ঢাকা , শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ , ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সরকার সংস্কার কমিশন করলেও নদীর ক্ষেত্রে প্রতিফলন নেই-আনু মুহাম্মদ বাড্ডায় কিশোর গ্যাংয়ের সংঘর্ষে নিহত ১ আইন-শৃঙ্খলা রক্ষায় বিপুল খরচেও কমানো যাচ্ছে না নানামুখী আতঙ্ক রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হওয়ার আশঙ্কা সেই শিশু আছিয়া না ফেরার দেশে ধর্ষণে আতঙ্ক -উদ্বেগ ভারতকে অযাচিত বিভ্রান্তিকর মন্তব্যের পুনরাবৃত্তি রোধ করতে বলল ঢাকা প্রধান উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন ২৬ মার্চ সালমান এফ রহমানসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা খরায় পুড়ছে চা-বাগান উৎপাদন নিয়ে শঙ্কা ইফতারিতে দই-চিড়ার জাদু একরাতে দু’জনকে কুপিয়ে হত্যা এলাকায় আতঙ্ক স্বাভাবিক নিত্যপণ্যের বাজার, সংকট সয়াবিনে মামলা থেকে স্বামীর নাম বাদ দেয়ার কথা বলে স্ত্রীকে ধর্ষণ ছেঁউড়িয়ায় শুরু লালন স্মরণোৎসব দোহাজারীতে বাসচাপায় ৩ জন নিহত হেনস্তার পর ছাত্রীকে ফেলে দিলো দুর্বৃত্তরা ৫৬০ মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম ভ্যাট দেয় না বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান পরনের কাপড় টিভি ফ্রিজ খাট টাকা সব পুড়ে শেষ বস্তিতে আগুন

সুন্দরগঞ্জে ঝুঁকিপূর্ণ কাঠের সেতু ॥ ২০ হাজার মানুষের পারাপারের একমাত্র ভরসা

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৪ ০৫:০৭:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৪ ০৫:০৭:০২ অপরাহ্ন
সুন্দরগঞ্জে ঝুঁকিপূর্ণ কাঠের সেতু ॥ ২০  হাজার মানুষের পারাপারের একমাত্র ভরসা সুন্দরগঞ্জে ঝুঁকিপূর্ণ কাঠের সেতু ॥ ২০ হাজার মানুষের পারাপারের একমাত্র ভরসা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) থেকে আ. মতিন সরকার
সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের তিস্তা খালের চৌধুরী খেয়া ঘাটে নির্মিত ২০০ ফুট দীর্ঘ নরবরে কাঠের সেতুটি আট গ্রামের ২০ হাজার মানুষের জীবনের ঝুঁকি নিয়ে পারাপারের একমাত্র অবলম্বন হলেও দেখার যেন কেউ নেই। 
সরেজমিনে  দেখা গেছে, উক্ত ইউনিয়নের কিশামত সদর মৌজার পূর্ব দিকে কিশামত সদর, বেলকা নবাবগঞ্জ, পঞ্চানন্দ, জিগাবাড়ী, তালুক বেলকা, গাছবাড়ী, রামডাকুয়া ও বেকরীর চর গ্রামআর এসকল গ্রামের বসতি রয়েছে প্রায় ২০ হাজারস্কুল ও কলেজে পড়া শিক্ষার্থী রয়েছে শত শতএসকল মানুষ ও শিক্ষার্থীদের পারাপারের একমাত্র ভরসা ওই নরবরে ঝুঁকিপূর্ণ কাঠের সেতুপ্রতিনিয়ত তারা জীবনের ঝুঁকি নিয়ে সেতুটি পারি দিয়ে প্রয়োজনের তাগিতে চলাচল করছেন উপজেলার বিভিন্ন এলাকাসহ বিভাগীয় শহর রংপুর অঞ্চলেশিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচলের একমাত্র রাস্তার মধ্যে অবস্থিত সেতুটি পারি দিয়ে সেতু পশ্চিম এলাকার স্কুল, কলেজ ও মাদ্রাসায় লেখা করছেএতে করে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনানরবরে সেতুর কারণে চিকিৎসা সেবা দেয়ার মতো বা নেয়ার মতো তাৎক্ষণিক কোনো উপায় নেইঅগ্নিকাণ্ডের ন্যয় ঘটনা ঘটলে যেতে পারছেন না দমকল বাহিনীএদিকে বর্ষাকালে ওই আট গ্রাম উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং গ্রামে বসবাসরতদের দুর্বিষহ জীবন পাড়ি দিতে হয়বন্ধ হয়ে যায় শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক লেখাপড়া
স্থানীয় ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল্লাহ জানান, কাঠের সেতুটি তিনি প্রতিবছর সংস্কার করে দিলেও স্থায়ীভাবে ব্রিজ নির্মাণের কোনো লক্ষণ দেখছি নাওই স্থানে স্থায়ী ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট দফতরে যোগাযোগ ও আবেদন- নিবেদন করেও কোনো লাভ হচ্ছে নামানুষজন ও শিক্ষার্থীরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়েই সেতুটি পাড়ি দিয়ে তাদের প্রয়োজন মেটাচ্ছেনস্থায়ীভাবে ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্টদের নিকট জোর দাবি জানাচ্ছিউপজেলা প্রকৌশলী আব্দুল মান্নাফ বলেন, এসকেএস এনজিও ওই স্থানে ব্রিজ নির্মাণের জন্য কথা দিয়েছেঅপেক্ষা করি তারা ব্রিজটি নির্মাণ করে কি নাউপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, বেলকা ইউপি চেয়ারম্যান ব্রিজনির্মাণের জন্য একটি আবেদনপত্র তার কাছে দিয়েছিলতিনি এসকেএস এনজিওকে বিষয়টি দেখার জন্য মার্ক করে দিয়েছেন
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য