ঢাকা , সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ , ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী আজ পবিত্র ঈদে মিলাদুন্নবির গুরুত্ব তুলে ধরেছেন ড. কুদরত এ খোদা সিরাজগঞ্জে দ্ইু নৌকার সংঘর্ষে নিহত ২, আহত ১৫ তফসিল ঘোষণায় সিইসির তড়িঘড়ি সন্দেহের কারণ- গোলাম পরওয়ার রাজউকের এস্টেট ভ‚মি ২-এর এডি আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড় বেসরকারি স্বাস্থ্যখাত হবে সেবামুখী ব্যবসা -ডা. তাহের সাগরে ভেসে যাওয়া ২ বন্ধু সৈকতে ফিরলো লাশ হয়ে কক্সবাজারে নদী-পরিবেশ দূষণ করলে হোটেল বন্ধ করে দেওয়ার নির্দেশ -নৌপরিবহন উপদেষ্টা নুরের মাথায় রক্তক্ষরণসহ নাকের হাড় ভেঙেছে তিন দফা দাবিতে শহীদ মিনারে শিক্ষকদের মহাসমাবেশ নুরের ওপর হামলার নির্দেশের অডিওটি ভুয়া- স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিপি নুরুল হকের সুস্থতা কামনা করছি- মহাসচিব জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা অগ্নিসংযোগ বাতিল হওয়া এনআইডি সংশোধনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত দু’ রাজনৈতিক দলের সহিংস পরিস্থিতি নিয়ে যা জানালো আইএসপিআর বিভিন্ন এজেন্সি থেকে জঙ্গি লিস্ট দিয়ে বলা হতো ছাড়া যাবে না- আসিফ নজরুল জমে উঠেছে ভোটের মাঠ একে একে চলে গেলেন সাতজন হাসপাতাল-ফার্মাসিউটিক্যাল সরকারের নিয়ন্ত্রণমুক্ত করবে বিএনপি-আমির খসরু খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা

সৈয়দপুর হাসপাতালের এক্সরে মেশিন বিকল ॥ ভোগান্তিতে রোগীরা

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৪ ০৫:০৫:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৪ ০৫:০৫:২২ অপরাহ্ন
সৈয়দপুর হাসপাতালের এক্সরে মেশিন বিকল ॥ ভোগান্তিতে রোগীরা সৈয়দপুর হাসপাতালের এক্সরে মেশিন বিকল ॥ ভোগান্তিতে রোগীরা

নীলফামারী প্রতিনিধি
সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের এক্সরে মেশিন প্রায় দুই সপ্তাহের বেশি সময় ধরে বিকল হয়ে রয়েছেএতে ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরাঅনেকে জরুরি প্রয়োজনে বাধ্য হয়ে বেশি টাকা দিয়ে বাইরের ডায়াগনস্টিক সেন্টার থেকে এক্সরে করাচ্ছেনহাসপাতাল সূত্র জানায়, গত ১৬ এপ্রিল হঠাৎ করে এক্সরে মেশিনটি অচল হয়ে যায়সেই থেকে হাসপাতালে আসা রোগীরা এ সংক্রান্ত সেবা নিতে পারছেন নাভৌগোলিক কারণে হাসপাতালটি এই অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণএখানে দিনাজপুরের চিরিরবন্দর ও রংপুরের তারাগঞ্জ থেকেও রোগীরা চিকিৎসাসেবা নিতে আসেন। 
সরেজমিন দেখা যায়, হাসপাতাল কর্তৃপক্ষ এক্সরে কক্ষের সামনে বিজ্ঞপ্তি টাঙিয়ে দিয়েছেএতে বলা হয়েছে, মেশিন নষ্ট থাকায় সেবাদান সাময়িকভাবে বন্ধ রয়েছেবিভিন্ন এলাকা থেকে আসা রোগীরা কক্ষের সামনে এসে ফিরে যাচ্ছেনযাদের এক্সরে প্রয়োজন তারা বাইরের ডায়াগনস্টিক সেন্টারে যাচ্ছেনসৈয়দপুর শহরের রসুলপুরের রোগী জাফর আলী (৫৮) বলেন, ডাক্তার এক্সরে করার জন্য বলেছেনএই হাসপাতালে চারদিন এসে ঘুরে গেছি, এক্সরে মেশিন নষ্ট থাকার কারণেআমার মতো অনেকে দুর্ভোগে পড়েছেন। 
দিনাজপুরের চিরিরবন্দর থেকে আসা রোগী সাহেদা খাতুন (৬০) জানান, গ্রামীণ সড়কে দুর্ঘটনায় পড়ে পায়ে আঘাত পেয়েছিকিন্তু মেশিন নষ্টের কারণে এক্সরে করাতে পারছি না।   নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য সিদ্দিকুল আলম এরই মধ্যে হাসপাতালটি পরিদর্শন করেছেনতিনি বলেন, ডাক্তার সংকটসহ অন্যান্য সমস্যা সম্পর্কে অবহিত হয়েছিদ্রুত এসব সমস্যা সমাধানের চেষ্টা করা হবেএ ছাড়া মোটরসাইকেল নিয়ে র‌্যাম সিঁড়ি বেয়ে চার তলায় মোটরসাইকেল উঠাতে হাসপাতাল কর্তৃপক্ষকে নজর দিতে বলেছিএ ব্যাপারে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নাজমুল হুদা বলেন, এক্সরে মেশিনের ইউপিএস নষ্টএর আগেও বেশ কয়েকবার মেশিনটি নষ্ট হয়েছেযে কোম্পানি থেকে মেশিনটি দেওয়া হয়েছে তাদের নতুন মেশিন দিতে বলা হয়েছেবিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছেআশা করা যাচ্ছে দ্রুততম সময়ে সমস্যার সমাধান হবে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য