ঢাকা , মঙ্গলবার, ২০ মে ২০২৫ , ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দেশে অনিবন্ধিত কারখানা প্রতিষ্ঠান প্রায় দেড় লাখ ডিআরইউতে জনশক্তি রফতানিকারকদের দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া আওয়ামীপন্থি ৬১ আইনজীবীর জামিন স্থগিতই থাকছে রাজস্ব বোর্ড বিলুপ্তির কারণে অচলাবস্থা নিরসনের দাবি সিএন্ডএফ এসোসিয়েশনের রাখাইনে করিডোর নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে- কাদের গনি চৌধুরী ভারতীয় আধিপত্য-ধর্মীয় উগ্রতাসহ ৭ বিষয়ে অবস্থান স্পষ্ট এনসিপির এস আলমসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন রপ্তানি বহুমুখীকরণে নানা বাধা, বিপর্যয়ের শঙ্কা পাকিস্তানের হামলায় ভারতের সীমান্তে ১০ হাজারেরও বেশি বাড়ি ধ্বংস ক্যানসারে আক্রান্ত বাইডেন গাজায় আরও দেড় শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল ফিলিস্তিনিদের লিবিয়ায় সরিয়ে নেয়ার খবর সত্য নয়: মার্কিন দূতাবাস আলোচনায় বসবে পাকিস্তান, চীন ও আফগানিস্তান রিয়াল বেতিসের বিপক্ষে দাপুটে জয় পেলো অ্যাতলেতিকো সেভিয়ার সাথে জয় পেলো রিয়াল ভিয়ারিয়ালের কাছে হারের স্বাদ পেলো বার্সা আইপিএলে ডাক পেলেন মুজারাবানি এশিয়া কাপে থেকে নাম প্রত্যাহারের খবর অস্বীকার করলো বিসিসিআই পিএসএল খেলার জন্য এনওসি পেলেন মিরাজ এবার লাহোরে ডাক পেলেন মিরাজ
এইচএসসি পাস

ভুয়া চিকিৎসকের হাতে প্রসূতির মৃত্যু, আটক ৩

  • আপলোড সময় : ০৮-১০-২০২৪ ০২:১০:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৪ ০২:১০:০৪ অপরাহ্ন
ভুয়া চিকিৎসকের হাতে প্রসূতির মৃত্যু, আটক ৩
ঢাকার সাভারের আশুলিয়ায় এইচএসসি পাস ভুয়া ডাক্তারের হাতে অপারেশনের সময় পারভিন আক্তার (৩৬) নামের এক প্রসূতির মৃত্যুর ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। গত রোববার রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কোনাপাড়া কলাবাগান এলাকার নিউ পপুলার হসপিটাল থেকে তাদের আটক করা হয়। এ দিন দুপুরে হাসপাতালে অস্ত্রোপচারের পর ওই প্রসূতি মারা যান। অস্ত্রোপচার করা আটক ভুয়া চিকিৎসকের নাম রাজু আহম্মেদ। আটক অপর দুইজন হলেন- হাসপাতালটির পরিচালক জহুরা বেগম ও ম্যানেজার সিরাজুল ইসলাম। নিহত পারভিন আক্তার রাজবাড়ি জেলার লক্ষ্মী নারায়ণপুর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী। তিনি স্বামী ও চার সন্তান নিয়ে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ি দিঘিরপাড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। ভুয়া চিকিৎসক রাজু আহম্মেদ এসএসসি পাসের পর আর লেখাপড়া করেননি। তিনি অন্যের রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে ডা. আতিকুর রহমান সেজে চিকিৎসা করতেন। তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকার মৃত বোরহান উদ্দিনের ছেলে। আশুলিয়ার জামগড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন তিনি।
গতকাল সোমবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক। এ ব্যাপারে ভুয়া চিকিৎসক রাজু আহমেদ ওরফে আতিকুর রহমান বলেন, ডাক্তার না হলেও আমি অনেক অভিজ্ঞ। এই হাসপাতালেই কমপক্ষে ৬০/৭০টি অপারেশন করেছি। এই রোগীর ক্ষেত্রে অন্যরকম অভিজ্ঞতা হয়েছে। তার পেটে অপারেশনের আগে রক্তক্ষরণ শুরু হয়। এ কারণে তিনি স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। এখানে আমার কোনো ভুল ছিল না। পুলিশ জানায়, ডাক্তার আতিকুর রহমান সেজে চিকিৎসার পাশাপাশি বিভিন্ন রোগীর অপারেশন করতেন রাজু আহম্মেদ। এমবিবিএস তো দূরের কথা এইচএসসি পাসের পর আর পড়ালেখা করেননি রাজু। পারভীন আক্তার নামের এক প্রসূতি অপারেশন করছিলেন ভুয়া ডাক্তার রাজু। এ সময় তার মৃত্যু হয়। সন্দেহ হলে ভুয়া ডাক্তারসহ তিনজনকে আটক করে থানায় খবর দেন স্বজনরা। পরে ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই চিকিৎসক ভুয়া বলে স্বীকার করেছেন। আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
ভারতীয় আধিপত্য-ধর্মীয় উগ্রতাসহ ৭ বিষয়ে অবস্থান স্পষ্ট এনসিপির

ভারতীয় আধিপত্য-ধর্মীয় উগ্রতাসহ ৭ বিষয়ে অবস্থান স্পষ্ট এনসিপির