ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা

‘দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে গোটা সিস্টেমেই পরিবর্তন আনতে হবে’

  • আপলোড সময় : ০৯-১০-২০২৪ ১০:৪৮:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৪ ১০:৪৮:৫৭ অপরাহ্ন
‘দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে গোটা সিস্টেমেই পরিবর্তন আনতে হবে’
স্পোর্টস ডেস্ক
বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে হলে গোটা ক্রিকেট সিস্টেমকেই ঢেলে সাজাতে হবে বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তার মতে, তার ক্যারিয়ারের ১৭ বছরেও ঢাকায় মিরপুর ছাড়া আর কোনো স্টেডিয়াম নির্মাণ করা যায়নি, সেই সাথে নতুন কোনো প্র্যাকটিস ফ্যাসিলিটিও আনতে পারেনি বিসিবি। ফলে এখানে সবকিছুকে ঢেলে সাজাতে হবে বলে বিশ্বাস করেন তামিম। বর্তমানে জাতীয় দলের পাশাপাশি ভারত সফরে রয়েছেন তামিম ইকবালও। তবে ক্রিকেটার নয়, তামিম ভারতে আছেন ধারাভাষ্যকারের ভূমিকায়। চলমান ভারত-বাংলাদেশ সিরিজে তামিমকে দেখা যাচ্ছে ধারাভাষ্যকার হিসেবে। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের ক্রিকেটের নানা বিষয় নিয়ে কথা বলেছেন তামিম। দেশের ক্রিকেটে বড়সড় পরিবর্তন প্রয়োজন জানিয়ে তামিম বলেছেন, ‘যদি বাংলাদেশের ক্রিকেটকে সত্যিই এগিয়ে নিয়ে যেতে চান এবং পরিবর্তন আনতে চান, তাহলে গোটা সিস্টেমেই পরিবর্তন আনতে হবে। আপনি কি দুই বছরেই সফল হয়ে যেতে পারবেন? না। হয়ত পাঁচ বছর বা আরও বেশি সময় লাগবে। তবে ধৈর্য ধরাটা গুরুত্বপূর্ণ।’ তামিম আরও বলেন, ‘বাংলাদেশে কিছু ব্যাপার ভালো, তবে বেশিরভাগে পরিবর্তন আনা দরকার। আমার অভিষেক হয়েছিল ২০০৬-০৭ সালের দিকে, এখন ২০২৪ সালে বসে আমরা কথা বলছি, ঢাকায় একটি ট্রেনিং ফ্যাসিলিটিও নতুন করে আনা হয়নি এই ১৭ বছরে।’ এছাড়া ব্যাংক অ্যাকাউন্টে ১২০০ কোটি টাকা রেখে দেওয়া প্রসঙ্গে বিসিবির সমালোচনা করেছেন তামিম। তার মতে, এত টাকা ব্যাংকে ফেলে রাখার কোনো মানে নেই। এর চেয়ে বরং এসব টাকা কাজে লাগিয়ে খেলার মান উন্নয়ন করা উচিত। তামিম বলেছেন, ‘সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, বিসিবি বলে যে তাদের নাকি ১২০০ কোটি টাকা ব্যাংক অ্যাকাউন্টে আছে, এটিকে মনে হয় যেন গালে কেউ চপেটাঘাত দিচ্ছে। এভাবে ১২০০ কোটি টাকা অলস ফেলে রাখা উচিত নয়। ২০০ কোটি টাকা অ্যাকাউন্টে রাখা উচিত এবন বাকি ১০০০ কোটি খেলার উন্নয়নে কাজে লাগানো উচিত।’
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য