ঢাকা , শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ , ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাবিতে তিন কর্মকর্তাকে পুলিশে দিলো সাবেক শিক্ষার্থীরা কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিট সচল, উৎপাদন বেড়ে ২১৮ মেগাওয়াট নোয়াখালীতে বাসে যাত্রীকে মারধরের ভিডিও ভাইরাল গ্রেফতার ২ লাগাতার বৃষ্টিতে ৩শ’ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত জনজীবনে দুর্ভোগ পরিবারের কাছে ফিরলো কেন্দুয়ায় পাওয়া মানসিক ভারসাম্যহীন তরুণী ডেমরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু পঞ্চগড়ে নারী-শিশুসহ ২৪ জনকে পুশইন বিএসএফ’র ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭৫ জন কিশোরগঞ্জে হত্যা মামলায় ১৩ জনের যাবজ্জীবন রাস্তার কাজ শেষ না করেই বিল পাস গাজীপুরে বিএনপি নেতার নামে মামলার প্রতিবাদে সড়ক অবরোধ বখাটের ছুরিকাঘাত থেকে কিশোরীকে বাঁচাতে গিয়ে দাদি ভাবি নিহত সিলেটে পিডিবি প্রিপেইড বিদ্যুৎ মিটারে বেড়েছে ভোগান্তি নির্বাচন নিয়ে তলে তলে গভীর ষড়যন্ত্র চলছে- রিজভী বঞ্চিতদের পদোন্নতির পুনর্বিবেচনায় সাত শতাধিক কর্মকর্তা বাংলাদেশে সাহসী সংস্কারেই টেকসই প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সম্ভব : জোহানেস জুট এ সরকারের আমলেই আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার হবে-আইন উপদেষ্টা সীমান্ত হত্যায় জড়িতদের বিরুদ্ধে ভারতীয় আইনেই বিচার চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ৪০০ কোটি টাকার সম্পত্তি জব্দ নিয়োগ-পদোন্নতিতে রাজনৈতিক পরিচয় যাচাই প্রথা বাতিলের সুপারিশ

আবারও ব্যর্থ হলেন সাকিব

  • আপলোড সময় : ০৬-১০-২০২৪ ১০:০৮:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৪ ১০:০৮:৫৭ অপরাহ্ন
আবারও ব্যর্থ হলেন সাকিব
স্পোর্টস ডেস্ক
ব্যাট কিংবা বল; কোনোটিতেই আলো ছড়াতে পারেননি অধিনায়ক সাকিব আল হাসান। ফলে নিজেদের প্রথম ম্যাচে হারতে হয়েছে তার দল লস অ্যাঞ্জেলেস ওয়েভসকে। ডালাসে সাকিবদের বিপক্ষে ১৯ রানের রোমাঞ্চকর জয় পেল সুরেশ রায়নার নিউইয়র্ক লায়ন্স। বোলিংয়ে কেবল ১ ওভার করা সাকিব রান দিয়েছেন ১৮। এরপর ব্যাট হাতে তিন নম্বরে নেমে ১৬ বল খেলে করেন ১৩। মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) আয়োজিত সিক্সটি স্ট্রাইকস টুর্নামেন্টের উদ্বোধনী সংস্করণে লস অ্যাঞ্জেলেস ওয়েভস দলের অধিনায়ক হিসেবে প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশের সাকিব আল হাসান। তবে প্রথম ম্যাচে সাকিবের নিজের সেরাটা দেখাতে পারেননি। ফলে হেরেছে তার দলও। বোলিংয়ের পর ব্যাট হাতেও পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছেন লস অ্যাঞ্জেলেস ওয়েভস দলের অধিনায়ক। সাকিব আল হাসান নিজের প্রথম ওভার করতে এসে খরচ করেন ১৮ রান। রায়না আর থারাঙ্গা মিলে সাকিবকে হাঁকান ২ ছয় ও ১ চার। এরপর অবশ্য অধিনায়ক সাকিব আর বোলিংয়েই আসেননি। বোলিং ইকোনমির হিসাবে সবচেয়ে বেশি খরুচে ছিলেন সাকিবই। ১০ ওভারে কেবল ২ উইকেট হারিয়ে নিউইয়র্ক লায়ন্স স্কোরবোর্ডে জমা করে ১২৬। ওপেনার উপুল থারাঙ্গা ২৩ বলে করেন ৪০ রান। অধিনায়ক সুরেশ রায়না খেলেন ৫৩ রানের হার-না-মানা ইনিংস। ৩ ছক্কা ও ৬ চারে ২৮ বলে রায়নার রান ৫৩। তার সঙ্গে ১২ রান নিয়ে অপরাজিত থাকেন বেন কাটিং। ১২৭ রানের বড় টার্গেট টপকাতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৭ রানের বেশি করতে পারেনি লস অ্যাঞ্জেলেস ওয়েভস। ইনিংসের প্রথম বলেই উইকেট হারান ওপেনার স্টিফেন এস্কিনাজি। দ্বিতীয় বলে তাই ক্রিজে আসতে হয় সাকিব আল হাসানকে। তিনে নামা সাকিবও অবশ্য সুবিধা করতে পারেননি। ইনিংসের চতুর্থ ওভারে তাব্রাইজ শামসির বলে ক্যাচ তুলে বিদায় নেওয়ার আগে সাকিবের রান ১৬ বলে ১৩। এই ইনিংসে সাকিব বাউন্ডারি মারেন ৩টি। সাকিব দ্রুত ফিরে গেলেও অ্যাডাম রসিংটন ও টিম ডেভিডের ব্যাটে আশা দেখে লস অ্যাঞ্জেলেস। তবে দলকে জয়ের পথে নিয়ে যাওয়ার আগেই তারা হারান উইকেট।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য