ঢাকা , বুধবার, ০২ জুলাই ২০২৫ , ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মূল ফোকাস জাতীয় নির্বাচন টার্গেট ফেব্রুয়ারি এপ্রিল : সিইসি প্রতিবছর জুলাই অভ্যুত্থান স্মরণের অঙ্গীকার জুলাই শহীদ স্মৃতি বৃত্তি’ চালু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কার ইস্যুতে ঐকমত্যে অনিশ্চয়তা ইরান থেকে ঢাকায় পৌঁছালেন ২৮ বাংলাদেশি ২৩৯ কোটি টাকা ব্যয়ে হবে বিদ্যুতের ১০ সাবস্টেশন নির্মাণ হত্যাকাণ্ডে জড়িত খুনিদের দ্রুত বিচারের দাবি শেষবারের মতো পর্দায় ফিরছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ শুধু পুরুষদের বিনোদনের জন্য ভাবা হতো আমাকে : স্কারলেট মাফিয়া চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন আমির খান বিজয়ের সঙ্গে প্রেমের গুজব নিয়ে মুখ খুললেন ফাতিমা এবার পাইরেসির কবলে পড়লো ‘কান্নাপ্পা’ ব্যস্ততার মাঝেই জন্মদিন পালন করলেন জয়া শাকিব খানকে ‘মেগাস্টার’ বলতে নারাজ জাহিদ হাসান নিজের মৃত্যুর গুজব নিয়ে যা জানালেন মাহি আবারও ৪৮ ঘণ্টার আলটিমেটাম তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ আজ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস অভিযোগ আমলে নিয়ে পলাতক ২৬ জনকে গ্রেফতারের নির্দেশ ছয় মাসে কর্মস্থলে ঝরেছে ৪২২ শ্রমিকের প্রাণ
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ

গায়ানাকে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন সেন্ট লুসিয়া

  • আপলোড সময় : ০৭-১০-২০২৪ ১১:০১:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৪ ১১:০১:০১ অপরাহ্ন
গায়ানাকে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন সেন্ট লুসিয়া

স্পোর্টস ডেস্ক
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) প্রথম আসরের চ্যাম্পিয়ন সেন্ট লুসিয়া কিংস। এরপর এক যুগ পেরিয়ে গেলেও শিরোপার স্বাদ পায়নি দলটি। ২০১৩ সালের পর ২০২৪ সালে এসে সেই আক্ষেপ ঘোচালো সেন্ট লুসিয়া। সিপিএলের চলতি আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে প্রথম শিরোপার স্বাদ পেল দলটি। গতকাল সোমবার ভোরে শিরোপা নির্ধারণী ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৮ রানের সংগ্রহ পায় গায়ানা। জবাব দিতে নেমে ৪ উইকেট হারিয়ে ১১ বল হাতে রেখেই সেই লক্ষ্য টপকে আসরের মুকুট নিজেদের করে নেয় সেন্ট লুসিয়া। সেন্ট লুসিয়ার টসের সিদ্ধান্ত যে ভুল ছিল না, সেটা শুরু থেকেই প্রমাণ করেন লুসিয়ার বোলাররা। তাদের তোপে গায়ানার কোনো ব্যাটারই ইনিংস বেশি বড় করতে পারেননি। নয় নম্বরে ব্যাট করতে নেমে দলের হয়ে সব থেকে বেশি ২৫ রান করেন ডোয়েন প্রিটোরিয়াস। ১২ বলের আগ্রাসী ইনিংসে তিনি ২টি চার ও ২টি ছক্কা মারেন। ওপেন করতে নেমে রহমানউল্লাহ গুরবাজ খাতা খুলতে পারেননি। অপর ওপেনার মইন আলি ২০ বলে ১৪ রান করেন। তিনি ১টি চার মারেন। তিন নম্বরে ব্যাট করতে নেমে শাই হোপ ২৪ বলে ২২ রান করেন। শিমরন হেটমাইয়ার ১১, কিমো পল ১২, কেভিন সিনক্লেয়ার ১১, রেমন রেইফার ১৩ ও রোমারিও শেফার্ড অপরাজিত ১৯ রান করেন। সেন্ট লুসিয়ার হয়ে নূর আহমেদ ৪ ওভারে ১৯ রান খরচ করে ৩টি উইকেট দখল করেন। ১টি করে উইকেট নেন খারি পিয়ের, ম্যাথিউ ফোর্ড, আলজারি জোসেফ, রোস্টন চেস ও ডেভিড ওয়াইজ। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৫১ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সেন্ট লুসিয়া। সেখান থেকে দলকে টেনে তোলেন রোস্টন চেজ ও অ্যারন জোন্স। দুজন দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। ছয় নম্বরে নেমে অপরাজিত ৪৮ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন। ৩১ বলের ইনিংসে তিনি ২টি চার ও ৪টি ছক্কা মারেন। এদিকে ২২ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন রোস্টন চেজ। তার ইনিংসে ছিল ২টি চার ও ২টি ছক্কা মারেন। ক্যাপ্টেন ডু’প্লেসি ২১ বলে ২১ রান করেন। তিনি ২টি চার ও ১টি ছক্কা হাঁকান। গায়ানার হয়ে ১টি করে উইকেট নেন রোমারিও শেফার্ড, কেভিন সিনক্লেয়ার, মইন আলি ও ডোয়েন প্রিটোরিয়াস।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য