
আজ মহাষষ্ঠির মধ্যে দিয়ে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু
- আপলোড সময় : ০৯-১০-২০২৪ ০১:০৬:৩৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৯-১০-২০২৪ ০১:০৬:৩৭ পূর্বাহ্ন


হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার গতকাল মঙ্গলবার সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। আজ বুধবার মহাষষ্ঠির মধ্যে দিয়ে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। শারদীয় দুর্গাপূজার উৎসব ঘিরে সারাদেশে মণ্ডপে মণ্ডপে আনন্দ উৎসব বিরাজ করছে। রাজধানীর জাতীয় মন্দির ঢাকেশ্বরীতে গতকাল বোমা নিষ্ক্রিয়করণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। এ বছর দুর্গাপূজায় জঙ্গিদের কোনো ধরনের হামলার শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়াও ঢাকায় দুর্গাপূজা ঘিরে কোনো ঝুঁকি নেই এমন দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. মাইনুল হাসান। তবে দুর্গাপূজার জন্য একদিনের ছুটি বাড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পরিস্থিতিতে নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দেয়, তৈরি হয় নিরাপত্তার শঙ্কা। সার্বিক পরিস্থিতি বিবেচনায় অন্তর্বর্তীকালীন সরকারের সব মহল থেকে তাদের আশ্বস্ত করা হয়। আশ্বস্ত করা হয় বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা এবং বাংলাদেশ সেনাবাহিনী সার্বিক নিরাপত্তার আশ্বাস দিয়েছে। আনসার, পুলিশ, র্যাব, বিজিবি, কোস্ট গার্ড ও সেনাবাহিনীর চারস্থনের নিরাপত্তায় প্রত্যেক পুজা মণ্ডপে থাকবে। কঠোর নিরাপত্তার আশ্বাসে হিন্দু ধর্মাবলম্বীদের উদ্বেগ-শঙ্কা কেটেছে। সনাতনীরা এখন নির্বিঘ্নে পূজা সম্পন্ন হওয়ার প্রত্যাশায় রয়েছেন। এ বছর ৩২ হাজার ৬৬৬টি মণ্ডপে দুর্গাপূজা হওয়ার কথা থাকলেও এবার হচ্ছে ৩১ হাজার ৪৬১টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপন হচ্ছে। এর মধ্যে ঢাকা মহানগরে পূজার সংখ্যা হবে ২৫৩টি।
গত বুধবার মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। শুভ মহালয়ায় দেবীর আবাহন শেষে এখন মণ্ডপে মণ্ডপে দেবী বরণের প্রস্তুতি চলছে। কৈলাশ থেকে মর্ত্যলোকে আসবেন দেবী দুর্গা। মঙ্গলবার সায়ংকালে দেবীর বোধন। আজ বুধবার দুর্গা দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ ও বিহিতপূজা হবে। আগামীকাল বৃহস্পতিবার দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ ও স্থাপন সপ্তমাদি কল্পারম্ভ ও মহাসপ্তমী বিহিত পূজা। শুক্রবার দুর্গাদেবীর মহাঅষ্টমী কল্পারম্ভ ও বিহিত পূজা। শনিবার পূর্বাহ্ন ৬.১২টার মধ্যে দুর্গাদেবীর মহানবমী কল্পারম্ভ ও বিহিত পূজা। একই দিন পূর্বাহ্ন ৮.২৬টার মধ্যে দুর্গাদেবীর দশমী বিহিতপূজা ও পূজান্তে দর্পণ বিসর্জন। ১৩ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বাংলাদেশে পাঁচ দিনব্যাপী এ উৎসবের শেষ হবে। হিন্দু বিশ্বাস অনুযায়ী, এ বছর দেবী দুর্গা মর্ত্যে আসছেন দোলায় চেপে, ফিরবেন ঘোটকে (ঘোড়া) চড়ে।
আসন্ন দুর্গাপূজায় কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এবারের পূজা খুব ভালোভাবে হবে। কোনো ধরনের অসুবিধা হবে না। এজন্য আপনাদেরও সহযোগিতা চাই। প্রতিবারতো পুলিশ ও আনসার সদস্য থাকে, এবার বাড়তি র্যাাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে ঢাকায় কোনো ঝুকি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. মাইনুল হাসান বলেন, শারদীয় দুর্গাপূজায় মণ্ডপ এলাকা, বিসর্জন শোভাযাত্রা ও বিসর্জনের সময় সব ধরনের মাদকদ্রব্য ব্যবহার নিষিদ্ধ থাকবে। একইসঙ্গে সব ধরনের পটকা ও আতশবাজির ব্যবহার না করার জন্য অনুরোধ করেছেন তিনি। তিনি আরও বলেন, বিসর্জনের সময় উচ্চস্বরে সাউন্ড সিস্টেম ব্যবহার করা যাবে না। যারা সাঁতার জানেন না তাদের বিসর্জনের সময় পানিতে না নামার অনুরোধ করছি। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানী ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নেয়া নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে বৃহস্পতিবারও ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। আজ বুধবার মহাষষ্ঠির মধ্যে দিয়ে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। প্রস্তুত সারাদেশের পূজা মণ্ডপগুলো। সকাল থেকে, ঢাকেশ্বরী মন্দিরে দেখা যায় উৎসবের আমেজ। দেবীদুর্গার মঞ্চ এবং ভক্ত-দর্শনার্থীদের প্রার্থণার জায়গা সাজানো হয়েছে। যা পরিদর্শনে যান প্রধান উপদেষ্ঠার তথ্য সচিব ও বিশেষ সহকারী। এসময়, সনাতন ধর্মাবলম্বীদের দেয়া ৮ দফা দাবির কথা উল্লেখ করেন তিনি। মাহফুজ আলম বলেন, সংখ্যালঘুদের উপর হামলার সব ঘটনার বিচার করা হবে। কেউ মামলা করলে, আইনী সহায়তা দেয়া হবে। এসময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গেও মতবিনিময় করেন তারা। তিনি বলেন, অনেকদিন ধরেই দুর্গাপূজার ছুটি বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন হিন্দু ধর্মালম্বীরা।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ