ঢাকা , সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ , ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ভায়োকানোর বিপক্ষে হোঁচট খেলো বার্সা মাঠে ডিম পাড়লো পাখি, এক মাসের জন্য বন্ধ ঘোষণা করা হলো স্টেডিয়াম পুরুষদের থেকেও বেশি প্রাইজমানি ঘোষণা নারী বিশ্বকাপে! পোরশায় ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে এক বর্ণাঢ্য র‍্যালিও পরিছন্নতা অভিযান অনুষ্ঠিত অক্টোবরে বাংলাদেশ সফরে আসছে উন্ডিজ বিপিএলে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পেল ‘আইএমজি’ সাইমন টোফেলকে নিয়োগ দিলো বিসিবি কর্মশালার মাধ্যমে জাপানিজ ভাষা শিক্ষা দিচ্ছে আর আর গ্রুপ নির্বাচন সামনে রেখে ষড়যন্ত্রের ডালপালা মেলতে শুরু করেছে নুর ভালো আছেন তবে ব্যথা আছে -ঢামেক পরিচালক বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ফের রাজনীতিতে বাড়ছে উত্তাপ হলে রাত্রিকালীন বিধিনিষেধ প্রত্যাহার চায় বাম ছাত্রসংগঠনগুলো পরিবেশবান্ধব বৈদ্যুতিক থ্রি-হুইলার ‘বাঘ’ আসতে বাধা কোথায় ১২৩ সংগঠন ১৬০৪ বার অবরোধ করেছে-স্বরাষ্ট্র উপদেষ্টা চবিতে সংঘর্ষে আহত দেড় শতাধিক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি বই মুদ্রণে আন্তর্জাতিক দরপত্রের সিদ্ধান্ত হয়নি ঢাবি শিক্ষক কার্জনসহ ২ জনের জামিন মেলেনি ডাকসুতে ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট, শুনানি আগামীকাল

আবারও ব্যর্থ হলেন সাকিব

  • আপলোড সময় : ০৬-১০-২০২৪ ১০:০৮:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৪ ১০:০৮:৫৭ অপরাহ্ন
আবারও ব্যর্থ হলেন সাকিব
স্পোর্টস ডেস্ক
ব্যাট কিংবা বল; কোনোটিতেই আলো ছড়াতে পারেননি অধিনায়ক সাকিব আল হাসান। ফলে নিজেদের প্রথম ম্যাচে হারতে হয়েছে তার দল লস অ্যাঞ্জেলেস ওয়েভসকে। ডালাসে সাকিবদের বিপক্ষে ১৯ রানের রোমাঞ্চকর জয় পেল সুরেশ রায়নার নিউইয়র্ক লায়ন্স। বোলিংয়ে কেবল ১ ওভার করা সাকিব রান দিয়েছেন ১৮। এরপর ব্যাট হাতে তিন নম্বরে নেমে ১৬ বল খেলে করেন ১৩। মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) আয়োজিত সিক্সটি স্ট্রাইকস টুর্নামেন্টের উদ্বোধনী সংস্করণে লস অ্যাঞ্জেলেস ওয়েভস দলের অধিনায়ক হিসেবে প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশের সাকিব আল হাসান। তবে প্রথম ম্যাচে সাকিবের নিজের সেরাটা দেখাতে পারেননি। ফলে হেরেছে তার দলও। বোলিংয়ের পর ব্যাট হাতেও পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছেন লস অ্যাঞ্জেলেস ওয়েভস দলের অধিনায়ক। সাকিব আল হাসান নিজের প্রথম ওভার করতে এসে খরচ করেন ১৮ রান। রায়না আর থারাঙ্গা মিলে সাকিবকে হাঁকান ২ ছয় ও ১ চার। এরপর অবশ্য অধিনায়ক সাকিব আর বোলিংয়েই আসেননি। বোলিং ইকোনমির হিসাবে সবচেয়ে বেশি খরুচে ছিলেন সাকিবই। ১০ ওভারে কেবল ২ উইকেট হারিয়ে নিউইয়র্ক লায়ন্স স্কোরবোর্ডে জমা করে ১২৬। ওপেনার উপুল থারাঙ্গা ২৩ বলে করেন ৪০ রান। অধিনায়ক সুরেশ রায়না খেলেন ৫৩ রানের হার-না-মানা ইনিংস। ৩ ছক্কা ও ৬ চারে ২৮ বলে রায়নার রান ৫৩। তার সঙ্গে ১২ রান নিয়ে অপরাজিত থাকেন বেন কাটিং। ১২৭ রানের বড় টার্গেট টপকাতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৭ রানের বেশি করতে পারেনি লস অ্যাঞ্জেলেস ওয়েভস। ইনিংসের প্রথম বলেই উইকেট হারান ওপেনার স্টিফেন এস্কিনাজি। দ্বিতীয় বলে তাই ক্রিজে আসতে হয় সাকিব আল হাসানকে। তিনে নামা সাকিবও অবশ্য সুবিধা করতে পারেননি। ইনিংসের চতুর্থ ওভারে তাব্রাইজ শামসির বলে ক্যাচ তুলে বিদায় নেওয়ার আগে সাকিবের রান ১৬ বলে ১৩। এই ইনিংসে সাকিব বাউন্ডারি মারেন ৩টি। সাকিব দ্রুত ফিরে গেলেও অ্যাডাম রসিংটন ও টিম ডেভিডের ব্যাটে আশা দেখে লস অ্যাঞ্জেলেস। তবে দলকে জয়ের পথে নিয়ে যাওয়ার আগেই তারা হারান উইকেট।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য