মুন্সীগঞ্জে চতুর্থ জানাজা শেষে সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারার প্রতিষ্ঠাতা ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল রোববার দুপুর আড়াইটার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর কেসি ইনস্টিটিউট মাঠে বি. চৌধুরীর চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করে। এরপর বিকেল পৌনে ৩টার দিকে নিজ গ্রামের বাড়ি মজিদপুর দয়হাটায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে।
জানাজায় অংশ নেন বিকল্পধারা বাংলাদেশর যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরী, মুন্সীগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ফখরুদ্দীন আল রাজী, সিরাজদিখান উপজেলার বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, শ্রীনগর উপজেলার বিএনপির সাবেক সভাপতি মমিন আলী, শ্রীনগর থানার ওসি ইয়াসিন প্রমুখ।
এর আগে রোববার সকাল ১০টার দিকে শ্রীনগর উপজেলা স্টেডিয়ামে হাজারো মানুষের উপস্থিতে বি. চৌধুরীর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

মুন্সীগঞ্জে বদরুদ্দোজা চৌধুরীর দাফন সম্পন্ন
- আপলোড সময় : ০৭-১০-২০২৪ ১২:১৪:০৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৭-১০-২০২৪ ১২:১৪:০৫ পূর্বাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ