রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে সোহান (২৭) নামে এক যুবক নিহত হয়েছে। গতকাল রোববার উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় ভোরের দিকে এই ঘটনাটি ঘটে। রিকশা চালক রাকিব দৈনিক জনতাকে জানান, গতকাল রোববার ভোরে রাজধানীর উত্তরা আজমপুর ব্রিজের কাছে একটি ট্রাক থেকে ওই যুবককে নামিয়ে তার রিকশায় দেয়া হয় হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। পরে তাকে দ্রুত উত্তরা কুয়েতমৈত্রী হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, আহত অবস্থায় ওই যুবকের কাছ থেকে তার নাম জানা যায় সোহান। তার বাড়ি পাবনায়। উত্তরা হাউজবিল্ডিং এলাকায় কয়েকজন ছিনতাইকারী তার বুকে ছুরিকাঘাত করে মোবাইল নিয়ে গেছে। এছাড়া আর কিছুই বলতে পারে নাই।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ভোরে এক রিকশা চালক ওই যুবককে মুমূর্ষু অবস্থায় হাসপাতালো নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত যুবকের বুকের বাম পাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। নিহত যুবকের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে উত্তরা পূর্ব থানায় মামলার প্রক্রিয়া চলছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

রাজধানীর উত্তরায় ছুরিকাঘাতে যুবক নিহিত
- আপলোড সময় : ০৭-১০-২০২৪ ১২:২০:৩৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৭-১০-২০২৪ ১২:২০:৩৪ পূর্বাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ