ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা

বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর টার্মিনাল দুবাইতে

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৪ ১০:৪৭:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৪ ১০:৪৭:২৩ অপরাহ্ন
বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর টার্মিনাল দুবাইতে বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর টার্মিনাল দুবাইতে

জনতা ডেস্ক
দুবাইয়ের আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্বের সবচেয়ে বড় টার্মিনাল নির্মাণের কাজ শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত। নির্মাণ কাজ শেষ হলে এটি হবে বিশ্বের সবচেয়ে বড় এবং বেশি যাত্রী ধারণ ক্ষমতাসম্পন্ন বিমানবন্দর টার্মিনাল।
আমিরাতের প্রধানমন্ত্রী ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের বরাত দিয়ে এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, নতুন এই টার্মিনাল নির্মাণে খরচ হচ্ছে হাজার ৫০০ কোটি ডলার। নির্মাণ শেষ হলে টার্মিনালটি হবে বিশ্বের সর্বোচ্চ ধারণক্ষমতাসম্পন্ন এবং আকার হবে বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের পাঁচগুণ বড়। বছরে ২৬ কোটি যাত্রী বিমানবন্দরটি ব্যবহার করতে পারবেন। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের সমস্ত কার্যক্রম আগামী বছরগুলোতে নতুন আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানান্তরিত হবে জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুবাইয়ের প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্য প্রজন্মের জন্য একটি নতুন প্রকল্প তৈরি করা হচ্ছে। আমাদের বাচ্চাদের এবং তাদের বাচ্চাদের জন্য ক্রমাগত এবং স্থিতিশীল বিকাশ নিশ্চিতে কাজ চলছে। দুবাই হবে বিশ্বের বিমানবন্দরের হাব এবং এর নতুন বৈশ্বিক কেন্দ্র। তিনি আরও জানান, আল মাকতুম বিমানবন্দরটি ২০১০ সালে চালুর পর থেকে যাত্রীদের যাতায়াতের কেন্দ্রবিন্দুতে আসতে পারেনি। তবে একবার সম্পূর্ণ হলে রাষ্ট্রীয় বিমান পরিবহণ সংস্থা এমিরেটস স্থানীয় বিমান সংস্থাগুলোর নতুন বাড়ি হবে বিমানবন্দরটি। এতে পাঁচটি সমান্তরাল রানওয়ে এবং ৪০০টি টার্মিনাল গেট থাকবে। এদিকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের সিইও পল গ্রিফিথস বলেন, এই উন্নয়ন একটি নেতৃস্থানীয় বিমান চলাচল কেন্দ্র হিসেবে দুবাইয়ের অবস্থানকে মজবুত করবে। উল্লেখ্য, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর টানা ১০ বছর ধরে আন্তর্জাতিক ভ্রমণের জন্য বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরে পরিণত হয়েছে; যা এর সক্ষমতাকে চাপের মধ্যে ফেলেছে। গত বছর প্রায় কোটি ৭০ লাখ যাত্রী ট্রানজিট হাব ব্যবহার করেছিল।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য