ঢাকা , রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ , ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবির গুরুত্ব তুলে ধরেছেন ড. কুদরত এ খোদা সিরাজগঞ্জে দ্ইু নৌকার সংঘর্ষে নিহত ২, আহত ১৫ তফসিল ঘোষণায় সিইসির তড়িঘড়ি সন্দেহের কারণ- গোলাম পরওয়ার রাজউকের এস্টেট ভ‚মি ২-এর এডি আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড় বেসরকারি স্বাস্থ্যখাত হবে সেবামুখী ব্যবসা -ডা. তাহের সাগরে ভেসে যাওয়া ২ বন্ধু সৈকতে ফিরলো লাশ হয়ে কক্সবাজারে নদী-পরিবেশ দূষণ করলে হোটেল বন্ধ করে দেওয়ার নির্দেশ -নৌপরিবহন উপদেষ্টা নুরের মাথায় রক্তক্ষরণসহ নাকের হাড় ভেঙেছে তিন দফা দাবিতে শহীদ মিনারে শিক্ষকদের মহাসমাবেশ নুরের ওপর হামলার নির্দেশের অডিওটি ভুয়া- স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিপি নুরুল হকের সুস্থতা কামনা করছি- মহাসচিব জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা অগ্নিসংযোগ বাতিল হওয়া এনআইডি সংশোধনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত দু’ রাজনৈতিক দলের সহিংস পরিস্থিতি নিয়ে যা জানালো আইএসপিআর বিভিন্ন এজেন্সি থেকে জঙ্গি লিস্ট দিয়ে বলা হতো ছাড়া যাবে না- আসিফ নজরুল জমে উঠেছে ভোটের মাঠ একে একে চলে গেলেন সাতজন হাসপাতাল-ফার্মাসিউটিক্যাল সরকারের নিয়ন্ত্রণমুক্ত করবে বিএনপি-আমির খসরু খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা

পদ্মা ব্যাংকে আটকে রয়েছে হাজার কোটি টাকা

  • আপলোড সময় : ০৯-১০-২০২৪ ১২:২৩:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৪ ১২:২৩:৫১ অপরাহ্ন
পদ্মা ব্যাংকে আটকে রয়েছে হাজার কোটি টাকা

* রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রায় এক হাজার ২৬৮ কোটি টাকা তুলছে পারছে না সরকার
* অনিয়ম ও দুর্নীতির কারণে বড় ধরনের তারল্য সংকটে পড়া ব্যাংকটিতে আমানত রাখা হয় বিপুল সরকারি অর্থ
* জলবায়ু তহবিলের ৮৭৪ কোটি টাকা আদায়ের উদ্যোগ নিচ্ছেন পরিবেশ উপদেষ্টা

দফায় দফায় বৈঠক আর বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ কামনার পরও পদ্মা ব্যাংকে আটকে থাকা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রায় এক হাজার ২৬৮ কোটি টাকা তুলছে পারছে না সরকার। টাকা আদায়ে চাপ দিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, তিতাস গ্যাস ও জীবন বিমা করপোররেশন। সুদাসলে প্রায় ৩৫ কোটি টাকা না পেলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এছাড়াও জলবায়ু তহবিলের ৮৭৪ কোটি টাকা আদায়ের উদ্যোগ নিচ্ছেন পরিবেশ উপদেষ্টা। ২০১৩ সালে প্রতিষ্ঠার তিন বছর পর নানা অনিয়ম ও দুর্নীতির কারণে বড় ধরনের তারল্য সংকটে পড়ে ফারমার্স ব্যাংক। তারপরও ব্যাংকটিতে আমানত হিসেবে রাখা হয় বিপুল সরকারি অর্থ।
ডুবতে থাকা এ ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে ২০১৭ সালের নভেম্বরে আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন খান (মখা) আলমগীর পদত্যাগ করলে চেয়ারম্যান হন আলোচিত-সমালোচিত ব্যবসায়ী নাফিজ সরাফাত। এরপর ফারমার্স নাম পরিবর্তন করে পদ্মা ব্যাংক নামে যাত্রা এটি শুরু করে। নথিপত্রে দেখা যায়, মখা আলমগীরের পদত্যাগের ঠিক এক মাস আগে এবং পরে পদ্মা ব্যাংকের ৪টি শাখায় ২৫ কোটি ৪০ লাখ টাকা আমানত রাখে বিটিআরসি। মাত্র আড়াই শতাংশ সুদে এক থেকে তিন মাস মেয়াদে রাখা হয় এ অর্থ। অথচ বারবার তাগাদা দিয়েও ৭ বছরে সুদাসলে প্রায় ৩৫ কোটি টাকা তুলতে পারেনি সংস্থাটি।
বিটিআরসির অর্থ কমিশনার ড. মুশফিক মান্নান চৌধুরী বলেন, আমি পদ্মা ব্যাংকে ক্যাশের জন্য যাবো। ক্যাশ করতে না পারলে আইনি বিভাগকে দিয়ে দেবো। মামলা করতে আইন বিভাগ দায়িত্ব নেবে। ২০১৫ ও ১৬ সালে পদ্মা ব্যাংকের ৭টি শাখায় এক বছর মেয়াদি আমানতের মাধ্যমে প্রায় ১১৫ কোটি ৫৩ লাখ টাকা রাখে জীবন বিমা করপোরেশন। এ অর্থ পরিশোধে একাধিকবার চিঠি দেয়া হলেও সাড়া পায়নি। সুদাসলে বর্তমানে ব্যাংকটির কাছে পাওনা ১২৬ কোটি ৯৫ লাখ টাকার বেশি।
রাজনৈতিক বিবেচনায় ২০১৫ সালে তৎকালীন ফারমার্স ব্যাংকে এক বছর মেয়াদে জলবায়ু তহবিলের ৫০৮ কোটি টাকা আমানত রাখা হয়। বারবার তাগাদা দিয়েও অর্থ ফেরত পায়নি সরকার। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, সুদাসলে বর্তমানে ৮৭৪ কোটি টাকা পাওয়া যাবে পদ্মা ব্যাংক থেকে।
উপদেষ্টা আরও বলেন, তাদের এখন বক্তব্য হচ্ছে যে, তারা ২০৩৮ সালের আগে এই টাকাটা আমাদেরকে দিতে পারবে না। অর্থ মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংককে বলা হবে একটা রোডম্যাপ তৈরি করে দিতে, যাতে যে কাজে আমরা টাকাটা নিয়েছিলাম, সেই কাজের জন্য ফেরত পাই। এর বাইরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ১৭৯ কোটি টাকা এবং তিতাস গ্যাসের ৫৩ কোটি টাকা আটকে আছে পদ্মা ব্যাংকে। এ বিষয়ে পদ্মা ব্যাংকের বক্তব্য জানতে চেয়ে গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে গেলে কথা বলবেন না বলে জানান ব্যবস্থাপনা পরিচালক।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ