বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদকে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় বরখাস্তকৃত লালমনিরহাটের সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে মামলা হয়েছে।
গতকাল মঙ্গলবার গণঅধিকার পরিষদের সদস্য আবু হানিফ বাদী হয়ে ঢাকা মহানগর হাকিম মো. জাকির হোসেনের আদালতে এই মামলা করেন।
শুনানি শেষে ম্যাজিস্ট্রেট অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করেন এবং এ বিষয়ে পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন আইনজীবী খাদেমুল ইসলাম।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ পুলিশের গুলিতে প্রথম নিহত হন।
এদিকে বরখাস্তকৃত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মিকে আগামী ২৮ নভেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মো. জাকির হোসেনের আদালত এই নির্দেশ দেন।
এর আগে গণঅধিকার পরিষদের সদস্য আবু হানিফ বাদী হয়ে একই আদালতে তাপসীর বিরুদ্ধে মামলা করেন।
আইনজীবী খাদেমুল ইসলাম জানান, শুনানি শেষে ম্যাজিস্ট্রেট অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করেন এবং এ বিষয়ে পরে আদেশ দেবেন বলে জানান।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ পুলিশের ?গুলিতে প্রথম নিহত হন। তাকে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় তাপসীর বিরুদ্ধে এই মামলা করা হয়।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
আদালতে হাজির হওয়ার নির্দেশ
বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসীর বিরুদ্ধে মামলা
- আপলোড সময় : ০৯-১০-২০২৪ ১২:১৮:৪৮ অপরাহ্ন
- আপডেট সময় : ০৯-১০-২০২৪ ১২:১৮:৪৮ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ