ঢাকা , বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ , ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মেসির জোড়া গোলে ফাইনালে ইন্টার মায়ামি টাইব্রেকারে গ্রিমসবির কাছে হেরে বিদায় নিলো ম্যানইউ নতুন মাইলফলক স্পর্শ করলেন হামজা ‘মুসলিম হওয়ার কারণে অনেকে আমাকে টার্গেট করেন’ ভারতের ২৬ বিশ্বকাপ জেতার সুযোগ দেখছেন না শ্রীকান্ত নতুন ক্যাটাগোরিতে বেতন কত কমল বাবর-রিজওয়ানের? বড় ব্যবধানে হারলো সাকিবের ত্রিনবাগো নাইট রাইডার্স বাংলাদেশকে হারানো সহজ হবে না: স্কট এডওয়ার্ডস রাকসু নির্বাচনের তফসিল ৩য় বারের মতো পুনর্বিন্যস্ত পিছিয়েছে ভোট জকসু নির্বাচনে বয়সসীমা থাকছে না দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা চন্দ্রনাথ পাহাড় ঘিরে উসকানির চিহ্ন দেখামাত্র ব্যবস্থা নেওয়ার নির্দেশ নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে-মির্জা ফখরুল শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়-বুয়েট ভিসি প্রকৌশল শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা যাচাইয়ে কমিটি ডেঙ্গু চিকুনগুনিয়া এবং ইনফ্লুয়েঞ্জায় কাবু মানুষ হিজাব বিতর্কে শিক্ষক বরখাস্ত উত্তাল ভিকারুননিসা আজ জাতীয় নির্বাচনের রোডম্যাপ মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ডাকসু নির্বাচনে প্রচারণায় উৎসবমুখর ঢাবি ক্যাম্পাস প্রকৌশল শিক্ষার্থীদের উপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

নিজে জ¦লে উঠলেও দলকে জেতাতে পারলেন না সাকিব

  • আপলোড সময় : ০৭-১০-২০২৪ ১১:০১:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৪ ১১:০১:২৭ অপরাহ্ন
নিজে জ¦লে উঠলেও দলকে জেতাতে পারলেন না সাকিব
স্পোর্টস ডেস্ক
প্রথম ম্যাচে সাকিব আল হাসানের ব্যাট-বল কোনোটাই কথা বলেনি। তবে দ্বিতীয় ম্যাচেই জ¦লে উঠলেন সাকিব। কিন্তু জ¦লে উঠতে পারলো না তার দল লস অ্যাঞ্জেলস ওয়েভস। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল টি-টেন লিগে সাকিবের দলকে ৬ উইকেটে হারিয়েছে টেক্সাস গ্ল্যাডিয়েটর। ডালাসে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২৬ রানের ভালো সংগ্রহ পায় লস অ্যাঞ্জেলস। দলকে ভালো সংগ্রহ এনে দিতে অবদান রাখেন সাকিব। দলীয় তৃতীয় উইকেট পতনের পর টিম ডেভিডকে নিয়ে ৪.৫ ওভারে গড়েন ৭৭ রানের অবিচ্ছিন্ন জুটি। অনবদ্য এই পার্টনারশিপে সাকিবের অবদান ছিল ২০ রান। মাত্র ১১ বলে তিনটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে অপরাজিত থাকেন এই অলরাউন্ডার, স্ট্রাইক রেট ছিল ১৮১.৮২। অপরদিকে মাত্র ২০ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন অজি তারকা ডেভিড। তার ইনিংসে ছক্কা ছিল সাতটি। জবাব দিতে নেমে টেক্সাস গ্ল্যাডিয়েটর্স স্রেফ ঝড় তুলে খেলেছে। ৮.৫ ওভারে ৪ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় দলটি। তাতে মূল অবদান জেমস ফুলারের। মাত্র ১০ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন তিনি। তার ইনিংসে ছিল একটি চার ও পাঁচটি ছক্কার মার। এছাড়া ১৬ বলে ৩৮ রানের ইনিংস খেলেন ডেভিড মালান। ১০ বলে ২৬ রান করেন নিক কেলি। ব্যাটিংয়ের মতো সাকিব বল হাতেও ছিলেন সফল। ৩ ওভার বল করে ঝুলিতে পুরেন ২ উইকেট। সাজঘরে ফেরান ডেভিড মালান ও নিক কেলিকে। যদিও রান খরচ করেছেন বেশি। ৩ ওভারে ৩৭ রান দিয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য