ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নাম তার মৈশানি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ছে ব্যাটারিচালিত রিকশায় জরুরি অবস্থা ঘোষণায় মন্ত্রিসভার অনুমোদন লাগবে তারাকান্দায় ব্যক্তি মালিকানায় জমির উপর দিয়ে সরকারি রাস্তার প্রকল্প মামলা প্রত্যাহার না হলে বিএনপির সংবাদ বর্জনের হুঁশিয়ারি সংবাদিকদের সরকার সর্বক্ষেত্রেই ধারাবাহিক ব্যর্থতার প্রমাণ দিচ্ছে যশোর ক্ষণিকা পিকনিক কর্নারে বছরে কোটি টাকা লুটপাট ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২০ দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করতে হবে- আমীর খসরু অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের বিরুদ্ধে চার্জশিট যশোরে দুই কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩ বাউল সংগীতে হৃদয় ছোঁয়া কণ্ঠস্বর রফিক সরকারের সার মজুতে বাফার গোডাউন নির্মাণ প্রকল্প এখনো শেষ হয়নি ভাঙনের কবলে উপকূলবাসী লাল চাঁদ হত্যার বিচারে বিশ্বাসযোগ্য তদন্ত ও দৃষ্টান্তমূলক সাজার দাবি- মির্জা ফখরুল শ্যামলীতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই খুলে নিয়ে গেলো জামা-জুতাও অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে- তারেক রহমান দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ ডাকসুর প্যানেল নিয়ে ছাত্র সংগঠনগুলোর লুকোচুরি ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশ্বের শীর্ষ ধনী অভিনেতা টেইলর পেরি

  • আপলোড সময় : ০৭-১০-২০২৪ ১০:৫৭:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৪ ১০:৫৭:২৫ অপরাহ্ন
বিশ্বের শীর্ষ ধনী অভিনেতা টেইলর পেরি
বিনোদন ডেস্ক
অভিনয় ও নির্মাণে দর্শক হৃদয় জয় করেন বরাবরই। এবার সম্পদের নিরিখে সবাইকে পেছনে ফেলে দিলেন মার্কিন নির্মাতা ও অভিনেতা টেইলর পেরি। ব্লুমবার্গ ও ফোর্বসের প্রতিবেদন অনুসারে, অভিনেতা, নির্মাতা ও নাট্যকার টেইলর পেরির সম্পদ পৃথিবীর আর যেকোনো অভিনেতার সম্পদের থেকে বেশি। সম্পদশালী অভিনেতার প্রসঙ্গ এলেই মাথায় উঁকি দেয় একরাশ জনপ্রিয় নাম। কারো তালিকায় থাকে জনি ডেপ, টম ক্রুজ ও ডোয়াইন জনসন, কারো তালিকায় শাহরুখ খান, কেভিন হার্ট ও জর্জ ক্লুনি। নিঃসন্দেহে তারা ক্যারিয়ারে সফল হওয়ার পাশাপাশি বিপুল সম্পদের মালিকও। কিন্তু রুপালি পর্দায় অভিনেতাদের তালিকায় তাদের অবস্থান ঠিক শীর্ষে নয়। এবার শীর্ষস্থান দখল করেছেন টেইলর পেরি। প্রতিবেদন অনুসারে, টেইলর পেরির সম্পদের আকার ১৪০ কোটি ডলার। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন জেরি সাইনফিল্ড। তার সম্পদের পরিমাণ ১০০ কোটি ডলার। প্রথম দুটি নামই অনেকটা চমকের মতো। দুটি নাম সে অর্থে বাকি জনপ্রিয় অভিনেতাদের তুলনায় বেশি চর্চিত নয়। অথচ সম্পদশালী অভিনেতার তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন ডোয়াইন জনসন, তার সম্পদের পরিমাণ ৮৯ কোটি ডলার। ৮৭ কোটি ডলার নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছেন শাহরুখ খান। টম ক্রুজের সম্পদের পরিমাণ ৮০ কোটি, তালিকায় তার অবস্থান পঞ্চম। টেইলর পেরি সবচেয়ে বেশি পরিচিত মাডিয়া কমেডি ফ্র্যাঞ্চাইজিতে মাভেল চরিত্রের কারণে। সিরিজটিতে ১২টি চলচ্চিত্র, ১১টি নাটক ও কিছু টিভি প্রগ্রাম আছে। এর বাইরে তার কাজের পরিমাণ খুব কম। অবশ্য তালিকাটি হয়েছে শুধু পুরুষ অভিনেতাদের সম্পদের আকারের ওপর ভিত্তি করে। যদি নারীদের অন্তর্ভুক্ত করা হতো, তাহলে বিপুল পরিবর্তন আসত অনুক্রমে। তালিকায় সবার ওপরে থাকত জেমি গার্টজের নাম, তার সম্পদের পরিমাণ ৮০০ কোটি ডলার। শীর্ষ পাঁচে জায়গা করে নিতেন টেইলর সুইফট ও সেলেনা গোমেজও, তারা দুজনই বিলিয়নেয়ার। টেইলর পেরির সম্পদের উৎস বহুমাত্রিক। সম্পদ বিনোদন দুনিয়া থেকে এলেও একমাত্র উৎস অভিনয় নয়। ফোর্বসে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, তিনি ৩২ কোটি ডলার আয় করেছেন মাডিয়ার প্রযোজক ও নির্মাতা হিসেবে। পেরি তেমন গুটিকয়েক অভিনেতার মধ্যে একজন, যাদের হলিউডে নিজস্ব স্টুডিও রয়েছে। ফলে নির্মাণে তার ব্যয় কম। মধ্যস্বত্বভোগীকে ফি না দেওয়ার কারণে তার আয়ের ঝুলিও বেশি হয়। এ ছাড়া মিডিয়া জায়ান্ট ভায়াকমসিবিএসের সঙ্গেও তার চুক্তি হয়েছে, সেখানে তার ২৫ শতাংশ শেয়ার আছে। ফোর্বসের প্রতিবেদন অনুসারে, টেইলর পেরির ৩০ কোটি ডলার নগদ বিনিয়োগ আছে। বাড়ি আছে চার কোটি ডলারের। টেইলর পেরির যোগাযোগ আছে যুক্তরাজ্যের প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেলের সঙ্গে। মেগান আগে অভিনেত্রী ছিল। তারা দুজন যখন প্রথমে যুক্তরাষ্ট্রে আসেন, তখন অবস্থান করেছিলেন টেইলর পেরির বাসায়। সব কিছু মিলেই তাকে পরিণত করেছে বিশ্বের সম্পদশালী অভিনেতায়।
 
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ