ঢাকা , শনিবার, ১২ জুলাই ২০২৫ , ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ধর্ষণ-গণপিটুনিতে হত্যা বেড়েছে জুনে, কমছে না অজ্ঞাত লাশের সংখ্যা-এমএসএফ খুনের পর লাশের ওপর লাফায় ঘাতকরা দেশজুড়ে রোমহর্ষক-বীভৎস হত্যাকাণ্ডে বাড়ছে উদ্বেগ সভ্যতার ইতিহাস আর সৌন্দর্যে মোড়া বিশ্বের সেরা ৭ দুর্গ ইউক্রেনকে অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র অর্থ দেবে ন্যাটো: ট্রাম্প ভুল স্বীকার করে ক্ষতিপূরণ দিলে আলোচনায় বসবে ইরান পাকিস্তানে ৯ বাসযাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা নতুন মোড় নিলো দিয়েগো জোতার মৃত্যু নেইমারের গোলে ফেরোভিয়ারিয়ার বিপক্ষে জয় পেলো সান্তোস শ্রীলঙ্কার জালে বাংলাদেশের গোল বন্যা তোমার অবশ্যই সেই রেকর্ডের দিকে যাওয়া উচিত ছিল : লারা রুটের ব্যাটে ভর করে লড়ছে ইংল্যান্ড ৫ বলে ৫ উইকেট নিয়ে ইতিহাসে নাম লেখালেন ক্যাম্ফার বড় হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো টাইগাররা শ্বাসরুদ্ধকর ম্যাচে গায়ানার সাথে জয় পেলো রংপুর ১১৫ প্রতীকের তালিকা আইন মন্ত্রণালয়ে নেই শাপলা বন্যা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ, কমেছে জিপিএ-৫ বিবিসির প্রতিবেদনের তীব্র সমালোচনা হাসিনাপুত্র জয়ের তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা

বৈরুতে রাতভর হামলা, বিপজ্জনক মুহূর্তে মধ্যপ্রাচ্য

  • আপলোড সময় : ০৭-১০-২০২৪ ১০:২৭:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৪ ১০:২৭:৩৯ পূর্বাহ্ন
বৈরুতে রাতভর হামলা, বিপজ্জনক মুহূর্তে মধ্যপ্রাচ্য
লেবাননের রাজধানী বৈরুতে অতর্কিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েল নিশ্চিত করেছে যে তারা বৈরুতে গতকাল রাতভর সিরিজ হামলা চালিয়েছে। গতকাল রোববার সিএনএনের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি বাহিনী বলছে, বৈরুতে হিজবুল্লাহর অস্ত্রাগার ও অন্যান্য স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। বৈরুতে সিএনএনের টিম জানিয়েছে, তারা কয়েক ঘণ্টা আগে অনবরত বিস্ফোরণ ও বিশাল হামলার শব্দ শুনতে পেয়েছে। এদিকে অতর্কিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানে যেকোনো সময় হামলা চালাতে পারে ইসরায়েলি বাহিনী। ইরানের পারমাণবিক স্থাপনাতেও ইসরায়েল হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কাউন্সিল অন ফরেইন রিলেশনসের সিনিয়র ফেলো স্টিভেন কুক বলেছেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেখার জন্য পুরো বিশ্ব  অপেক্ষা করছে। এ ক্ষেত্রে ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো পরামর্শ আমলে নেবে না। এর আগে বাইডেন বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা চালানো উচিত হবে না। অন্যদিকে ট্রাম্প বলেছেন, ইসরায়েলের উচিত ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানো। এনিয়ে স্টিভেন কুক বলেন, তারা (ইসরায়েল) ইরানে এমন সব স্থাপনা ও অস্ত্রাগার লক্ষ্যবস্তু করতে যাচ্ছে যা ইসরায়লের জন্য বিপজ্জনক। তিনি আরও বলেছেন, এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি বিরাজ করছে। এ ছাড়া বিশ্লেষকরা বলছেন, যেকোনো মুহুর্তে মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ছড়িয়ে যেতে পারে। লেবানন জানিয়েছে, ইসরায়েলি হামলায় লেবাননে নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে। অন্যদিকে গত ৭ অক্টোবর থেকে গাজায় শুর হওয়া যুদ্ধে এখন পর্যন্ত নিহতের সংখ্যা  ৪১ হাজার ছাড়িয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স