ঢাকা ০৯:৩১:৩৯ পিএম, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
জরুরি অবস্থা ঘোষণায় মন্ত্রিসভার অনুমোদন লাগবে তারাকান্দায় ব্যক্তি মালিকানায় জমির উপর দিয়ে সরকারি রাস্তার প্রকল্প মামলা প্রত্যাহার না হলে বিএনপির সংবাদ বর্জনের হুঁশিয়ারি সংবাদিকদের সরকার সর্বক্ষেত্রেই ধারাবাহিক ব্যর্থতার প্রমাণ দিচ্ছে যশোর ক্ষণিকা পিকনিক কর্নারে বছরে কোটি টাকা লুটপাট ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২০ দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করতে হবে- আমীর খসরু অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের বিরুদ্ধে চার্জশিট যশোরে দুই কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩ বাউল সংগীতে হৃদয় ছোঁয়া কণ্ঠস্বর রফিক সরকারের সার মজুতে বাফার গোডাউন নির্মাণ প্রকল্প এখনো শেষ হয়নি ভাঙনের কবলে উপকূলবাসী লাল চাঁদ হত্যার বিচারে বিশ্বাসযোগ্য তদন্ত ও দৃষ্টান্তমূলক সাজার দাবি- মির্জা ফখরুল শ্যামলীতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই খুলে নিয়ে গেলো জামা-জুতাও অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে- তারেক রহমান দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ ডাকসুর প্যানেল নিয়ে ছাত্র সংগঠনগুলোর লুকোচুরি ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াত আমিরের উদ্বেগ চোখে অশ্রু-কণ্ঠে একরাশ হতাশা

সৈয়দপুর হাসপাতালের এক্সরে মেশিন বিকল ॥ ভোগান্তিতে রোগীরা

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৪ ০৫:০৫:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৪ ০৫:০৫:২২ অপরাহ্ন
সৈয়দপুর হাসপাতালের এক্সরে মেশিন বিকল ॥ ভোগান্তিতে রোগীরা সৈয়দপুর হাসপাতালের এক্সরে মেশিন বিকল ॥ ভোগান্তিতে রোগীরা

নীলফামারী প্রতিনিধি
সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের এক্সরে মেশিন প্রায় দুই সপ্তাহের বেশি সময় ধরে বিকল হয়ে রয়েছেএতে ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরাঅনেকে জরুরি প্রয়োজনে বাধ্য হয়ে বেশি টাকা দিয়ে বাইরের ডায়াগনস্টিক সেন্টার থেকে এক্সরে করাচ্ছেনহাসপাতাল সূত্র জানায়, গত ১৬ এপ্রিল হঠাৎ করে এক্সরে মেশিনটি অচল হয়ে যায়সেই থেকে হাসপাতালে আসা রোগীরা এ সংক্রান্ত সেবা নিতে পারছেন নাভৌগোলিক কারণে হাসপাতালটি এই অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণএখানে দিনাজপুরের চিরিরবন্দর ও রংপুরের তারাগঞ্জ থেকেও রোগীরা চিকিৎসাসেবা নিতে আসেন। 
সরেজমিন দেখা যায়, হাসপাতাল কর্তৃপক্ষ এক্সরে কক্ষের সামনে বিজ্ঞপ্তি টাঙিয়ে দিয়েছেএতে বলা হয়েছে, মেশিন নষ্ট থাকায় সেবাদান সাময়িকভাবে বন্ধ রয়েছেবিভিন্ন এলাকা থেকে আসা রোগীরা কক্ষের সামনে এসে ফিরে যাচ্ছেনযাদের এক্সরে প্রয়োজন তারা বাইরের ডায়াগনস্টিক সেন্টারে যাচ্ছেনসৈয়দপুর শহরের রসুলপুরের রোগী জাফর আলী (৫৮) বলেন, ডাক্তার এক্সরে করার জন্য বলেছেনএই হাসপাতালে চারদিন এসে ঘুরে গেছি, এক্সরে মেশিন নষ্ট থাকার কারণেআমার মতো অনেকে দুর্ভোগে পড়েছেন। 
দিনাজপুরের চিরিরবন্দর থেকে আসা রোগী সাহেদা খাতুন (৬০) জানান, গ্রামীণ সড়কে দুর্ঘটনায় পড়ে পায়ে আঘাত পেয়েছিকিন্তু মেশিন নষ্টের কারণে এক্সরে করাতে পারছি না।   নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য সিদ্দিকুল আলম এরই মধ্যে হাসপাতালটি পরিদর্শন করেছেনতিনি বলেন, ডাক্তার সংকটসহ অন্যান্য সমস্যা সম্পর্কে অবহিত হয়েছিদ্রুত এসব সমস্যা সমাধানের চেষ্টা করা হবেএ ছাড়া মোটরসাইকেল নিয়ে র‌্যাম সিঁড়ি বেয়ে চার তলায় মোটরসাইকেল উঠাতে হাসপাতাল কর্তৃপক্ষকে নজর দিতে বলেছিএ ব্যাপারে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নাজমুল হুদা বলেন, এক্সরে মেশিনের ইউপিএস নষ্টএর আগেও বেশ কয়েকবার মেশিনটি নষ্ট হয়েছেযে কোম্পানি থেকে মেশিনটি দেওয়া হয়েছে তাদের নতুন মেশিন দিতে বলা হয়েছেবিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছেআশা করা যাচ্ছে দ্রুততম সময়ে সমস্যার সমাধান হবে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ