ঢাকা , বুধবার, ০২ জুলাই ২০২৫ , ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মূল ফোকাস জাতীয় নির্বাচন টার্গেট ফেব্রুয়ারি এপ্রিল : সিইসি প্রতিবছর জুলাই অভ্যুত্থান স্মরণের অঙ্গীকার জুলাই শহীদ স্মৃতি বৃত্তি’ চালু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কার ইস্যুতে ঐকমত্যে অনিশ্চয়তা ইরান থেকে ঢাকায় পৌঁছালেন ২৮ বাংলাদেশি ২৩৯ কোটি টাকা ব্যয়ে হবে বিদ্যুতের ১০ সাবস্টেশন নির্মাণ হত্যাকাণ্ডে জড়িত খুনিদের দ্রুত বিচারের দাবি শেষবারের মতো পর্দায় ফিরছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ শুধু পুরুষদের বিনোদনের জন্য ভাবা হতো আমাকে : স্কারলেট মাফিয়া চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন আমির খান বিজয়ের সঙ্গে প্রেমের গুজব নিয়ে মুখ খুললেন ফাতিমা এবার পাইরেসির কবলে পড়লো ‘কান্নাপ্পা’ ব্যস্ততার মাঝেই জন্মদিন পালন করলেন জয়া শাকিব খানকে ‘মেগাস্টার’ বলতে নারাজ জাহিদ হাসান নিজের মৃত্যুর গুজব নিয়ে যা জানালেন মাহি আবারও ৪৮ ঘণ্টার আলটিমেটাম তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ আজ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস অভিযোগ আমলে নিয়ে পলাতক ২৬ জনকে গ্রেফতারের নির্দেশ ছয় মাসে কর্মস্থলে ঝরেছে ৪২২ শ্রমিকের প্রাণ

আবারও ব্যর্থ হলেন সাকিব

  • আপলোড সময় : ০৬-১০-২০২৪ ১০:০৮:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৪ ১০:০৮:৫৭ অপরাহ্ন
আবারও ব্যর্থ হলেন সাকিব
স্পোর্টস ডেস্ক
ব্যাট কিংবা বল; কোনোটিতেই আলো ছড়াতে পারেননি অধিনায়ক সাকিব আল হাসান। ফলে নিজেদের প্রথম ম্যাচে হারতে হয়েছে তার দল লস অ্যাঞ্জেলেস ওয়েভসকে। ডালাসে সাকিবদের বিপক্ষে ১৯ রানের রোমাঞ্চকর জয় পেল সুরেশ রায়নার নিউইয়র্ক লায়ন্স। বোলিংয়ে কেবল ১ ওভার করা সাকিব রান দিয়েছেন ১৮। এরপর ব্যাট হাতে তিন নম্বরে নেমে ১৬ বল খেলে করেন ১৩। মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) আয়োজিত সিক্সটি স্ট্রাইকস টুর্নামেন্টের উদ্বোধনী সংস্করণে লস অ্যাঞ্জেলেস ওয়েভস দলের অধিনায়ক হিসেবে প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশের সাকিব আল হাসান। তবে প্রথম ম্যাচে সাকিবের নিজের সেরাটা দেখাতে পারেননি। ফলে হেরেছে তার দলও। বোলিংয়ের পর ব্যাট হাতেও পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছেন লস অ্যাঞ্জেলেস ওয়েভস দলের অধিনায়ক। সাকিব আল হাসান নিজের প্রথম ওভার করতে এসে খরচ করেন ১৮ রান। রায়না আর থারাঙ্গা মিলে সাকিবকে হাঁকান ২ ছয় ও ১ চার। এরপর অবশ্য অধিনায়ক সাকিব আর বোলিংয়েই আসেননি। বোলিং ইকোনমির হিসাবে সবচেয়ে বেশি খরুচে ছিলেন সাকিবই। ১০ ওভারে কেবল ২ উইকেট হারিয়ে নিউইয়র্ক লায়ন্স স্কোরবোর্ডে জমা করে ১২৬। ওপেনার উপুল থারাঙ্গা ২৩ বলে করেন ৪০ রান। অধিনায়ক সুরেশ রায়না খেলেন ৫৩ রানের হার-না-মানা ইনিংস। ৩ ছক্কা ও ৬ চারে ২৮ বলে রায়নার রান ৫৩। তার সঙ্গে ১২ রান নিয়ে অপরাজিত থাকেন বেন কাটিং। ১২৭ রানের বড় টার্গেট টপকাতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৭ রানের বেশি করতে পারেনি লস অ্যাঞ্জেলেস ওয়েভস। ইনিংসের প্রথম বলেই উইকেট হারান ওপেনার স্টিফেন এস্কিনাজি। দ্বিতীয় বলে তাই ক্রিজে আসতে হয় সাকিব আল হাসানকে। তিনে নামা সাকিবও অবশ্য সুবিধা করতে পারেননি। ইনিংসের চতুর্থ ওভারে তাব্রাইজ শামসির বলে ক্যাচ তুলে বিদায় নেওয়ার আগে সাকিবের রান ১৬ বলে ১৩। এই ইনিংসে সাকিব বাউন্ডারি মারেন ৩টি। সাকিব দ্রুত ফিরে গেলেও অ্যাডাম রসিংটন ও টিম ডেভিডের ব্যাটে আশা দেখে লস অ্যাঞ্জেলেস। তবে দলকে জয়ের পথে নিয়ে যাওয়ার আগেই তারা হারান উইকেট।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য