ঢাকা , বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মেধাস্বত্ব সংরক্ষণে সেল প্রতিষ্ঠার উদ্যোগ ইউজিসির বিপুল আমদানিতেও ভোজ্যতেলের বাজার অস্থিতিশীল চিন্ময় দাসের জামিন প্রশ্নে হাইকোর্টের রুল মুক্তিযোদ্ধা তথ্যভাণ্ডার তৈরিতে অনিয়ম এ সরকারও কুমিল্লা থেকে খুনের ইতিহাস শুরু করেছে-শামসুজ্জামান দুদু যুব সমাজ দেশে জীবন ও জীবিকার নিশ্চয়তা পাচ্ছে না-জিএম কাদের ট্রাম্পের শুল্কনীতির অস্থিরতায় বিশ্ব অর্থনীতির ঝুঁকি বাড়ছে সাংবাদিকদের ওপর নির্যাতন বাড়ছে পাচার অর্থ ফেরাতে কানাডার সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা ২৩৯৯ কোটি টাকা ব্যয়ে ক্রয় কমিটিতে ১২ প্রস্তাব অনুমোদন প্রশাসন ক্যাডারের তরুণদের হতাশা-ক্ষোভ গুচ্ছে থাকছে ২০ বিশ্ববিদ্যালয় ৯ বছরেও ফেরেনি রিজার্ভ চুরির অর্থ কারাগার থেকে ফেসবুক চালানো সম্ভব নয় ৮ ফেব্রুয়ারি ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ-আসিফ নজরুল এক সপ্তাহ পর ক্লাসে ফিরলেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা কোটায় উত্তাল জাবি সংখ্যানুপাতিক নির্বাচনব্যবস্থা সমর্থন করছি না-মান্না চট্টগ্রামে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৪৬ নেতাকর্মী গ্রেফতার বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ইদে নতুন সিনেমা নিয়ে আসছে নিশো

  • আপলোড সময় : ০৯-১০-২০২৪ ১২:৩৯:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৪ ১২:৩৯:০২ পূর্বাহ্ন
ইদে নতুন সিনেমা নিয়ে আসছে নিশো
বিনোদন ডেস্ক
ঈদেই আসছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর নতুন সিনেমা। এটি হতে যাচ্ছে এই অভিনেতার দ্বিতীয় ছবি। গত বছরের ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল নিশোর প্রথম ছবি ‘সুড়ঙ্গ’। তবে চলতি বছর একটু বিরতি নিয়েছেন এই অভিনেতা। প্রস্তুতি নিয়েছেন নতুন সিনেমার। অবশেষে নতুন সিনেমার জন্য প্রস্তুত আফরান নিশো। কে বানাচ্ছেন নিশোর দ্বিতীয় সিনেমা? ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে নির্দেশনা দেবেন ছোটপর্দার আরেক জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন। এরই মধ্যে নিজের প্রথম সিনেমা বানিয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি। ‘ছুঁয়ে দিলে মন’ নামে সেই ছবির টাইটেল গান আজও মনে রেখেছে মানুষ। এবারে টেলিভিশনের দুই জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা জুটি হিসেবে শুরু করছেন দারুণ এক সিনেমা। ২০০১ সাল থেকে ছোট পর্দার জন্য কাজ করে আসছেন শিহাব শাহীন। বহু নাটক বানিয়েছেন তিনি। সেগুলো নাটক শুধু প্রশংসিতই নয়, অনেক অভিনেতা ও তারকা বেরিয়ে এসেছে সেসব নাটক থেকে। এরই মধ্যে ওটিটির জন্য কাজ করেও আলোচনার জন্ম দিয়েছেন এই নির্মাতা। দেশের জনপ্রিয় ওটিটি চরকি যাত্রা শুরু করেছিল তার বানানো সিরিজ ‘মরীচিকা’ দিয়ে। সেখানেও শিহাবের সহযাত্রী হয়েছিলেন নিশো। যদিও সিরিজটি তেমন সাড়া ফেলেনি। তবে শিহাবের বানানো ‘মায়াশালিক’, ‘যদি কিন্তু তবুও’, ‘সিন্ডিকেট’, ‘মাইশেলফ অ্যালেন স্বপন’, ‘কাছের মানুষ দূরে থুইয়া’ সিরিজ ও ছবিগুলো ছিল দারুণ জনপ্রিয় ও আলোচিত। জানা গেছে, কয়েক মাস ধরে নির্মাণপূর্ব প্রস্তুতি নিয়েছেন পরিচালক ও তার দল। যে কোনো সময় শুটিংয়ে যাওয়ার জন্য প্রস্তুত তারা। তবে সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষদিকে ছবির সেটে আলো জ¦লবে বলে নিশ্চিত করেছে ছবি-সংশ্লিষ্ট একাধিক সূত্র। যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট। সিনেমাটি নিয়ে আরও কিছু তথ্য জানতে যোগাযোগ করা হলে শিহাব শাহীন বলেন, ‘আমাদের একটা পরিকল্পনা আছে। কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে সেসব জানাবো।’ প্রযোজনা সংস্থা সূত্রে জানা গেছে, আসছে ঈদে মক্তি পাবে নিশো-শিহাব শাহীন জুটির এ সিনেমা। তবে ঈদুল ফিতর নয়, ঈদুল আজহায়। নিজের দ্বিতীয় ছবি নিয়ে আবারও ভক্তদের মাঝে হাজির হচ্ছেন নিশো। কেমন বোধ করছেন এই অভিনেতা? সেটা শিগগিরই জানা যাবে তার মুখ থেকেই।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য