকেটার নয়, তামিম ভারতে আছেন ধারাভাষ্যকারের ভূমিকায়। চলমান ভারত-বাংলাদেশ সিরিজে তামিমকে দেখা যাচ্ছে ধারাভাষ্যকার হিসেবে। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের ক্রিকেটের নানা বিষয় নিয়ে কথা বলেছেন তামিম। দেশের ক্রিকেটে বড়সড় পরিবর্তন প্রয়োজন জানিয়ে তামিম বলেছেন, ‘যদি বাংলাদেশের ক্রিকেটকে সত্যিই এগিয়ে নিয়ে যেতে চান এবং পরিবর্তন আনতে চান, তাহলে গোটা সিস্টেমেই পরিবর্তন আনতে হবে। আপনি কি দুই বছরেই সফল হয়ে যেতে পারবেন? না। হয়ত পাঁচ বছর বা আরও বেশি সময় লাগবে। তবে ধৈর্য ধরাটা গুরুত্বপূর্ণ।’ তামিম আরও বলেন, ‘বাংলাদেশে কিছু ব্যাপার ভালো, তবে বেশিরভাগে পরিবর্তন আনা দরকার। আমার অভিষেক হয়েছিল ২০০৬-০৭ সালের দিকে, এখন ২০২৪ সালে বসে আমরা কথা বলছি, ঢাকায় একটি ট্রেনিং ফ্যাসিলিটিও নতুন করে আনা হয়নি এই ১৭ বছরে।’ এছাড়া ব্যাংক অ্যাকাউন্টে ১২০০ কোটি টাকা রেখে দেওয়া প্রসঙ্গে বিসিবির সমালোচনা করেছেন তামিম। তার মতে, এত টাকা ব্যাংকে ফেলে রাখার কোনো মানে নেই। এর চেয়ে বরং এসব টাকা কাজে লাগিয়ে খেলার মান উন্নয়ন করা উচিত। তামিম বলেছেন, ‘সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, বিসিবি বলে যে তাদের নাকি ১২০০ কোটি টাকা ব্যাংক অ্যাকাউন্টে আছে, এটিকে মনে হয় যেন গালে কেউ চপেটাঘাত দিচ্ছে। এভাবে ১২০০ কোটি টাকা অলস ফেলে রাখা উচিত নয়। ২০০ কোটি টাকা অ্যাকাউন্টে রাখা উচিত এবন বাকি ১০০০ কোটি খেলার উন্নয়নে কাজে লাগানো উচিত।’
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
