ঢাকা , মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫ , ২৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নওগাঁ বাড়ির ভেতরে মিললো ভাইবোনের মরদেহ পহেলা বৈশাখে পান্তা-ইলিশ নয় জাটকা সংরক্ষণের আহ্বান মৎস্য উপদেষ্টার ডিজিএফআই কর্মকর্তা হত্যা মামলায় আরসা প্রধানসহ ১০ জন কারাগারে মার্চে ৪৪২ নারী নির্যাতনের শিকার, ধর্ষণ ১৬৩ -মহিলা পরিষদ ১০ এপ্রিলের মধ্যে যোগদানের নির্দেশ প্রধান শিক্ষকদের বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে স্টার্টআপ খাতে ৯০০ কোটি টাকার তহবিল সবার অংশগ্রহণে ঐকমত্য প্রতিষ্ঠা করাই আমাদের প্রচেষ্টা -আলী রীয়াজ মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে রফতানি বাড়বে, কমবে না -প্রেস সচিব ৩৭ শতাংশ শুল্ক ৩ মাসের জন্য স্থগিত চেয়ে ট্রাম্পকে চিঠি গাজায় নৃশংস হত্যার প্রতিবাদ বাসদের একদিন ইসরায়েলের কোনও চিহ্ন পৃথিবীর বুকে থাকবে না-হেফাজত মহাসচিব ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে উত্তাল দেশ ওয়ালটন প্লাজা থেকে ৫০ হাজার টাকা সহায়তা পেলেন নাটোরের গৃহিণী কমেছে ইন্টারনেট ও ফোনের ব্যবহার গাজায় গণহত্যা মানবাধিকার লঙ্ঘনের নিন্দা বাংলাদেশের প্রতিবাদ না করলে মানবতার দুঃসময় কাটানো সম্ভব হবে না-ইলিয়াস কাঞ্চন গ্যাস সঙ্কটে ত্রাহি অবস্থায় দেশের শিল্প উৎপাদন বিনিয়োগ আকর্ষণে সরকারের উদ্যোগ ইতিবাচক লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ বিডিআরের চাকরিচ্যুত সদস্যরা : আহত ৭ প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা-১ শিখরে বাবর আলী

চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে চলছে কমপ্লিট শাটডাউন

  • আপলোড সময় : ০৮-১০-২০২৪ ১২:১৩:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৪ ১২:১৩:৩১ অপরাহ্ন
চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে চলছে কমপ্লিট শাটডাউন
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) কর্মরত যেকোনও জ্যেষ্ঠ অধ্যাপককে ভিসি হিসেবে নিয়োগের দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এ কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয়ে গতকাল সোমবার কোনো ক্লাস হয়নি। বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও অ্যাকাডেমিক কার্যক্রম। গতকাল সোমবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে সমবেত হয়ে দ্বিতীয় দিনের মতো শাটডাউন কর্মসূচি পালন করা হচ্ছে। শিক্ষার্থীদের এ শাটডাউন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে অংশ নিয়েছেন সিভাসুর সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী। সভায় বক্তব্য রেখে অনেক শিক্ষক সিভাসু থেকে ভিসি নিয়োগের যুক্তি তুলে ধরেন। গত রোববার থেকে এক দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থী নজরুল ইসলাম বলেন, নিজ প্রতিষ্ঠান থেকে যেকোনও জ্যেষ্ঠ অধ্যাপককে ভিসি হিসেবে নিয়োগের দাবিতে আমরা ১৯ সেপ্টেম্বর থেকে কর্মসূচি পালন করে আসছি। গত রোববার প্রেস ব্রিফিং করে এ দাবিতে ৪৮ ঘণ্টার সময় দিয়েছি, যার ২৪ ঘণ্টা শেষ হয়ে গেছে। আমাদের যৌক্তিক ও ন্যায়সঙ্গত এ দাবি মেনে নেওয়ার দাবি জানাচ্ছি। দাবি মেনে নেওয়া না হলে রোড ব্লকসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। এরইমধ্যে সব অ্যাকাডেমিক ও প্রশাসনিক ভবন শাটডাউনের আওতায় রয়েছে। ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষক ডা. রিদুয়ান পাশা বলেন, আমাদের শিক্ষকদের উদ্ভাবিত পিবিএল, ইন্টার্নশিপ দেশের অন্য বিশ্ববিদ্যালয় গ্রহণ করে। সেখানে এই গুণীজনদের বাদ দিয়ে বাইরে থেকে সৎ পিতাকে আমাদের জন্য নিয়োগ দেওয়া বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার এক ঘৃণ্য ষড়যন্ত্র। তাই সিভাসু থেকে ভিসি নিয়োগে শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। এ দাবির সঙ্গে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। নিজ প্রতিষ্ঠান থেকে ভিসি নিয়োগের দাবিতে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ১৯ সেপ্টেম্বর থেকে কর্মসূচি পালন করে আসছেন। ওই দিন শিক্ষার্থীরা চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রেরণ, ৩ অক্টোবর ক্লাস-পরীক্ষা বয়কট ও অবস্থান কর্মসূচি, ৪ অক্টোবর বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল, ৫ অক্টোবর রোড ব্লক, ৬ অক্টোবর টোটাল শাটডাউন ও ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন। কর্মসূচির কারণে সিভাসুতে অচল অবস্থা বিরাজ করছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ